সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্কোয়াড থেকে বাইরে রাখা হচ্ছে হার্দিক পান্ডিয়াকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৮ জুন সাউদাম্পটনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামছে ভারত। আর সেই চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্কোয়াড ৪৮ ঘন্টার মধ্যেই ঘোষণা করে দিতে পারে চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক কমিটি।
আর ক্রিকবাজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে কিছুদিন আগেই স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে স্কোয়াডে রাখা হয়েছিল হার্দিককে। তবে প্রথম একাদশে সুযোগ পাননি তিনি। টেস্টে শেষবার হার্দিক খেলেন সেই ২০১৮ সালে। আর এখন বল করা বন্ধ করে দেওয়ায় হার্দিককে টেস্ট চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে রাখার কার্যত কোনো কারণই নেই।
আরো পড়ুন: আইপিএল বন্ধের পরেই চরম দুঃসংবাদ! করোনায় মৃত্যু রাজস্থানের চ্যাম্পিয়ন ক্রিকেটারের
এদিকে, সেই স্কোয়াড গড়া হচ্ছে রবীন্দ্র জাদেজাকে রেখে। অস্ট্রেলিয়া সফরের পর ফের একবার আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করছেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টে আঙুলে চোট পান তিনি। শেষ টেস্টে আর খেলতে পারেননি। চোটের কারণে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধেও খেলতে পারেননি তিনি। প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে জাদেজা ফেরেন আইপিএলে।
যাইহোক, ক্রিকবাজ-এর সেই প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাদ পড়তে চলেছেন পৃথ্বী শ-ও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের পরেই বাদ পড়েছিলেন তারকা। এরপরে ঘরোয়া ক্রিকেটে ফিরে দুরন্ত ফর্মে ফেরেন। বিজয় হাজারে ট্রফিতে ৮২৭ রান করেন। আইপিএলেও দুরন্ত ছন্দে ছিলেন তিনি। দিল্লিতে শিখর ধাওয়ানের সঙ্গে যেন করতে নেমে ৭ ম্যাচে ৩০৮ রান করেছেন। তবে টেস্টের স্কোয়াডে এমনিতে শুভমান গিল, রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল থাকায় দলে এই মুহূর্তে জায়গা পাওয়া কঠিন। তবে কেএল রাহুলকে একমাত্র বাদ দিলে তবেই জায়গা পেতে পারেন তিনি।
সেই রিপোর্টে আরো বলা হয়েছে প্রসিদ্ধ কৃষ্ণকে প্রথমবার টেস্টের স্কোয়াডে ডাকা হতে পারে। কিছুদিন আগেই ইংল্যান্ডের বিপক্ষে তন ম্যাচের ওডিআই সিরিজে জাতীয় দলে জায়গা পেয়েছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ।
জানানো হয়েছে, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল অটোমেটিক চয়েস হিসাবে থাকছেন। তবে ইংল্যান্ডের ওয়েদারে অক্ষর প্যাটেল সম্ভবত প্রথম একাদশে সুযোগ পাবেন না।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন