Team India T20 World Cup victory parade: দু'মাস আগেই আইপিএলে রোহিত শর্মাকে সরিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব করার সময় হার্দিক পান্ডিয়াকে ওয়াংখেড়েতে একাধিকবার দর্শকদের টিটকিরি শুনতে হয়েছিল। সেই ওয়াংখেড়েই বৃহস্পতিবার টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়ার নামে জয়ধ্বনি তুলে 'পান্ডিয়া পান্ডিয়া' চিৎকারে স্টেডিয়াম ভরিয়ে দিল।
টিম ইন্ডিয়া বর্তমানে টি২০ বিশ্বকাপ জয়ের পর উচ্ছ্বাসে ভাসছে। এই জয়ের ফলে ভারতের আইসিসি ট্রফি জয়ের ১১ বছরের খরা কাটল। ২০০৭ সালের পর এই নিয়ে দ্বিতীয়বার টি২০ বিশ্বকাপ জিতল ভারত। তার আগে বার্বাডোসের রোমাঞ্চকর ফাইনালে মেন ইন ব্লু প্রোটিয়াদের তুলোধনা করেছে। এই টুর্নামেন্ট তথা ফাইনালের অন্যতম হিরো হলেন হার্দিক পান্ডিয়া। আইপিএলে টিটিকিরির পর সেই ওয়াংখেড়েতেই জয়ধ্বনি পান্ডিয়াকে শূন্য থেকে যেন শীর্ষে তুলে ধরল।
বৃহস্পতিবার মেরিন ড্রাইভ থেকে হুডখোলা বাসে ওয়াংখেড়ে স্টেডিয়ামে পৌঁছয় বিশ্বকাপজয়ী ভারতীয় দল। পথের দু'পাশে অজস্র জনতা ভিড় করেছিলেন। স্টেডিয়ামে পৌঁছনোর পর সেখানেই হয় আসল অনুষ্ঠান, বিশ্বকাপজয়ী বীরদের সংবর্ধনা। সেখানেই বিশ্বকাপের নায়কের নাম ধরে 'হার্দিক হার্দিক' চিৎকার রীতিমতো অন্য মাত্রা দিয়েছিল ওয়াংখেড়েকে।
এবারের টি২০ বিশ্বকাপের ফাইনালের শেষ ওভারে হার্দিক পান্ডিয়া বল করেন। বিশ্বকাপ জয়ের পর আবেগপ্রবণ হার্দিককে কেঁদে ফেলতে দেখা যায়। সেই সময় ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা হার্দিকের গালে চুমু খেয়ে তাঁর প্রতি স্নেহ প্রকাশ করেন। রোহিতই ফাইনালের শেষ ওভার করার জন্য হার্দিকের হাতে বল তুলে দিয়েছিলেন। আর, সেই ওভারেই দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার আউট হন। যা কার্যত টি২০ বিশ্বকাপে ভারতের জয় নিশ্চিত করে দেয়।
আরও পড়ুন- বিশ্বকাপ ট্রফিতে হাত দিলেন না মোদি! কেন অদ্ভুত ব্যবহার প্রধানমন্ত্রীর, কারণ জানলে অবাক হবেন
বিশ্বকাপের ফাইনালে জয়ের পর প্রতিক্রিয়ায় পান্ডিয়া বলেন, 'আমি মর্যাদায় বিশ্বাস রাখি। যাঁরা আমাকে চেনেন না, তাঁরাও আমাকে নিয়ে এর আগে যাচ্ছেতাই বলেছেন। মানুষ বলে থাকেন। সেটা বড় কথা নয়। কিন্তু, আমি জীবনের ওপর আস্থাশীল। এটা বুঝি যে কথায় নয়, কাজেই জবাব দিতে হবে। আমি চাই অনুরাগী এবং সকলে যেন মর্যাদা দিতে শিখুক। আমাদের নিজেদেরকে প্রকাশ করার আরও ভালো পথ খুঁজে নিতে হবে। আমার বিশ্বাস যাঁরা আমাকে টিটকিরি দিয়েছিলেন, সেই লোকরাই এবার আমার নামে জয়ধ্বনি দেবেন।' বিশ্বকাপ জয়ের পর গণমাধ্যমকে পান্ডিয়ার বলা এই কথাগুলো বৃহস্পতিবার দেখা গেল অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে।