/indian-express-bangla/media/media_files/2025/11/04/harmanpreet-kaur-5-2025-11-04-12-04-23.jpg)
বিশ্বকাপ ট্রফি হাতে নিচ্ছেন হরমনপ্রীত কৌর
Harmanpreet Kaur: অবশেষে শাপমোচন হল ভারতীয় মহিলা ক্রিকেট দলের (Indian Women Cricket Team)। ২০২৫ মহিলা ওয়ানডে বিশ্বকাপের খেতাব তারা জয় করেছে। ফাইনাল ম্য়াচে দক্ষিণ আফ্রিকাকে (IND W vs SA W) ৫২ রানে পরাস্ত করে তারা। ভারতের তৃতীয় ক্রিকেটার হিসেবে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে বিশ্বকাপ জয় করল টিম ইন্ডিয়া।
অনেকেই মনে করেছিলেন, ২০২৫ বিশ্বকাপের পরই হয়ত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করতে পারেন হরমনপ্রীত। কিন্তু, তেমনটা একেবারে হয়নি। ইতিমধ্যে ভারতের প্রাক্তন ক্রিকেটার শান্তা রঙ্গস্বামী দাবি করেছেন, ভবিষ্যতের কথা চিন্তা করে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক এবার বদল করা দরকার।
Harmanpreet Kaur World Cup 2025 Win: হরমনপ্রীতদের বিশ্বজয়, চমকে যাওয়ার মত এসব পেল নতুন প্রজন্ম?
হরমনপ্রীতকে আর অধিনায়ক করা উচিত হবে না!
ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শান্তা রঙ্গস্বামী সংবাদ সংস্থা PTI-কে একটি সাক্ষাৎকারে বলেছেন, ভবিষ্যতের কথা চিন্তা করে হরমনপ্রীতকে এখনই অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। সেই জায়গায় দায়িত্ব তুলে দেওয়া উচিত স্মৃতি মান্ধানার হাতে।
Harmanpreet Kaur: বিশ্বকাপ জয়ের পরই অবসর নিচ্ছেন হরমনপ্রীত? প্রকাশ্যে চাঞ্চল্যকর খবর
তিনি বললেন, 'এটা অনেকদিন ধরেই বাকি রয়েছে। হরমনপ্রীত একজন ব্যাটার এবং ফিল্ডার হিসেবে অসাধারণ। তবে ক্যাপ্টেন হিসেবে ও বেশ কয়েকবার ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমার মনে হয়, অধিনায়কত্বের বোঝা তুলে নিলে হয়ত ও ভারতীয় ক্রিকেট দলের হয়ে আরও ভাল পারফরম্য়ান্স করতে পারবে। ক্রিকেটের তিনটে ফরম্য়াটেই স্মৃতি মান্ধানাকে অধিনায়ক করা উচিত। এবার আগামী বিশ্বকাপের জন্য পরিকল্পনা শুরু করা উচিত।'
Harmanpreet Kaur News Update: হরমনপ্রীতের 'এক' সিদ্ধান্তেই বাজিমাত! বিশ্বকাপে শাপমোচন টিম ইন্ডিয়ার
ব্যাটার হিসেবে আরও ভাল পারফরম্য়ান্স করতে পারবে হরমনপ্রীত
শান্তা রঙ্গস্বামী মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেটে আর মাত্র কয়েকটা বছরই বাকি রয়েছে হরমনপ্রীতের কাছে। সেকারণে ওঁকে আপাতত ব্যাটিংয়ের উপরই বেশি করে ফোকাস করা উচিত। তিনি মনে করেন, 'এমন একটা সাফল্য অর্জন করার পর যখন কেউ অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন সেটাকে যথেষ্ট ভালভাবে গ্রহণ করা হয়। ভারতীয় ক্রিকেট এবং হরমনপ্রীতের উন্নতির কথা মাথায় রেখেই বলছি, এবার ওঁর উচিত একজন ব্যাটার হিসেবে পারফরম্য়ান্স করা। ওঁর কাছে এখনও ৩-৪ বছর বাকি রয়েছে। অধিনায়কত্ব ছেড়ে দিলে এই কাজটা আরও ভালভাবে ও করতে পারবে।'
অধিনায়ক হিসেবে হরমনপ্রীতের রেকর্ড
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে হরমনপ্রীত কৌরের রেকর্ড এককথায় অসাধারণ। ৪৮ আন্তর্জাতিক ম্য়াচে তিনি ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন। এরমধ্যে ৩০ ম্য়াচে টিম ইন্ডিয়া জয়লাভ করেছে। ১৬ ম্যাচে হেরেছে ভারত। অধিনায়ক হিসেবে তাঁর জয়ের হার ৬৩.৮৩ শতাংশ। আগামীদিনে হরমনপ্রীত কৌর টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেন কি না, সেটাই আপাতত দেখার।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us