/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/hardik-rohit-agarkar.jpg)
Rohit-Agarkar was not in favour of including Hardik Pandya: রোহিত-আগারকার হার্দিককে নেওয়ার পক্ষপাতী ছিলেন না (টুইটার)
Why Hardik Pandya was included in t20 World Cup squad: তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনার অন্ত নেই। রোহিত শর্মা বনাম হার্দিক পান্ডিয়ার মধ্যে যে তালমিলের যে সমস্যা হয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচবার চ্যাম্পিয়ন করা অধিনায়ককেই খেলতে হচ্ছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্ব। গোটা সিজন ধরেই যা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মুম্বইয়ের অন্তর্দ্বন্দ্ব নাকি জোরদার হয়ে গিয়েছে দুই শিবিরে ভাগ হয়ে গিয়ে।
আইপিএলে হার্দিক নেতা হিসেবে তো বটেই ব্যাটে-বলেও সেভাবে সুবিধা করতে পারেননি। ১৩ ম্যাচে হার্দিক ২০০ রান করেছেন ১৪৪.৯৬ স্ট্রাইক রেট সমেত। সম সংখ্যক ম্যাচে হার্দিকের উইকেট সংখ্যা ১১টি, ১০.৫৯ স্ট্রাইক রেটে। আর এই পারফরম্যান্সের কারণেই নাকি বিশ্বকাপের দল নির্বাচনে নাকি হার্দিককে স্কোয়াডেই নিতে চাননি হেড কোচ অজিত আগারকার এবং রোহিত শর্মা। এমনই বিস্ফোরক প্রতিবেদন এবার দৈনিক জাগরণ-এ।
মুম্বই এবার আইপিএলে শোচনীয় পারফর্ম করেছে। প্ৰথম দল হিসেবে প্লে অফের বাইরে ছিটকে গিয়েছে। ঘটনাচক্রে শোচনীয় ফলাফল করা এই মুম্বই থেকেই এবার টি২০ বিশ্বকাপ দলে রাখা হয়েছে চার তারকাকে- রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদব।
আর দৈনিক জাগরণ-এর প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বই ক্যাম্পের অগ্নিগর্ভ ব্যাপার সময় গড়ানোর সঙ্গেই থিতিয়ে আসবে, এমনটাই ভাবা হয়েছিল। তবে তা আদতে হয়নি। মুম্বইয়ের এবারের পারফরম্যান্সেই তা স্পষ্ট। সেই রিপোর্টেই বলা হয়েছে, রোহিত শর্মা এবং অজিত আগারকাররা বিশ্বকাপগামী দলে হার্দিক চাননি।
'চাপের মুখে' নাকি হার্দিককে নিতে বাধ্য হয়েছেন রোহিত-আগারকাররা। এছাড়াও বলা হয়েছে, রোহিত শর্মা সম্ভবত আন্তর্জাতিক টি২০ থেকে অবসর নেবেন আসন্ন বিশ্বকাপের পরেই।
বিশ্বকাপের দল নির্বাচনের ঘোষণার পর নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকারকে সাংবাদিক সম্মেলনে হার্দিকের দুর্বল ফর্ম সত্ত্বেও কীভাবে বিশ্বকাপে স্কোয়াডে রাখা হল, তা নিয়ে জানতে চাওয়া হয়। তিনি জানিয়েছেন, টিম ইন্ডিয়ার কাছে বিকল্প ছিল না। তাই হার্দিককে নিতে বাধ্য হয়েছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপে হার্দিক যোগদান করবেন স্রেফ একজন ক্রিকেটার হিসাবে নয়, রোহিতের ডেপুটি হিসাবে মাঠে নামবেন মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন।