হার্দিক পাণ্ডিয়া এবং কে এল রাহুলের সাসপেনশন প্রত্যাহৃত হয়েছে। করণ জোহরের শো-য়ে মহিলাদের সম্পর্কে কু মন্তব্য করার জন্য এই দুজনকে সাসপেন্ড করা হয়েছিল।
নতুন আদালতবন্ধু পি এস নরসিমহার সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে এ ব্যাপারে তদন্ত চলবে। সে ব্যাপারে একজন ওম্বাডসম্যান নিয়োগ করবে সুপ্রিম কোর্ট। আগামী ৫ ফেব্রুয়ারি নাগাদ এ বিষয়টি আদালতে ওঠার কথা।
প্রশাসকদের কমিটি এ সিদ্ধান্ত নেওয়ার পর বিসিসিআই এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে।
এদিনের পর সম্ভবত অল রাউন্ডার হার্দিক পাণ্ডিয়া নিউজিল্যান্ড সফররত ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন। এবং কে এল রাহুল ভারত এ দলের হয়ে ইংল্যান্ড লায়নসের বিরুদ্ধে চলা হোম সিরিজে খেলবেন।
গত রবিবার বিসিসিআইয়ের কার্যকরী সভাপতি সিকে খান্না প্রশাসকদের কমিটির কাছে অনুরোধ জানিয়েছিলেন যাতে এই দুজনের সাসপেনশন তুলে নেওয়া হয়। বিসিসিআই-এর এক আধিকারিক নাম গোপন রাখার শর্তে সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ভারতীয় সিনিয়র দল, উনিশ অনূর্ধ্ব দল সহ সমস্ত দলের বিহেভিয়ারাল কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
Read the Full Story in English