Advertisment

বিরল কীর্তি হার্দিকের, নিজের সিরিজ সেরা পুরস্কার দিয়ে দিলেন নটরাজনকে

আইপিএলে তুখোড় ফর্মে ছিলেন তারকা অলরাউন্ডার। মুম্বই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করেছেন। জাতীয় দলে ফিরে বিধ্বংসী ব্যাটিংয়ের নমুনা তুলে ধরেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ওয়ানডে-র পর টি২০-তেও ব্যাট হাতে ঝড় তুলেছেন। বাউন্ডারি, ওভার বাউন্ডারি আছড়ে পড়েছে ম্যানুকা ওভাল, সিডনির মাঠে। তাই সিরিজ সেরার পুরস্কার পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া।

Advertisment

তবে সবাইকে অবাক করে নিজের সিরিজ সেরার ট্রফি নটরাজনের হাতে তুলে দেন হার্দিক। যেভাবে ক্রিকেটার হিসেবে পরিণতিবোধ দেখিয়েছেন সাম্প্রতিককালে, তেমনই মানুষ হিসাবেও যে তিনি পরিণত হয়েছেন, তা-ই যেন প্রকাশ পেল হার্দিকের কাণ্ডে।

আরো পড়ুন: ক্রিকেট কেরিয়ারে ‘পর্দা নামালেন’, বাইশ গজে আর দেখা যাবে না পার্থিবকে

হার্দিক প্রতিষ্ঠিত তারকা হলেও টি নটরাজন সদ্য জাতীয় দলে সীমিত ওভারের দুই ফরম্যাটে অভিষেক ঘটালেন। দুরন্ত বোলিংয়ের সাক্ষী রাখলেন আন্তর্জাতিক স্তরে। জাতীয় দলের সেরা উইকেট সংগ্রাহক হিসাবে নিজেকে মেলে ধরলেন তিনি। শুধু উইকেট তোলাই নয়, রানের গতি সামাল দিতেও যে সিদ্ধহস্ত, তা-ও প্রমাণ করে দিয়েছেন তিনি।ইয়র্কার কিং অভিষেকেই টি২০ জয়ী জাতীয় দলের সদস্য হয়ে গেলেন। এমন কৃতিত্বকে সম্মান জানাতে হার্দিক নিজের সিরিজ সেরার পুরস্কার দিয়ে দেন নটরাজনকে।

আইপিএলে তুখোড় ফর্মে ছিলেন তারকা অলরাউন্ডার। মুম্বই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করেছেন আইপিএলে। তারপরেই জাতীয় দলে ফিরে বিধ্বংসী ব্যাটিংয়ের নমুনা তুলে ধরেছেন। দ্বিতীয় টি২০-তে রুদ্ধশ্বাস ম্যাচ একার হাতে বের করেছেন ২২ বলে ৪২ রানের দুরন্ত ইনিংস খেলে। শেষ ওভারে ধোনির স্টাইলেই ছক্কা হাঁকিয়ে ম্যাচ ফিনিশ করেছেন।

তারপরেই ম্যাচ সেরার পুরস্কার নটরাজনের হাতে তুলে দিয়ে বিরল কীর্তি গড়েছেন। যা দেখে আপ্লুত ক্রিকেট মহল। টি২০ সিরিজ পরেই আপাতত দেশে ফিরে আসছেন হার্দিক। কারণ টেস্ট স্কোয়াডে রাখা হয়নি তাঁকে। তিনি নিজে ম্যাচের পরে জানিয়েছেন, সদ্যজাত পুত্রকে দেখার জন্য তাঁর আর তর সইছে না। আপাতত পরিবারের সঙ্গেই সময় কাটাবেন হার্দিক পান্ডিয়া।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cricket Hardik Pandya
Advertisment