Advertisment

হার্দিক, নটরাজনকে বাদ দেওয়ার পরিকল্পনা ছিল, বোর্ডের অন্দরের বিস্ফোরক তথ্য ফাঁস

আইপিএলে তুখোড় ফর্মে ছিলেন তারকা অলরাউন্ডার। মুম্বই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করেছেন। জাতীয় দলে ফিরে বিধ্বংসী ব্যাটিংয়ের নমুনা তুলে ধরেছেন হার্দিক।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সবকিছু ঠিকঠাক থাকলে হার্দিক পান্ডিয়া এবং নটরাজন দুজনের কারোরই খেলা হত না অস্ট্রেলিয়া সফরের নির্বাচকরা দুই তারকাকে বাইরে রেখেই দল গড়তে চেয়েছিলেন। এমনই চাঞ্চল্যকর প্রতিবেদন লেখা হয়েছে টাইমস অফ ইন্ডিয়ায়।

Advertisment

পিঠে চোটের জন্য বোলিং করতে পারছেন না হার্দিক পান্ডিয়া। তবে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে হার্দিককে দলে নিতে বেশ আপত্তি ছিল নির্বাচকদের। ব্যাটসম্যান হিসেবে কেমন করেন, তা নিয়ে যথেষ্ট সংশয় ছিল সবার।

আরো পড়ুন: মদের ঘোরে ইন্ডিয়ার গোপন তথ্য পাচার শাস্ত্রীর! ফাঁস করলেন চ্যাপেল

নির্বাচনের দায়িত্বে থাকা একজন টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, "অনেক নির্বাচকই মনে করেছিল শুধুমাত্র ব্যাটসম্যান হার্দিককে দলে নিয়ে লাভ নেই। তবে এটাই আশ্চর্যের যে হার্দিক ব্যাট হাতে কেমন ফর্মে রয়েছে, সেটা ওরা দেখছিল না। অনেক বোঝানোর পর হার্দিককে দলে নেওয়া হয়।"

তিনি আরো বলেছেন, "এসব নির্বাচনেই প্রমাণিত একজন কতটা দূরদর্শী হতে পারেন। এই মুহূর্তে ও বল করুক বা নাই করুক, সীমিত ওভারের ক্রিকেটে ওঁকে বাইরে রাখা সম্ভব নয়। এখন থেকে টি২০ বিশ্বকাপ পর্যন্ত এমন নির্বাচন ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে।"

হার্দিকের মতই নটরাজনকে খেলানোর কোনো পরিকল্পনাই ছিল না প্রাথমিকভাবে। অস্ট্রেলিয়ায় সীমিত ওভারের সিরিজের অন্যতম বড় আবিষ্কার নটরাজন। সীমিত ওভারের স্কোয়াডে নটরাজনকে প্রথমে রাখা হয়নি। তবে বরুণ চক্রবর্তী চোট পেয়ে ছিটকে যাওয়ায় শিকে ছেঁড়ে তামিল পেসারের। স্কোয়াডে অন্তর্ভুক্ত করে নেওয়া হয় তাঁকে।

প্রথম দুই ওডিআইয়ে বাইরে থাকলেও নটরাজন সুযোগ পান তৃতীয় একদিনের ম্যাচে। অভিষেকের দিনেই প্রথম উইকেট দখল করে নেন। টি২০-তে তিনটে ম্যাচেই খেলেছেন তিনি। নিয়েছেন ৬ উইকেট। বোর্ডের সেই কর্তা বলেছেন, "নেটে নটরাজনকে দেখার পরেই খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম টি২০-তে মিচেল স্টার্কের উইকেট বাকি সব সংশয় দূর করে দেয়।"

নটরাজন ও হার্দিক প্রাথমিক পরিকল্পনায় না থাকলেও স্রেফ পারফরম্যান্স দিয়ে প্রমাণ করে দিয়েছেন নিজেদের। সীমিত ওভারের ক্রিকেটে নিজেদের জায়গাও সেই সঙ্গে পাকা করেছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

BCCI Hardik Pandya
Advertisment