Jasmin Walia rumoured to be dating Hardik Pandya: ব্রিটিশ গায়িকার সঙ্গে বিদেশে হার্দিক! ডিভোর্সের ফুল শুকোনোর আগেই নতুন সম্পর্কে পান্ডিয়া
Hardik Pandya and Jasmin Walia: ইংল্যান্ডের এসেক্সে ভারতীয় বংশোদ্ভূত বাবা-মায়ের সন্তান জেসমিন প্রথমে ব্রিটিশ রিয়েলিটি টিভি সিরিজ 'দ্য অনলি ওয়ে ইজ এসেক্স (TOWIE)'-এ খ্যাতি অর্জন করেন। তিনি ২০১৪ সালে তাঁর YouTube চ্যানেল চালু করেছিলেন।
Hardik Pandya and Jasmin Walia: ইংল্যান্ডের এসেক্সে ভারতীয় বংশোদ্ভূত বাবা-মায়ের সন্তান জেসমিন প্রথমে ব্রিটিশ রিয়েলিটি টিভি সিরিজ 'দ্য অনলি ওয়ে ইজ এসেক্স (TOWIE)'-এ খ্যাতি অর্জন করেন। তিনি ২০১৪ সালে তাঁর YouTube চ্যানেল চালু করেছিলেন।
Hardik Pandya-Jasmin Walia: জেসমিন ওয়ালিয়ার সঙ্গে হার্দিক পান্ডিয়া ডেটিং করছে বলে জল্পনা ছড়িয়েছে। (ছবি- টুইটার)
Hardik Pandya and Jasmin Walia: ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ডেটিং করছেন। এবার তাঁর সঙ্গিনী ব্রিটিশ গায়িকা ‘বম ডিগি’ খ্যাত জেসমিন ওয়ালিয়া? দু'জনে গ্রিসে ছুটি কাটাচ্ছেন। এমনটাই জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি পান্ডিয়ার সঙ্গে তাঁর স্ত্রী অভিনেত্রী মডেল নাতাসা স্ট্যানকোভিচের বিচ্ছেদ হয়েছে।
Advertisment
এই জল্পনা ছড়ানোর কারণ, পান্ডিয়া ভক্তরা লক্ষ্য করেছেন যে হার্দিক এবং জেসমিন দু'জনেই একই সুইমিং পুলের চারপাশে একই প্রাকৃতিক পটভূমির ছবি শেয়ার করেছেন। কয়েকদিন আগে, জেসমিন একটি নীল বিকিনিতে নিজের ছবি পোস্ট করেছিলেন। সেখানে দেখা গিয়েছিল যে তিনি পুলের ধারে দাঁড়িয়ে এবং সূর্য থেকে নিজেকে রক্ষা করার জন্য একটি খড়ের টুপি পরেছিলেন। পরে, হার্দিক একই পুলের পাশে নিজের পোজ দেওয়া একটি ভিডিও পোস্ট করেছেন। প্রিন্টেড শার্ট এবং বেইজ প্যান্ট পরা পান্ডিয়ার পোস্টে জেসমিন লাইক দিয়েছেন। যা তাঁদের ডেটিংয়ের ব্যাপারে জল্পনা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি, পান্ডিয়াকেও দেখা গিয়েছে, জেসমিনকে ইনস্টাগ্রামে অনুসরণ করতে।
একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী জেসমিনের পোস্টে মন্তব্য করেছেন, 'হার্দিক পান্ডিয়া এবং আপনি একসঙ্গে গ্রিসে নতুন প্রেম উপভোগ করছেন।' আরেকজন সোশ্যাল মিডিয়ায় জিজ্ঞাসা করেছেন, হার্দিক পান্ডিয়া এখন কোথায়? প্রশ্ন হল, এই জেসমিন ওয়ালিয়া কে? জেসমিন ওয়ালিয়া হলেন একজন ব্রিটিশ গায়ক এবং টেলিভিশন ব্যক্তিত্ব। তিনি সংগীত শিল্পী হিসেবে পরিচিত।
ইংল্যান্ডের এসেক্সে ভারতীয় বংশোদ্ভূত বাবা-মায়ের সন্তান জেসমিন প্রথমে ব্রিটিশ রিয়েলিটি টিভি সিরিজ 'দ্য অনলি ওয়ে ইজ এসেক্স (TOWIE)'-এ খ্যাতি অর্জন করেন। তিনি ২০১৪ সালে তাঁর YouTube চ্যানেল চালু করেছিলেন। সেখানে তিনি জনপ্রিয় গানের কভার শেয়ার করেছেন। আর, জ্যাক নাইট, ইনটেন-টি এবং অলি গ্রিন মিউজিকের মত শিল্পীদের সঙ্গে সঙ্গতও করেছেন।
২০১৭ সালে 'বম ডিগি' রিলিজের মাধ্যমে জেসমিন তাঁর প্রধান সাফল্য পান। তিনি জ্যাক নাইটের সঙ্গে অভিনয় করেন। গানটির জনপ্রিয়তা আরও বেড়ে যায়, যখন জ্যাক নাইট ২০১৮ সালে বলিউড ফিল্ম 'সোনু কে টিটু কি সুইটি'-এর জন্য 'বম ডিগি ডিগি' হিসেবে এটিকে পুনরায় প্রকাশ করেন। ২০২২ সালে, তিনি 'বিগ বস ১৩'-এর ফাইনালিস্ট আসিম রিয়াজের সঙ্গে মিউজিক ভিডিও 'নাইটস অ্যান্ড ফাইটস'-এ অংশ নিয়েছিলেন।
হার্দিক পান্ডিয়া এবং নাতাসা স্ট্যানকোভিচ বিয়ের চার বছর পর ১৮ জুলাই তাঁদের বিচ্ছেদের ঘোষণা করেন। তাঁদের বিবৃতিতে, তাঁরা জানিয়েছেন যে, তাঁরা পারস্পরিকভাবে পৃথক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর, তাঁদের ছেলে অগস্ত্য কখনও তার মা, কখনও আবার তার বাবার কাছে থাকবে। ২০২০ সালের ৩১ মে হার্দিক, নাতাশা বিয়ে করেছিলেন।