Hardik Pandya and Natasa Stankovic announce separation: হার্দিক এবং নাতাশা চার বছর দাম্পত্য জীবন কাটিয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪-এর সমাপ্তির পর থেকে তাঁদের দুজনের মধ্যে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
Hardik Pandya and Natasa Stankovic announce separation: হার্দিক এবং নাতাশা চার বছর দাম্পত্য জীবন কাটিয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪-এর সমাপ্তির পর থেকে তাঁদের দুজনের মধ্যে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
Hardik Pandya-Natasa Stankovic: নাতাশার সঙ্গে সুখের দিনে হার্দিক। (ছবি- টুইটার)
Hardik Pandya separation with wife Natasa Stankovic: শেষ পর্যন্ত নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিচ্ছেদ হয়েই গেল ভারতীয় দলের ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার। বৃহস্পতিবার যেদিন হার্দিকের ভারতীয় দলের অধিনায়ক এমনকী সহ-অধিনায়ক হওয়ার সম্ভাবনায় ইতি পড়ল, সেদিনই নাতাশা-হার্দিকের বিচ্ছেদের খবরে সিলমোহর পড়ল। এর আগে দীর্ঘদিন ধরেই হার্দিক এবং নাতাশার বিচ্ছেদ নিয়ে জল্পনা চলছিল। কিন্তু, উভয়ের কেউই ব্যাপারটা পরিষ্কার করেননি। সেই জল্পনাই বৃহস্পতিবার বাস্তব রূপ নিল।
Advertisment
হার্দিক এবং নাতাশা চার বছর দাম্পত্য জীবন কাটিয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪-এর সমাপ্তির পর থেকে তাঁদের দুজনের মধ্যে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার পারস্পরিক সম্মতিতে বিচ্ছেদের পর নাতাশা বিবৃতিতে জানান, '৪ বছর একসঙ্গে থাকার পর, হার্দিক ও আমি পরস্পরের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা একসঙ্গে আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি। আমাদের সবকিছু দিয়েছি। আমরা বিশ্বাস করি যে এই চেষ্টা আমাদের উভয়ের জন্যই সর্বোত্তম ছিল। আমাদের স্বার্থে ছিল। আমরা আনন্দ, পারস্পরিক শ্রদ্ধা এবং সাহচর্য একসঙ্গে উপভোগ করেছি। আমরা একটি পরিবারকে বড় করে তোলার জন্য নিজেদেরকে প্রস্তুত করেছি। সেখানে এই (বিচ্ছেদ) একটি কঠিন সিদ্ধান্ত।'
নাতাশা বিবৃতিতে আরও লিখেছেন, 'আমরা অগস্ত্যকে (ছেলে) পেয়েছি। ও আমাদের উভয়ের জীবনেই থাকবে। আমরা ওর সুখের জন্য যা করতে পারি, সহ-অভিভাবক হিসেবে তা নিশ্চিত করব। আমরা আন্তরিকভাবে আপনাদের সমর্থন চাইছি এবং পরিস্থিতি বোঝার জন্য অনুরোধ করছি। এই কঠিন এবং সংবেদনশীল সময়ে আমাদেরকে গোপনীয়তা রক্ষা করতে দিন।'
সম্প্রতি টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলে হার্দিক পান্ডিয়া সহ-অধিনায়কের দায়িত্বে ছিলেন। তিনি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলেরও অধিনায়ক। টি২০ বিশ্বকাপে ভারতের বিশ্বকাপ জয়ে হার্দিক বড় ভূমিকা নিয়েছেন। বার্বাডোসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালেও তিনি দুর্দান্ত খেলেছেন। শেষ ওভারে বল করতে নেমে ভারতের জয় নিশ্চিত করেছেন। দক্ষিণ আফ্রিকা দলের স্তম্ভ ডেভিড মুলারের উইকেট নিয়েছেন। টি২০ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর বিচারে তিনি টি২০ ফরম্যাটে বিশ্বের একনম্বর অলরাউন্ডারের মর্যাদা পেয়েছেন।
মুম্বই ইন্ডিয়ান্সে রোহিতকে সরিয়ে অধিনায়ক হওয়া এবং টি২০ বিশ্বকাপে রোহিত সহকারি অধিনায়ক থাকার জন্য এটা মনে করা হচ্ছিল যে রোহিত শর্মার অবসরের পর হার্দিক পান্ডিয়াই ভারতীয় দলের অধিনায়ক হবেন। কিন্তু, নতুন কোচ গৌতম গম্ভীরের আপত্তিতে তা ভেস্তে গেল। ভারতীয় দলের কোচ হিসেবে গম্ভীরের কোচিংয়ের পরীক্ষা শুরু হচ্ছে চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে। সেখানে হার্দিক অধিনায়ক এবং সহ-অধিনায়ক কোনওটাই করা হয়নি। শ্রীলঙ্কায় ভারতীয় দল একদিনের ম্যাচ এবং টি২০ ম্যাচ, দুটোই খেলবে। কোনওটাতেই হার্দিককে অধিনায়ক বা সহ-অধিনায়ক করেনি বিসিসিআই। বৃহস্পতিবারই দল ঘোষণা হয়েছে। আর, সেদিনই হার্দিকের বিচ্ছেদের ঘোষণাও হয়ে গেল।