Advertisment

বিশ্বকাপ শেষের আগেই ফের দুঃসংবাদের ঝটকা! অস্ট্রেলিয়ার বিপক্ষে নেই ভারতের একনম্বর সুপারস্টার

টিম ইন্ডিয়ার জন্য বড়সড় দুঃসংবাদ

author-image
IE Bangla Sports Desk
New Update
team-india

বিশ্বকাপে অনবদ্য ভারত (বিসিসিআই, টুইটার)

বিশ্বকাপের মঞ্চেই চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। গোটা বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছিলেন তারকা অলরাউন্ডার। তবে তাড়াতাড়ি মাঠে ফিরতে পারবেন না তিনি। বিশ্বকাপ শেষ হলেই ভারতের সাদা বলের সিরিজ রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই সিরিজ তো বটেই কমপক্ষে আরও দু-মাস মাঠের বাইরে কাটাতে হবে হার্দিককে।

Advertisment

গ্রুপ পর্বে বাংলাদেশ ম্যাচ নিজের বলে ফলো থ্রুতে লিটন দাসের স্ট্রেট ড্রাইভ আটকাতে গিয়ে গোড়ালি মুচকে যায় তারকার। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, হার্দিক বিশ্বকাপ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি২০ সিরিজ তো বটেই এমনকি দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে তিনটে টি২০ এবং তিনটে ওয়ানডে ম্যাচেও খেলতে পারবেন না।

পুনেতে বাংলাদেশ ম্যাচে লিটন দাসের ড্রাইভ আটকাতে গিয়েছিলেন। নিজের বোলিংয়ের ফলো থ্রুতে বাউন্ডারি বাঁচাতে গিয়েছিলেন। তারপরেই ভারসাম্য হারিয়ে গোড়ালি মচকে মাটিতে পড়ে যান তিনি। এরপরে উঠে দাঁড়িয়ে দৃশ্যতই অস্বস্তিতে ছিলেন তিনি। নিচু হতে পারছিলেন না। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে হয় তারকাকে। সঙ্গেসঙ্গেই জরুরিকালীন ভিত্তিতে রিহ্যাব সারতে এনসিএ-তে পাঠানো হয় পান্ডিয়াকে।

ভাবা হয়েছিল গ্রুপ পর্বের শেষদিকে অথবা সেমিতে পদার্পণ ঘটবে তারকার। তবে তা হয়নি ওয়ার্ল্ড কাপ থেকেই ছিটকে যেতে হয়েছে তাঁকে। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম এখনও ঠিক করতে পারেনি পান্ডিয়ার অস্ত্রপচারের প্রয়োজন রয়েছে কিনা!

দুই সপ্তাহ আগে এনসিএ-র স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচেরা হার্দিককে নেটে বল করার পরামর্শ দেন। ধীরে ধীরে গতি বাড়ানোর পরামর্শও দেওয়া হয়। গোড়ালিতে যাতে খুব বেশি চাপ না পড়েন, সেই বিষয়টি তাঁরা নিশ্চিত করেন। প্ৰথম তিন বলে হার্দিক কোনও সমস্যায় পড়েননি। পরের বলে তীব্রতা বাড়ানোর সঙ্গেসঙ্গেই গোড়ালিতে অস্বস্তি অনুভব করেন তারকা। চতুর্থ বলে গোড়ালিতে ফের যন্ত্রণা হয় তারকার। এনসিএ চিকিৎসকদের হার্দিক এই বিষয়ে জানানোর সঙ্গেসঙ্গেই আরও একপ্রস্থ স্ক্যান করা হয় তাঁর।

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর হার্দিক হৃদয় ভেজানো পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়, "বাকি বিশ্বকাপ খেলতে পারব না। এটা আমার হজম হচ্ছে না। তবে প্রত্যেক ম্যাচেই নিজের স্পিরিট নিয়ে হাজির থাকব। প্রত্যেক বলে দলের জন্য চিয়ার করে যাব। যে ভালোবাসা, শুভকামনা, সমর্থন পেয়েছি তা অনবদ্য। এই দল স্পেশ্যাল। আমি নিশ্চিত আমরা সকলকে গর্বিত করতে পারব। সবসময়ের জন্য ভালোবাসা।"

হার্দিক ছিটকে যাওয়ার পর বিশ্বকাপের টেকনিক্যাল কমিটি প্রসিদ্ধ কৃষ্ণকে পরিবর্ত হিসাবে সংযুক্তির অনুমোদন দিয়েছে। প্রসিধ কৃষ্ণ নিজেও ইনজুরি সারিয়ে খেলবেন। জাতীয় দলের হয়ে তিনি ইতিমধ্যেই ১৭ ওয়ানডে খেলে ২৯ উইকেট দখল করেছেন।

Indian Team Hardik Pandya ICC Cricket World Cup Cricket World Cup Indian Cricket Team
Advertisment