বিশ্বকাপের আগেই ভাগ্য নির্ধারিত হয়ে গেল হার্দিক পাণ্ডিয়া এবং লোকেশ রাহুলের। সুপ্রিম কোর্ট নিযুক্ত বিসিসিআই-এর অম্বুডসম্যান ডিকে জৈন তাঁদের ২০ লক্ষ টাকা জরিমান করলেন। টেলিভিশন শো ‘কফি উইথ করণ’-এ নারীবিদ্বেষী ও যৌন বিষয়ক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন পাণ্ডিয়া-রাহুল। শর্তসাপেক্ষে তাঁদের নির্বাসন উঠে গেলেও দেশের এই দুই স্টার ক্রিকেটারের ভাগ্য ঝুলেছিল বোর্ডের অম্বুডসম্যানের নিদানের উপরেই।
কফি উইথ করণে পাণ্ডিয়া এবং রাহুলের বিতর্কিত উপস্থিতির জন্য বিসিসিআইয়ের অম্বুডসম্যান তাঁদের যে, ২০ লক্ষ টাকা জরিমানা করেছেন। তার মধ্যে ১ লক্ষ টাকা করে সামরিক বাহিনীর ১০ শহিদ কনস্টেবলের বিধবা স্ত্রী'দের এই টাকা দিতে হবে। কেন্দ্রীয় সরকারের ভারত কে বীর অ্যাপে এই টাকা দিতে হবে। এবং বাকি টাকাটা ক্রিকেটে অ্যাসোসিয়েশন অফ ব্লাইন্ডের তহবিলে জমা হবে। পাণ্ডিয়াদের আরও জানানো হয়েছে এই নির্দেশের চার সপ্তাহের মধ্যেই টাকা পাঠাতে হবে তাঁদের। এই নির্দেশ আমান্য করলে তাঁদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সেক্ষেত্রে ওই টাকা তাঁদের ম্যাচ-ফি থেকে কেটে নেওয়া হতে পারে। চলতি মাসের পয়লা সপ্তাহে পাণ্ডিয়া এবং লোকেশ রাহুলের বক্তব্য শোনার জন্য় তাঁকে নোটিশ পাঠিয়েছিলেন জৈন।
আরও পড়ুন: পাণ্ডিয়া-রাহুলকে ডেকে পাঠালেন বোর্ডের অম্বুডসম্যান
ডিকে জৈনের আগে বোর্ডের অম্বুডসম্যানের দায়িত্ব সামলেছেন আরেক প্রাক্তন বিচারপতি এপি শাহ। ২০১৫-র ডিসেম্বরে দায়িত্ব নেন তিনি। এক মরসুম কাজ করেন শাহ। এরপর থেকেই অম্বুডসম্যানের পদটা ফাঁকাই ছিল। ফলে পরবর্তী অম্বুডসম্যানে নিয়োগ না-হওয়া পর্যন্ত বোর্ড পাণ্ডিয়া-রাহুলের ব্যাপারে কোনও সিদ্ধান্তই নিতে পারছিল না। তাঁরা অম্বুডসম্যানের জন্যই অপেক্ষা করছিল। অবশেষে পাণ্ডিয়াদের ভাগ্য নির্ধারিত হল। এই মুহূর্তে পাণ্ডিয়া-রাহুল দু'জনেই দুরন্ত ফর্মে রয়েছেন আইপিএলে। বিশ্বকাপের ১৫ সদস্যের দলেও রয়েছেন তাঁরা।
ICC Cricket World Cup 2019: বিশ্বকাপের আগেই জরিমানা পাণ্ডিয়া-রাহুলের
বিশ্বকাপের আগেই ভাগ্য নির্ধারিত হয়ে গেল হার্দিক পাণ্ডিয়া এবং লোকেশ রাহুলের। সুপ্রিম কোর্ট নিযুক্ত বিসিসিআই-এর অম্বুডসম্যান ডিকে জৈন তাঁদের ২০ লক্ষ টাকা জরিমান করলেন।
Follow Us
বিশ্বকাপের আগেই ভাগ্য নির্ধারিত হয়ে গেল হার্দিক পাণ্ডিয়া এবং লোকেশ রাহুলের। সুপ্রিম কোর্ট নিযুক্ত বিসিসিআই-এর অম্বুডসম্যান ডিকে জৈন তাঁদের ২০ লক্ষ টাকা জরিমান করলেন। টেলিভিশন শো ‘কফি উইথ করণ’-এ নারীবিদ্বেষী ও যৌন বিষয়ক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন পাণ্ডিয়া-রাহুল। শর্তসাপেক্ষে তাঁদের নির্বাসন উঠে গেলেও দেশের এই দুই স্টার ক্রিকেটারের ভাগ্য ঝুলেছিল বোর্ডের অম্বুডসম্যানের নিদানের উপরেই।
কফি উইথ করণে পাণ্ডিয়া এবং রাহুলের বিতর্কিত উপস্থিতির জন্য বিসিসিআইয়ের অম্বুডসম্যান তাঁদের যে, ২০ লক্ষ টাকা জরিমানা করেছেন। তার মধ্যে ১ লক্ষ টাকা করে সামরিক বাহিনীর ১০ শহিদ কনস্টেবলের বিধবা স্ত্রী'দের এই টাকা দিতে হবে। কেন্দ্রীয় সরকারের ভারত কে বীর অ্যাপে এই টাকা দিতে হবে। এবং বাকি টাকাটা ক্রিকেটে অ্যাসোসিয়েশন অফ ব্লাইন্ডের তহবিলে জমা হবে। পাণ্ডিয়াদের আরও জানানো হয়েছে এই নির্দেশের চার সপ্তাহের মধ্যেই টাকা পাঠাতে হবে তাঁদের। এই নির্দেশ আমান্য করলে তাঁদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সেক্ষেত্রে ওই টাকা তাঁদের ম্যাচ-ফি থেকে কেটে নেওয়া হতে পারে। চলতি মাসের পয়লা সপ্তাহে পাণ্ডিয়া এবং লোকেশ রাহুলের বক্তব্য শোনার জন্য় তাঁকে নোটিশ পাঠিয়েছিলেন জৈন।
আরও পড়ুন: পাণ্ডিয়া-রাহুলকে ডেকে পাঠালেন বোর্ডের অম্বুডসম্যান
ডিকে জৈনের আগে বোর্ডের অম্বুডসম্যানের দায়িত্ব সামলেছেন আরেক প্রাক্তন বিচারপতি এপি শাহ। ২০১৫-র ডিসেম্বরে দায়িত্ব নেন তিনি। এক মরসুম কাজ করেন শাহ। এরপর থেকেই অম্বুডসম্যানের পদটা ফাঁকাই ছিল। ফলে পরবর্তী অম্বুডসম্যানে নিয়োগ না-হওয়া পর্যন্ত বোর্ড পাণ্ডিয়া-রাহুলের ব্যাপারে কোনও সিদ্ধান্তই নিতে পারছিল না। তাঁরা অম্বুডসম্যানের জন্যই অপেক্ষা করছিল। অবশেষে পাণ্ডিয়াদের ভাগ্য নির্ধারিত হল। এই মুহূর্তে পাণ্ডিয়া-রাহুল দু'জনেই দুরন্ত ফর্মে রয়েছেন আইপিএলে। বিশ্বকাপের ১৫ সদস্যের দলেও রয়েছেন তাঁরা।