/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/SAVE_20200730_164225.jpg)
বাবা হলেন হার্দিক পান্ডিয়া। আগেই হার্দিক জানিয়ে দিয়েছিলেন স্ত্রী নাতাশা অন্তঃসত্ত্বা। তারপর অপেক্ষায় ছিলেন হার্দিক-নাতাশা। ক্রিকেটার-নায়িকার আশা পূর্ন করেই বৃহস্পতিবারই পুত্র সন্তানের জন্ম দিলেন নাতাশা।
হার্দিক ইনস্টাগ্রাম পোস্টে এদিনই জানিয়ে দিলেন, গর্বিত পিতা হওয়ার অনুভব। গতকালই হার্দিক ইনস্টাগ্রামে দুজনের সেলফি ছবির সঙ্গে একটি জিফ ফাইলের শেয়ার করেছিলেন, যেখানে লেখা, "কামিং সুন"। তারপরেই হার্দিক এদিন ইনস্টাগ্রামে খুদের ছবি শেয়ার করে লিখলেন, পুত্র সন্তানের পিতা হয়েছেন তিনি।
View this post on InstagramWe are blessed with our baby boy ❤️????????
A post shared by Hardik Pandya (@hardikpandya93) on
জানুয়ারি মাসে একগুচ্ছ ছবি, ভিডিও শেয়ার করে হার্দিক-নাতাশা নিজেদের এনগেজমেন্টের কথা সর্বসমক্ষে স্বীকার করে নিয়েছিলেন। সেই সময় আবেগঘন পোস্টে হার্দিকের ক্যাপশন ছিল, "নাতাশা আর আমার যাত্রাটা বেশ ভাল ছিল। এটা আরো চিত্তাকর্ষক হতে চলেছে কারণ জীবনের নতুন পর্বে আমরা প্রবেশ করছি। সবাইয়ের আশীর্বাদ ও ভালবাসা কাম্য।"
তারপর লকডাউনে সাতপাকে বাঁধা পড়েন মিয়াঁ-বিবি। জুন মাসে হার্দিক জানান স্ত্রী গর্ভবতী। আর ঠিক এক মাসের মধ্যেই এল সুখবর।