/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/Harbhajan-Singh-Losliya.jpg)
হরভজন সিং ও অভিনেত্রী লসলিয়া (ইনস্টাগ্রাম ও টুইটার)
হরভজন সিং এবারে সিনেমার পর্দায়। সরাসরি রুপোলি পর্দায় বিখ্যাত স্পিনারকে দেখা যাবে। তবে বলিউড নয়, দক্ষিণের তামিল সিনেমায় মুখ দেখাতে চলেছেন তিনি। দক্ষিণী অভিনেতা সান্তানামের সঙ্গে স্ক্রিন শেয়ার করছিলেন তিনি। সেই সিনেমার নাম ছিল ডিক্কিলুনা। তবে সেই ছবিতেই আটকে নেই তিনি। নতুন যে সিনেমায় সই করেছেন তিনি, তার নাম ফ্রেন্ডশিপ।
চেন্নাইল ওরু নাল-২ ও অগ্নিদেবী খ্যাত পরিচালকদ্বয় জন পাল রাজ এবং শ্যাম সূর্য এই সিনেমার দায়িত্বে। এই সিনেমায় হরভজনের বিপরীতে অভিনয় করছেন বিগ বস তামিল-খ্যাত লসলিয়াও।
আরও পড়ুন শচীনের পুঁচকি সারা এখন রীতিমতো ডিভা! গ্ল্যামারে ঝলসে দেবেন বলি নায়িকাদেরও
সূত্রের খবর অনুযায়ী, মালায়লম সিনেমা থেকে অনুপ্রাণিত এই ছবি। ছবির প্লট চারজন ব্যক্তিকে কেন্দ্র করে। যদিও জানা গিয়েছে, লসলিয়া এই সিনেমায় থাকলেও হরভজনের বিপরীতে তিনি নায়িকা নন। এই সিনেমার মুখ্য বিষয় কলেজের রাজনীতি ও খেলা।
আর্টহাউস ঘরানার নয় এই সিনেমা। একদমই কর্মাশিয়াল ধাঁচের। এই সিনেমার শ্যুটিং হতে চলেছে চেন্নাই ও কোয়েম্বাত্তুরে। হরভজন সিং এই সিনেমায় একজন উত্তর ভারতীয়ের ভূমিকা অভিনয় করছেন। হরভজনের মতোই চিত্রনাট্যে গুরুত্ব দেওয়া হয়েছে লসলিয়াকে।
আরও পড়ুন ধোনিই সেরা, কোহলিকে ‘ঠুকে’ জানিয়ে দিলেন রোহিত! রইল ভিডিও
জানা গিয়েছে, ফ্রেন্ডশিপ সিনেমা তামিলে হলেও আরও তিন ভাষায় ডাবিং করা হবে- হিন্দি, তেলুগু এবং কানাড়া। চলতি বছরের দ্বিতীয়ার্ধে এই সিনেমা মুক্তি পাবে, জানানো হয়েছে।
হরভজন এর পাশাপাশি আরও একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন। যেখানে তিনি তামিল কবি ও দার্শনিক থিরুভাল্লুভারের ভূমিকায় দেখা যাবে।
Read the full article in ENGLISH