Advertisment

Hardik Pandya: হার্দিক পান্ডিয়াকে কি 'ড্রেসিংরুমের প্রতিক্রিয়া'তেই অধিনায়ক করা হল না? কী বোঝাতে চাইলেন গম্ভীর-আগরকার

Hardik Pandya-Ajit Agarkar: হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক না করার পিছনে বড় ভূমিকা নিয়েছেন আগরকার ও গম্ভীরই।

author-image
IE Bangla Sports Desk
New Update
Gautam Gambhir, Ajit Agarkar, গৌতম গম্ভীর, অজিত আগরকার,

Gautam Gambhir-Ajit Agarkar: মুম্বইয়ে সাংবাদিক বৈঠকের পর টিমের কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগরকার। (এক্সপ্রেস ছবি- দেবেন্দ্র পাণ্ডে)

Hardik Pandya-Suryakumar Yadav: হার্দিক পান্ডিয়ার বদলে সূর্যকুমার যাদবকে কেন তাঁরা অধিনায়ক বাছলেন? এবার এই প্রশ্নের জবাব দিতে বাধ্য হলেন গৌতম গম্ভীর, অজিত আগরকাররা। গম্ভীর ভারতীয় দলের হেড কোচ হওয়ার আগে প্রায় সকলেই ধরে নিয়েছিলেন যে হার্দিকই রোহিতের অবর্তমানে ভারতের টি২০ দলের অধিনায়ক হতে চলেছেন। এমনকী, টি২০ বিশ্বকাপেও ভারতীয় দলের সহ-অধিনায়ক হিসেবে আমেরিকা-ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিলেন হার্দিক। সেই হার্দিকের বদলে রাতারাতি সূর্যকুমার যাদবকে অধিনায়ক করা হয়েছে শ্রীলঙ্কা সিরিজের টি২০ ফরম্যাটে। গম্ভীর আর আগরকার এই বাছাইয়ের পিছনে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছেন বলেই জানা গিয়েছে। আর, তাতেই বিভিন্ন জনের প্রশ্ন জেগেছে, কেন সূর্যকুমারকে অধিনায়ক করা হল আচমকা?

Advertisment

আগরকারের ব্যাখ্যা

প্রধান নির্বাচক অজিত আগরকার জানিয়েছেন, পান্ডিয়ার ইনজুরির ইতিহাস আছে। সেই কারণেই তাঁরা যাদবকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন। একইসঙ্গে কিন্তু আগরকার জানিয়েছেন, তাঁরা অধিনায়ক নির্বাচনের ব্যাপারে 'ড্রেসিংরুমের প্রতিক্রিয়া' নিয়েছেন। এতেই না থেমে আগরকার বলেছেন, 'আমরা সূর্য সম্পর্কে ভালো প্রতিক্রিয়া পেয়েছি। আমরা বিশ্বাস করি যে ওঁর অধিনায়ক হওয়ার মত গুণাবলি রয়েছে। আর ও ভালো কিছু করতে দেখাতে পারবে।' আগরকার জানিয়েছেন, তাঁরা তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেননি। ভালো-মন্দ বিচার করা হয়েছে। আর, তারপরই অধিনায়ক কাকে করা হবে, সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ব্যাপারে আগরকার বলেন, 'পান্ডিয়া দীর্ঘদিন ফিটনেসের সমস্যায় ভুগেছে। আমরা এমন কাউকে অধিনায়ক হিসেবে চেয়েছি, যাকে পাওয়া যায়। আর, এই জন্যই পান্ডিয়াকে অধিনায়ক নির্বাচন করাটা কঠিন হয়ে পড়েছে।'

আরও পড়ুন- গম্ভীর আগরকার ফাঁস করলেন সব তথ্য, হার্দিককে নিয়ে সোজাসাপটা দুই কর্তা

গম্ভীর যা জানিয়েছেন

কোচ হিসেবে তাঁর ভূমিকা প্রসঙ্গে গম্ভীর বলেছেন, 'খেলোয়াড়দের স্বাধীনতা দেওয়াটা গুরুত্বপূর্ণ। এটা আমি পুরোপুরি বিশ্বাস করি। আমি প্রধান কোচ এবং খেলোয়াড়ের মত সম্পর্ক রাখতে চাই না। সবচেয়ে বড় সম্পর্ক হল বিশ্বাস। আর, সেই সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি সবসময় একটা সুখী, বিজয়ীর ড্রেসিংরুম চাই। সেটা তৈরি করা, সেটা বজায় রাখা সাপোর্ট স্টাফদের পাশাপাশি আমারও দায়িত্ব। আমি, সেই দায়িত্ব পালনের জন্য অপেক্ষা করছি।' সামনেই অস্ট্রেলিয়ার মত কঠিন সফর আছে। গম্ভীরের সুখী ড্রেসিংরুম বজায় রাখার ইচ্ছা তাই কতটা পূর্ণ হবে, সেটা এখন কেবল সময়ই বলবে।

Indian Cricket Team Suryakumar Yadav Hardik Pandya Gautam Gambhir
Advertisment