রোহিতের জায়গায় ODI-তে ক্যাপ্টেন হচ্ছেন এই তারকা! বড় আপডেট অজি সিরিজের আগেই

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরুর আগেই বড় আপডেট

রোহিতের জায়গায় ODI-তে ক্যাপ্টেন হচ্ছেন এই তারকা! বড় আপডেট অজি সিরিজের আগেই

পারিবারিক কারণে মুম্বইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্ৰথম ওয়ানডেতে খেলতে পারবেন না রোহিত শর্মা। রোহিতের জায়গায় স্ট্যান্ড ইন ক্যাপ্টেন হচ্ছেন হার্দিক পান্ডিয়া। এমনটাই জানানো হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিবেদনে। ক্রিকেট.কম.এইউ-তে বলা হয়েছে, “পারিবারিক কারণে প্ৰথম ওয়ানডে ম্যাচে থাকছেন না রোহিত শর্মা। শেষ দুই ম্যাচে নেতৃত্ব দেবেন তিনি।”

আইপিএলে প্ৰথমবার গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করা হার্দিক এমনিতেই সীমিত ওভারের ফরম্যাটে নেতৃত্বে অটোমেটিক চয়েস হার্দিক। চলতি বছরের শুরুতেই হার্দিক জানিয়েছিলেন, নতুন বছরে তাঁর লক্ষ্য সীমিত ওভারের ফরম্যাটে ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করা।

“সবথেকে বড় কৃতিত্ব হবে ওয়ানডেতে ভারতকে চ্যাম্পিয়ন করা। এই থেকে নতুন বছরের আর কোনও বড় প্রতিজ্ঞা হতেই পারে না। আমাদের সর্বস্ব উজাড় করে দেব ওয়ানডে বিশ্বকাপ জেতার জন্য। সামনের পথ উজ্জ্বল মনে হচ্ছে। দেখা যাক কী হয়।” শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে এমনটাই বলেন তারকা অলরাউন্ডার।

জাতীয় দল থেকে একসময় বাদ পড়েছিলেন। তারপরে স্বমহিমায় ফিরে এসেছেন আইপিএলে দুর্ধর্ষ পারফর্ম করে। ২০২২ স্মরণীয় হয়ে থেকেছে হার্দিকের কেরিয়ারে। তারকা জানাচ্ছেন, “এক বছর আগে পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম ছিল। খেলা থেকে ছিটকে যাওয়ার পর (লোয়ার ব্যাকে ইনজুরির কারণে) তখনই ঠিক করে নিয়েছিলাম, আরও ভালভাবে ফিরতে হবে। গোটা বছরটা দারুন কাটল তারপরে। এর সঙ্গে ওয়ার্ল্ড কাপ জিততে পারলে ভালো হত। তবে এটাই জীবনের অংশ। আমরা চেষ্টা করা সত্ত্বেও অর্জন করতে পারিনি। তবে এখনও অনেক কিছু অর্জন করা বাকি রয়ে গিয়েছে। আমি তো সেরকম কিছুই অর্জন করিনি।”

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Hardik pandya to lead team india against australia in 1st odi in absence of rohit sharma

Next Story
ATK-কে রক্ত ঝরিয়ে চ্যাম্পিয়ন করেন রোনাল্ডোর সতীর্থ! এবারের ফাইনালে ফেরান্দোর মগজাস্ত্রেই ভরসা তারকার
Exit mobile version