/indian-express-bangla/media/media_files/2025/09/19/hardik-pandya-3-2025-09-19-22-21-29.jpg)
আউট হয়ে যাচ্ছেন হার্দিক পান্ডিয়া
Hardik Pandya: ২০২৫ এশিয়া কাপে (Asia Cup 2025) টিম ইন্ডিয়া শুক্রবার ওমানের (India vs Oman) বিরুদ্ধে খেলতে নেমেছে। টস জিতে ভারতীয় ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমেছিল। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা ১৮৮ রান করেছেন। এই ম্য়াচে ব্যাট হাতে বিশেষ নজর কাড়তে পারেননি শুভমান গিল। মাত্র ৫ রান করে তিনি আউট হয়ে যান। যদিও অভিষেক শর্মা ১৫ বলে ৩৮ রান করে টিম ইন্ডিয়ার যাবতীয় ক্ষত মেরামত করেন। এরপর দুর্দান্ত হাফসেঞ্চুরি হাঁকিয়ে ভারতীয় ক্রিকেট দলের মান বাঁচালেন সঞ্জু স্যামসন (৪৫ বলে ৫৬ রান)। এই ম্যাচে চার নম্বরে প্রোমোট করা হয়েছিল হার্দিক পান্ডিয়াকে। তিনি এই নম্বরটা তাঁর জন্য কার্যত 'আনলাকি' হয়ে যায়। স্যামসনের (Sanju Samson) একটা শটই খতম করে দেয় হার্দিকের ইনিংস। এই ম্য়াচে পান্ডিয়া চুপচাপ দাঁড়িয়ে নিজের দূর্ভাগ্য দেখলেন।
Suryakumar Yadav: এ কী সাংঘাতিক কাণ্ড! রোহিতের রোগ লাগল সূর্যের, ভাইরাল ভিডিও
দূর্ভাগ্যের শিকার হার্দিক পান্ডিয়া
টস জিতে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও শুরুটা তারা একেবারেই ভাল করতে পারেনি। মাত্র ৬ রানের মাথায় ভারতীয় ক্রিকেট দলে প্রথম উইকেটের পতন হয়। ৫ রান করে ক্লিন বোল্ড হয়ে যান শুভমান গিল। এরপর অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন দ্বিতীয় উইকেটে ৬৬ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। ধামাকাদার ব্যাটিংয়ের পর অভিষেক ৩৮ রান করে আউট হলেন। অভিষেক আউট হওয়ার পর হার্দিক পান্ডিয়া ব্যাট করতে নেমেছিলেন। এই ম্য়াচে তিনি ব্যাটিং অর্ডারে প্রোমোশন পেয়েছিলেন। চার নম্বরে নামেন তিনি। হার্দিক সবেমাত্র রানের খাতাটা খুলেছিলেন এবং দাঁড়িয়ে ছিলেন নন-স্ট্রাইকার এন্ডে।
অষ্টম ওভারের তৃতীয় বলে সঞ্জু স্যামসন সামনের দিকে একটা জোরে শট মারেন। সেই শট আটকানোর চেষ্টা করেন বিপক্ষ দলের বোলার। বলটা তাঁর হাতে লেগে সোজা স্টাম্পে আঘাত করে। স্যামসন শট খেলতেই হার্দিক ক্রিজ থেকে বেরিয়ে আসেন। কিন্তু, সময় থাকতে তিনি আর ক্রিজে ফেরত যেতে পারেননি। স্টাম্পে বলটা লাগতেই হার্দিক নিজে পিছন ফিরে প্যাভিলিয়নের দিকে হাঁটা দেন।
দেখুন ভিডিও:
I've never seen a more unlucky cricketer than Hardik Pandya 💔 pic.twitter.com/ojDlyWyzU1
— RISHAV (@Imrishav108) September 19, 2025
টিম ইন্ডিয়ার প্রথম একাদশে জোড়া পরিবর্তন
ওমানের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে জোড়া পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। ২ ম্য়াচ পর শেষপর্যন্ত জসপ্রীত বুমরাহের জায়গায় সুযোগ পেয়েছেন আর্শদীপ সিং। অন্যদিকে, বরুণ চক্রবর্তীকেও বিশ্রাম দেওয়া হয়েছে। বরুণের জায়গায় হর্ষিত রানাকে যোগ্যতা প্রমাণের সুযোগ দেওয়া হয়েছে। বর্তমানে টিম ইন্ডিয়া দুর্দান্ত ফর্মে রয়েছে। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার ২ নতুন বোলার কেমন পারফরম্য়ান্স করেন, সেটাই আপাতত দেখার।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us