Advertisment

কোটি কোটি টাকার চিটিংবাজিতে ভাইয়ে ভাইয়ে হানাহানি! পুলিশের জালে পান্ডিয়াদের ভাই

Hardik Pandya controversy: পুলিশ বিভাগের ইকোনমিক অফেন্সেস উইং (ইওডব্লিউ)-এর বক্তব্য অনুযায়ী, বৈভবের সঙ্গে পান্ডিয়া ভাইরা ২০২১ সালে পলিমারের এক ব্যবসায়িক সংস্থা স্থাপন করেছিলেন এবং সেই সংস্থার প্রতিদিনের কাজকর্ম দেখাশোনা করতেন বৈভব।

author-image
IE Bangla Sports Desk
New Update
Hardik Pandya, Krunal Pandya, Pandya brothers

Hardik-Krunal: আর্থিক জালিয়াতিতে গ্রেফতার পান্ডিয়াদের ভাই বৈভব (আইপিএল)

Mumbai Police arrests Hardik Pandya step brother Vaibhav: মুম্বই পুলিশের হাতে গ্রেফতার হলেন তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং তাঁর ভাই ক্রুনাল পান্ডিয়ার সৎ ভাই বৈভব পান্ডিয়া। তাঁর বিরুদ্ধে ৪.২৫ কোটি প্রতারণা করার অভিযোগ আনা হয়েছে।

Advertisment

পুলিশ বিভাগের ইকোনমিক অফেন্সেস উইং (ইওডব্লিউ)-এর বক্তব্য অনুযায়ী, বৈভবের সঙ্গে পান্ডিয়া ভাইরা ২০২১ সালে পলিমারের এক ব্যবসায়িক সংস্থা স্থাপন করেছিলেন এবং সেই সংস্থার প্রতিদিনের কাজকর্ম দেখাশোনা করতেন বৈভব।

তবে সেই চুক্তি ভঙ্গ করে হার্দিক এবং ক্রুনালকে অন্ধকারে রেখেই বৈভব দুই ভাইয়ের অজ্ঞাতে আরও একটি ফার্ম প্রতিষ্ঠা করেন। সেই ফার্মেও ব্যবহার করা হয় হার্দিক-ক্রুনালের নাম।

তদন্তকারী এক আধিকারিক বলেছেন, "বৈভব পরবর্তীতে হার্দিক-ক্রুনালদের ফার্ম থেকে নিজের ব্যবসায়িক অংশীদারিত্বের সংস্থায় টাকা ট্রান্সফার করতে থাকেন। এতে হার্দিকদের ফার্মের লাভ একদম তলানিতে গিয়ে ঠেকে। অভিযোগ নিজের লভ্যাংশের শেয়ারের পরিমাণও আসল সংস্থায় বাড়িয়ে নিন হার্দিক-ক্রুনালদের না জানিয়েই। এর জন্য দুই ভাইয়ের সই জালিয়াতিও করেন তিনি।"

মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন হার্দিক এবং লখনৌ তারকা ক্রুনাল যখন পুরো বিষয়টি জানতে পারেন সেই সময় তিনি সরাসরি বৈভবের কাছে জবাবদিহি চান। তবে দুই ভাইকে পাল্টা চরম পরিস্থিতির হুঁশিয়ারি দেন বৈভব।

মুম্বই পুলিশের আর্থিক প্রতারণা বিষয়ক শাখা গত ৮ এপ্রিল বৈভবকে গ্রেফতার করে। আপাতত ১২ এপ্রিল পর্যন্ত তাঁকে পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, এই অপরাধে একাধিক ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পরবর্তীতে তদন্তে আরও একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হতে পারে।

বৈভবের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) প্রতারণা, বিশ্বাসের অপরাধমূলক লঙ্ঘন, জালিয়াতি, অপরাধমূলক ষড়যন্ত্র এবং অপরাধমূলক ভয় দেখানোর অভিযোগ আনা হয়েছে।

Hardik Pandya crime Mumbai Police Cricket News Sports News
Advertisment