Advertisment

একেবারেই মাথা নষ্ট কাণ্ড! হেলমেট-গ্লাভস ছাড়াই ব্যাটিংয়ে নামলেন রউফ! কারণ জেনে চমকাল বিশ্ব, দেখুন

রউফ কেন এমন করলেন আসল কারণ জেনে নিন

author-image
IE Bangla Sports Desk
New Update
Rauf

প্যাড-গ্লাভস ছাড়াই ক্রিজে হ্যারিস রউফ (টুইটার)

পাকিস্তান জাতীয় দল এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত। তবে পাকিস্তানের তারকা পেসার হ্যারিস রউফ খেলছেন বিগ ব্যাশ লিগে। আর বিগ ব্যাশ লিগেই মেলবোর্ন স্টার্স-এর হয়ে খেলার সময় মজাদার কান্ড করে বসলেন তারকা পেসার। এলবারে-তে বিবিএল-এ সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচে ব্যাট করতে নামলেন প্যাড-হেলমেট ছাড়াই।

Advertisment

স্টার্স ব্যাটিংয়ের শেষ লগ্নে শেষ ওভারে পঞ্চম বলে যখন নন স্ট্রাইকিং এন্ডের ব্যাটার মার্ক স্টেকটি রান আউট হয়ে যাওয়ার পরেই ঘটল এই ঘটনা। মাত্র এক বল বাকি, থাকতে হবে নন স্ট্রাইকিং এন্ডে। বোলার ওয়াইড, নো বল না করলে তাঁকে হয়ত বল ফেস করতে হবে না। এমনটা ভেবেই প্যাড, গ্লাভস ছাড়া মাঠে নেমে পড়লেন রউফ। তবে মাঠে নেমেই নিজের মত বদল করে ফেলেন তিনি। প্যাড, গ্লাভস পরেন শেষে। তবে শেষ বলে তিনি রইলেন কোনও সাজ-সরঞ্জাম ছাড়াই।

ড্যানিয়েল স্যামস শেষ বলে আউট করেন লিয়াম ডসনকে। হ্যারিস রউফকে আর স্ট্রাইকিং এন্ডে আসতে হয়নি। স্যামসের ৪ উইকেটের সামনে মেলবোর্ন ১৭২ তুলেছিল ২০ ওভারে। যে টার্গেট থান্ডার চেজ করে ১৮.২ ওভারে। হ্যারিস রউফ ৩ ওভার বল করেও কোনও উইকেট পাননি।

ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অজুহাত দিয়ে হ্যারিস রউফ অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। পাকিস্তানের প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ তারকা পেসারকে ব্যাপক সমালোচনা করেন। তবে শেষে হ্যারিস রউফের পাশেই দাঁড়ানোর সিদ্ধান্ত নেন রিয়াজ।

রিয়াজ বলেছিলেন, বিগ ব্যাশে খেলার জন্য রউফকে এনওসি শংসাপত্র দেওয়া হচ্ছে যাতে তিনি নিউজিল্যান্ডে টি২০ সিরিজ খেলার জন্য পুরো প্রস্তুত থাকেন। "এখন থেকে নিউজিল্যান্ড টি২০ সিরিজ পর্যন্ত দেড় মাসের গ্যাপ রয়েছে। এই সময়ে রউফ কোনও ক্রিকেট খেলছে না। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে রউফের বিগব্যাশ লিগে খেলার চুক্তি মাত্র পাঁচ ম্যাচের জন্য।"

আরও পড়ুন- কিংবদন্তি রোহিতকে একসময় ‘অপমান-ই’ করেছিল KKR! এখনও হাত কামড়ায় শাহরুখের ফ্র্যাঞ্চাইজি

"এই দেড় মাসে ফাস্ট বোলার হিসাবে ওঁর ছন্দ যাতে পুরোপুরি বজায় থাকে, সেই কারণে ওঁকে ডিসেম্বরের ৭ থেকে ২৮ তারিখ পর্যন্ত এনওসি শংসাপত্র দেওয়া হয়েছে। এই সময়ে ওঁর বিগব্যাশে পাঁচ ম্যাচ খেলা হয়ে যাবে। সেখান থেকেই পাকিস্তান দলের সঙ্গে নিউজিল্যান্ড যাবে রউফ। এই কারণেই ওঁকে এনওসি দেওয়া হয়েছে।" বলেছেন ওয়াহাব রিয়াজ।

cricket Pakistan Cricket Australia Cricket Team
Advertisment