Hardik Pandya Decision: হার্দিক নন, তিলককে রিটায়ার্ড আউট করার পিছনে 'মগজাস্ত্র' কার? দেখুন ভিডিও

Hardik Pandya and Tilak Verma: তিলক বর্মা রান করতে পারছিলেন না বলেই, এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। ডেথ ওভারে যখন বড় শট হাঁকানোর দরকার ছিল, তখন তিলক বারংবার ব্যর্থ হচ্ছিলেন। তিনি ২৩ বল খেলে মাত্র ২৫ রান করেন।

Hardik Pandya and Tilak Verma: তিলক বর্মা রান করতে পারছিলেন না বলেই, এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। ডেথ ওভারে যখন বড় শট হাঁকানোর দরকার ছিল, তখন তিলক বারংবার ব্যর্থ হচ্ছিলেন। তিনি ২৩ বল খেলে মাত্র ২৫ রান করেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Tilak Verma and Hardik Pandya

তিলক বর্মা এবং হার্দিক পান্ডিয়া

Tilak Verma Retired Out: তিলক বর্মাকে কেন রিটায়ার্ড আউট ঘোষণা করে মাঠ থেকে তুলে নেওয়া হল, তা নিয়ে এখনও বিতর্কের ঝড় বইছে। মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকরা এই সিদ্ধান্তের কারণে প্রচন্ড রেগে গিয়েছেন। যদিও তিলক বর্মা (Tilak Verma) রান করতে পারছিলেন না বলেই, এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। ডেথ ওভারে যখন বড় শট হাঁকানোর দরকার ছিল, তখন তিলক বারংবার ব্যর্থ হচ্ছিলেন। তিনি ২৩ বল খেলে মাত্র ২৫ রান করেন। শেষপর্যন্ত, লখনউ ১২ রানে এই ম্য়াচটা হেরে যায়। তবে তিলককে রিটায়ার্ড আউট করার সিদ্ধান্তটা একেবারেই হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ছিল না। ম্য়াচের পর গোটা বিষয়টা স্পষ্ট হয়ে যায়। 

Advertisment

২০৪ রান তাড়া করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) শুরুটা বেশ খারাপ হয়েছিল। রোহিত শর্মার অনুপস্থিতিতে উইল জ্যাকস (৫) এবং রায়ান রিকলটন (১০) ওপেন করতে নেমেছিলেন। কিন্তু, ১৭ রানের মধ্যেই এই দুই ব্যাটার প্যাভিলিয়নে ফিরে যান। এরপর নমন ধীর ২৪ বলে ৪৬ রান করেন। এরমধ্যে তিনি ৩ ছক্কা এবং ৪ চার মারেন। তৃতীয় উইকেটে সূর্যকুমার যাদবের সঙ্গে তিনি ৬৯ রানের পার্টনারশিপ গড়ে তোলেন।

সূর্যকুমার যাদব ৪৩ বলে ১ ছক্কা এবং ৯ বাউন্ডারির সাহায্যে ৬৭ রান করেছেন। তিনি তিলক বর্মার সঙ্গে ৬৬ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। শেষপর্যন্ত বড় শট হাঁকাতে গিয়ে তিনি আউট হয়ে যান। এরপর ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। তিলক বর্মা উইকেটে সেট হয়ে যাওয়ার পরও বড় শট মারতে পারছিলেন না। ১৯ ওভারের পঞ্চম বলে রিটায়ার্ড আউট হয়ে তিনি মাঠের বাইরে চলে আসেন।

IPL 2025 : তিলককে রিটায়ার্ড আউট করার সিদ্ধান্তটা আসলে কার ছিল?

Advertisment

মুম্বই ইন্ডিয়ান্স (Lucknow Super Giants vs Mumbai Indians live updates) দলের হেড কোচ মাহেলা জয়বর্ধনে ম্য়াচের পর স্বীকার করেন, তিলক বর্মাকে রিটায়ার্ড আউট করার সিদ্ধান্ত অন্য কারোর নয়, বরং তাঁরই ছিল। তিলক যখন মাঠ ছেড়ে বেরিয়ে যান, তখন মুম্বইয়ের জয়ের জন্য দরকার ছিল ৭ বলে ২৪ রান।

ম্যাচের পর জয়বর্ধনে বললেন, 'তিলক রানটা করতে চেয়েছিল। কিন্তু, ও আশানুরূপ শট খেলতে পারছিল না। আমরা শেষের দিকে বেশ কয়েকটা ওভার অপেক্ষা করেছিলাম। ও মাঠে বেশ খানিকক্ষণ সময় কাটিয়েছে। সেক্ষেত্রে বড় শট হাঁকানোই ওর দরকার ছিল। কিন্তু, সেটা পারছিল না। ওকে যথেষ্ট লড়াই করতে হচ্ছিল। সেকারণেই আমি সিদ্ধান্ত নিই যে শেষ ওভারে অন্তত নতুন ব্যাটার মাঠে নামুক।' 

তিলক বর্মা সম্পর্কে হার্দিক পান্ডিয়া বলেছেন, 'আমাদের বেশ কয়েকটা বড় শটের দরকার ছিল। কিন্তু, তিলক সেটা মারতে পারছিল না। ক্রিকেট খেলায় এমন দিন আসতেই পারে, যখন আপনি শত চেষ্টা করলেও সাফল্য লাভ করেন না। এই পরিস্থিতিতে শুধুমাত্র ভাল ক্রিকেটটা খেলতে হয়। গোটা বিষয়টা আমি সহজ করতে চেয়েছি। ভাল সিদ্ধান্ত গ্রহণ করো, বোলাররা হুঁশিয়ার থাকো, ব্যাটাররা সুযোগের সদ্ব্যবহার করো। এই টুর্নামেন্টের মেয়াদ যথেষ্ট দীর্ঘ। কয়েকটা ম্য়াচ জিততে পারলেই, আপনি ছন্দে ফিরে আসবেন।'

IPL 2025 Lucknow Super Giants vs Mumbai Indians live updates Mumbai Indians Hardik Pandya Tilak Verma Retired Out Tilak Verma