Advertisment

জাতীয় দলে বাতিল হচ্ছেন হার্দিক, আইপিএলের মধ্যেই তারকা শুনলেন দুঃসংবাদ

ভুবনেশ্বর, ঈশান্তের অনুপস্থিতিতে মহম্মদ শামি, জসপ্রীত বুমরা তিন ফরম্যাটেই বোলিং আক্রমণের নেতৃত্বে থাকবেন। পঞ্চম বোলার হিসাবে দলে জায়গা পাওয়ার লড়াই শার্দুল ঠাকুর, নভদীপ সাইনি এবং মহম্মদ সিরাজের।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অস্ট্রেলীয় সরকারের পক্ষ থেকে ভারত সিরিজের জন্য ছাড়পত্র আগেই পেয়ে গিয়েছে অজি বোর্ড। আইপিএলের পরেই অস্ট্রেলিয়া উড়ে যাবেন বিরাট কোহলিরা। তিন ফরম্যাটের জন্যই সুনীল জোশির নেতৃত্বাধীন নির্বাচকমন্ডলী দল বেছে নেবেন শীঘ্রই। জানা গিয়েছে অস্ট্রেলীয় সফরের জন্য ৩২ জনের জাম্বো স্কোয়াড নির্বাচনের বার্তা এসেছে বোর্ডের পক্ষ থেকে।

Advertisment

তবে নির্বাচনের সময় একজনকে নিয়ে আলোচনা হতে পারে। ইনসাইড স্পোর্টসের প্রতিবেদনে জানানো হয়েছে, অস্ট্রেলিয়া সফরে হার্দিক পান্ডিয়াকে নিয়ে যাওয়া হবে কিনা, তা নিয়ে দ্বিধায় ভুগছেন নির্বাচকরা। পিঠের চোট থেকে তারকা অলরাউন্ডার সেরে উঠেছেন কয়েক মাস পরেই। আইপিএলেও মুম্বইয়ের জার্সিতে চুটিয়ে খেলছেন তিনি।

আরো পড়ুন: বিজেপির পুজোয় ডোনার নৃত্য পরিবেশন, সৌরভের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে

তবে সমস্যা অন্যত্র। মুম্বইয়ের জার্সিতে ৯টা ম্যাচে খেললেও হার্দিককে এক ওভারও বোলিং করতে দেখা যায়নি। গত বছর লন্ডনে পিঠে অস্ত্রোপচার হওয়ার পর কোনোরকম প্রতিদ্বন্দিতামূলক ক্রিকেটেই হার্দিক বোলিং করেননি।

সর্বভারতীয় একাধিক মিডিয়ার প্রতিবেদন সত্যি হলে হার্দিক বর্তমানে নতুন বোলিং একশন নিয়ে জাহির খানের তত্ত্বাবধানে খাটছেন। হার্দিক ঘনিষ্ঠ এক ব্যক্তি সর্বভারতীয় এক ইংরেজি প্রচারমাধ্যমকে জানিয়েছেন, "পান্ডিয়া যদি টেস্ট খেলতে অপছন্দও করে এই মুহূর্তে সীমিত ওভারের ক্রিকেটে ও খেলতে রাজি। মুম্বই ইন্ডিয়ান্সের নেটে জাহির খানের অধীনে হার্দিক নতুন বোলিং একশন নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে।"

নির্বাচকদের আপত্তি এখানেই। বোলিং না করলে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে হার্দিককে দলে রাখতে রাজি নন নির্বাচকরা। বর্তমানে জাতীয় দলের একাধিক বোলার চোটের কবলে। আইপিএল চলাকালীনই চোট পেয়ে ছিটকে গিয়েছেন ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মার মত দুই তারকা। অস্ট্রেলিয়া সফরেও দুজনকে পাওয়ার সম্ভাবনা কম। তাই হার্দিককে চাপ দিয়ে বল করিয়ে ফের চোটের দিকে ঠেলে দিতে চাইছেন না নির্বাচকরা।

ভুবনেশ্বর, ঈশান্তের অনুপস্থিতিতে মহম্মদ শামি, জসপ্রীত বুমরা তিন ফরম্যাটেই বোলিং আক্রমণের নেতৃত্বে থাকবেন। পঞ্চম বোলার হিসাবে দলে জায়গা পাওয়ার লড়াই শার্দুল ঠাকুর, নভদীপ সাইনি এবং মহম্মদ সিরাজের। দিল্লি ক্যাপিটালসের অক্ষর প্যাটেলকেও স্কোয়াডে রাখা হতে পারে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Hardik Pandya
Advertisment