অশ্বিন-কুলদীপের মধ্য়ে দেশের এক নম্বর স্পিনারকে বেছে নিলেন হরভজন

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন দু'ম্য়াচের টেস্ট সিরিজে বিরাট কোহলির দলে রয়েছেন তিনজন স্পিনার। রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা। অশ্বিন এবং কুলদীপের মধ্য়ে হরভজন সিং কুলদীপকেই এক নম্বর স্পিনার হিসাবে বেছে নিয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন দু'ম্য়াচের টেস্ট সিরিজে বিরাট কোহলির দলে রয়েছেন তিনজন স্পিনার। রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা। অশ্বিন এবং কুলদীপের মধ্য়ে হরভজন সিং কুলদীপকেই এক নম্বর স্পিনার হিসাবে বেছে নিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Harbhajan Singh picks Kuldeep Yadav as first spinner ahead of R Ashwin

অশ্বিন-কুলদীপের মধ্য়ে দেশের এক নম্বর স্পিনারকে বেছে নিলেন হরভজন

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন দু'ম্য়াচের টেস্ট সিরিজে বিরাট কোহলির দলে রয়েছেন তিনজন স্পিনার। রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা। অশ্বিন এবং কুলদীপের মধ্য়ে হরভজন সিং কুলদীপকেই এক নম্বর স্পিনার হিসাবে বেছে নিয়েছেন। সাম্প্রতিক পারফরম্য়ান্সের বিচারে ভারতের চায়নাম্য়ান বোলার এগিয়ে বলেই মত পাঞ্জাব পুত্তরের।

Advertisment

 

দ্য় টামইস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ভাজ্জি বললেন, "সাম্প্রতিক ফর্মের বিচারে কুলদীপই এক নম্বর স্পিনার। ওর উইকেট নেওয়ার ক্ষমতা অসাধারণ। রবীন্দ্র জাদেজাও টেস্টে যখনই সুযোগ পেয়েছে তার পুরো সদ্ব্য়বহার করেছে। অশ্বিনের হয়ে শুধু পরিসংখ্য়ানই কথা বলছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওর রেকর্ড দুরন্ত।"

Advertisment

আরও পড়ুন: ঋদ্ধিকে নিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট টিম সাজাল ভারত

২০১৮ সালটা একেবারেই ভাল যায়নি অশ্বিনের। তাঁর পরিবর্তে বাজিমাত করেছেন কুলদীপ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে পাঁচ উইকেটও পান তিনি। টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রীও বলেছিলেন যে, বিদেশের মাটিতে অশ্বিন-জাদেজার থেকে অনেকটাই এগিয়ে কুলদীপ।

অন্য়দিকে অশ্বিন এক সময় বিশ্বের এক নম্বর টেস্ট অলরাউন্ডার ছিলেন। এই মুহূর্তে ভারত-ওয়েস্ট ইন্ডিজের সক্রিয় ক্রিকেটারদের মধ্য়ে সবচেয়ে বেশি উইকেট আছে অশ্বিনেরই। ২০১৬ সালে প্রথম বার দ্বীপপুঞ্জের দেশে গিয়ে চার টেস্ট মিলিয়ে ১৭ উইকেট তুলে নেন অশ্বিন। ফলে এবারও তাঁর দিকে চোখ থাকবে।

আগামী ২২ অগাস্ট থেকে অ্যান্টিগার স্য়ার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ৩০ অগাস্ট থেকে জামাইকার সাবিনা পার্কে। অশ্বিন-কুলদীপের দিকেই থাকবে চোখ।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টেস্ট দল: বিরাট কোহলি (ক্য়াপ্টেন), অজিঙ্ক রাহানে (ভাইস ক্য়াপ্টেন), ময়ঙ্ক আগরওয়াল, কেএল রাহুল, হনুমা বিহারী, রোহিত শর্মা, ঋষভ পন্থ, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, উমেশ যাদব।

Harbhajan Singh Kuldeep Yadav