ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্সশিপ অফ লেজেন্ডস ট্রফি জয়ের পর নাকি শারীরিক প্রতিবন্ধীদের ব্যঙ্গ করেছিলেন। এমনই অভিযোগ উঠে গিয়েছিল হরভজন সিং (Harbhajan Singh), যুবরাজ সিং, সুরেশ রায়নাদের বিরুদ্ধে। বিতর্ক চালু হতেই এবার ক্ষমা চেয়ে নিলেন হরভজন সিং।
প্যারা ব্যাডমিন্টন তারকা মানসী জোশি (Manasi Joshi) ইনস্টাগ্রাম রিলে তুলোধোনা করেছিলেন হরভজন, সুরেশ রায়নাকে। এছাড়াও প্রতিবন্ধীদের একাধিক সংগঠনও ভারতীয় দলের প্রাক্তন তারকাদের কার্যকলাপে অসন্তোষ প্রকাশ করেছিলেন।
ক্ষমা চাওয়ার ভঙ্গিতে হরভজন টুইটারে লেখেন, "ইংল্যান্ডে চ্যাম্পিয়নশিপ জেতার পর তওবা তওবা গানে আমাদের সাম্প্রতিক ভিডিওর প্রেক্ষিতে যাঁরা অভিযোগ করেছেন তাঁদের পরিষ্কার করে জানাতে চাই। আমরা কারোর অনুভূতিতে আঘাত করতে চাইনি। আমরা প্রত্যেক ব্যক্তি এবং গোষ্ঠীদের সম্মান করি। এই ভিডিওয় দেখাতে চেয়েছি টানা ১৫ দিন ক্রিকেট খেলার পর আমাদের শরীরের অবস্থা কেমন হয়েছিল! গায়ে প্রচণ্ড ব্যথা। আমরা কাউকে আঘাত অথবা অপমান করতে চাইনি। তবুও যদি মানুষ মনে করেন আমরা ভুল কিছু করেছি। তাহলে আমার তরফ থেকে সকলের কাছে ক্ষমা চাইলাম। এখানেই বিষয়টির সমাপ্তি ঘোষণা হোক। সকলে সুস্থ এবং হাসি খুশি থাকুন। সকলের প্রতি ভালবাসা।"
নিজের ক্যাটাগরিতে বিশ্বের প্রাক্তন একনম্বর মানসী জোশি ইনস্টাগ্রামে লিখেছিলেন, "তারকাদের কাছ থেকে আরও দায়িত্ববোধ আশা করেছিলাম। প্রতিবন্ধী মানুষের হাঁটাচলার ভঙ্গি নিয়ে প্লিজ ব্যঙ্গ কোরো না। এটা মোটেও মজার নয়।"
"তোমাদের এই ব্যবহার কতটা ক্ষতি করতে পারে, তোমরা বুঝতেই পারছ না। ভিডিওয় সর্বস্তরের মানুষের কাছ থেকে যেভাবে তোমরা প্রশংসা পেলে, সেটা কিন্তু ভয়ঙ্কর বিষয়। হাসি-ঠাট্টার জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের হাঁটা চলার ধরণ নিয়ে ব্যঙ্গ করায় এতে উৎসাহ দেওয়া হল। এই রিলের মাধ্যমে আরও প্রতিবন্ধী শিশুদের ভয় দেখানো হবে। প্রতিবন্ধী অধ্যুষিত এলাকায় যদি তোমাদের মত এথলিটরা যদি কেউ সামাজিক কাজ করে থাক, তাহলে এমন ভিডিও বানাতে পারতে না। পাবলিক ফোরামে এমন ভিডিও প্রকাশের জন্য ক্রিকেটারদের পিআর এজেন্সি কীভাবে এতে অনুমতি দিল, সেটা ভেবেই ভয় লাগছে।"
"হরভজন সিং, সুরেশ রায়না সহ যে সকল ব্যক্তিরা কমেন্ট সেকশনে এই ভিডিওর প্রশংসা করেছেন তাঁদের প্রতি আমি রীতিমতো হতাশ। পোলিও আক্রান্ত ব্যক্তিদের হাঁটা চলার ধরণ নকল করা মোটেও কিংবদন্তি সুলভ কাজ নয়। ভারতে এতে শারীরিক প্রতিবন্ধীদের আরও নির্যাতনে উৎসাহ দেওয়া হবে।"
সমস্ত দেশের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে সম্প্রতি যে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, সেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস টুর্নামেন্টে ভারত চ্যাম্পিয়ন হয়েছে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে।
Winning Celebrations from Yuvraj Singh, Harbhajan Singh and Suresh Raina 😅
👉🏻 Are they Mocking Current Pakistani Fast Bowling Unit 🧐 Which gets Injured in every 2 Months 🤐#IndvsPakWCL2024 #INDvsZIM pic.twitter.com/QZ8qXLvIIh
— Richard Kettleborough (@RichKettle07) July 14, 2024
সেই জয়ের পর হরভজন যে ভাইরাল ভিডিও শেয়ার করেছিলেন, সেখানে ভাজ্জি তো বটেই যুবরাজ সিং, গুরকিরত মান, সুরেশ রায়নাদের দেখা গিয়েছিল বলিউডের বর্তমান চার্টবাস্টারে একনম্বর থাকা গান 'তওবা তওবা' গানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে। সেই গানের শিল্পী করণ আউলা এবং ভিকি কৌশলকে ট্যাগ করে হরভজন ক্যাপশনে লেখেন, "১৫ দিনের ক্রিকেট লিগ খেলে শরীরের তওবা তওবা হয়ে গিয়েছে। শরীরের সর্বাঙ্গে ব্যথা।"
সেই ভিডিওই যে এত বিতর্কের আমদানি করবে, কে ভাবতে পেরেছিল