Team India t20 World Cup Squad announcement: আইপিএলে এখনও পর্যন্ত রান সংগ্রাহকদের মধ্যে শীর্ষস্থানে রয়েছেন বিরাট কোহলি। হায়দরাবাদের বিপক্ষে শেষ ম্যাচেও হাফসেঞ্চুরি করে গিয়েছেন মহাতারকা। তবে স্ট্রাইক রেট বিতর্ক কিছুতেই এড়াতে পারছেন না তিনি। ৯ ম্যাচে ৪৩০ রান করেছেন ১৪৫.৭৬ স্ট্রাইক রেট নিয়ে। ইনিংসের অনেক ক্ষেত্রেই সমর্থক থেকে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেছেন, চাইলেও হয়ত একটু দ্রুতগতিতে ব্যাটিং করতে পারতেন তিনি।
বৃহস্পতিবার হায়দরাবাদ ম্যাচেই কোহলি ১১৮.৬০ স্ট্রাইক রেট নিয়ে করেছেন ৪৩ বলে ৫১। কোহলির এই স্ট্রাইক রেট-ই টি২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়া স্কোয়াডে তাঁর নির্বাচনের অন্তরায়, এমনটাই মনে করেছেন অনেকে।
সেই যুক্তিতেই এবার মঞ্জরেকর কোহলিকে বিশ্বকাপের বাইরে দেখছেন। আইপিএল শেষ না হতে হতেই এবার টি২০ বিশ্বকাপের আসর বসছে ক্যারিবিয়ান এবং মার্কিন মুলুকে। আইপিএলের ফর্ম দেখেই এবার বিশ্বকাপের দল সাজাতে বসবেন নির্বাচকরা। তার আগে ভারতের বিশ্বকাপগামী স্কোয়াড কেমন হতে পারে, তার আঁচ দিয়েছেন মঞ্জরেকর।
তিনি তাঁর বাছাই স্কোয়াডে হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলির মত দুই সুপারস্টারকেই বাদ দেওয়ার পক্ষপাতী। বরং ক্রুনাল পান্ডিয়াকে তিনি বিশ্বকাপের দলে দেখছেন। ওপেনার হিসাবে মঞ্জরেকরের পছন্দ যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা। প্রথম চারে তিনি রেখেছেন সঞ্জু স্যামসন এবং সূর্যকুমার যাদবকেও।
তিনজন উইকেটকিপারকে রাখার পক্ষে সওয়াল করেছেন মঞ্জরেকর- সঞ্জু স্যামসন, কেএল রাহুল এবং ঋষভ পন্থ। অলরাউন্ড বিভাগে তাঁর পছন্দ ক্রুনাল পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা। বাইরে রেখেছেন শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়া দুজনকেই।
স্পিন বিভাগে মঞ্জরেকরের বাছাই জুজবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদব- দুজনই নিজেদের দিনে সেরা পারফর্মার। চলতি আইপিএলে সেভাবে ছন্দে নেই মহম্মদ সিরাজ। তবে বিশ্বকাপগামী স্কোয়াডে বুমরার বোলিং পার্টনার হিসাবে সিরাজকেই মনে ধরেছেন মঞ্জরেকর।
স্টার স্পোর্টস-এ সঞ্জয় মঞ্জরেকর বলে দিয়েছেন, "প্রচুর মান সম্পন্ন ক্রিকেটার রয়েছে। তাই সেরা স্কোয়াড বাছাই করা ভীষণ কঠিন। আইপিএলে একাধিক অপশন পাওয়া গিয়েছে।"
কুলদীপকে নিয়ে তাঁর মূল্যায়ণ, "স্কিল, আত্মবিশ্বাস বিবেচ্য হলে কুলদীপ যাদব নিজের সেরা ফর্মে রয়েছে। বুমরা, চাহাল যেভাবে শীর্ষে বিচরণ করছে, সেভাবেই উএন কুলদীপ। সেই পর্যায়ের সম্মান ওঁর প্রাপ্য। দায়িত্ব নিতে ও বরাবর স্বচ্ছন্দ। এই সময়েই ও সেরা ছন্দে রয়েছে।"