Harmanpreet Kaur News Update: 'হারের যন্ত্রণা জানি, এবার জিততে চাই...', ফাইনালের আগে হুঙ্কার হরমনপ্রীতের

IND W vs SA W Final: ২০২৫ মহিলা ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ভারত এবং দক্ষিণ আফ্রিকা একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। এই ম্য়াচের আগে টিম ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীত কৌর বড়সড় মন্তব্য করলেন।

IND W vs SA W Final: ২০২৫ মহিলা ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ভারত এবং দক্ষিণ আফ্রিকা একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। এই ম্য়াচের আগে টিম ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীত কৌর বড়সড় মন্তব্য করলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Harmanpreet Kaur (2)

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর

Harmanpreet Kaur: ২০২৫ মহিলা ওয়ানডে বিশ্বকাপ (Womem's ODI World Cup 2025) ফাইনালে ভারত এবং দক্ষিণ আফ্রিকা (IND W vs SA W) একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। এই ম্য়াচের আগে টিম ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীত কৌর বড়সড় মন্তব্য করলেন। তিনি জানিয়েছেন, ফাইনাল ম্য়াচে খেলতে নামার জন্য টিম ইন্ডিয়া (Indian Women Cricket Team) একেবারে প্রস্তুত। সেইসঙ্গে তিনি এও যোগ করেছেন, গোটা দল আপাতত ফাইনাল ম্য়াচ জয়ের আনন্দ গ্রহণ করতে চায়। আপনাদের জানিয়ে রাখি, ইতিপূর্বে টিম ইন্ডিয়া সেমিফাইনাল ম্য়াচে ৭ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে পরাস্ত করেছিল।

Advertisment

IND W vs SA W Records: এই 'ছোট্ট' টোটকাতেই কেল্লাফতে! ভারতের বিশ্বকাপ জয় আটকাতে পারবেনা কেউ

ফাইনাল ম্য়াচে নিজেদের সেরাটা উজাড় করে দেব - হরমনপ্রীত কৌর

ফাইনাল ম্য়াচের আগে একটি সাংবাদিক বৈঠকে হরমনপ্রীত কৌর বললেন, একটা ম্য়াচ হারলে কেমন লাগে, সেটা আমরা খুব ভাল করেই জানি। কিন্তু, এবার আমরা জয়ের আনন্দ উপভোগ করতে চাই। আশা করছি, এই দিনটা আমাদের কাছে খুব স্পেশাল হবে। দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা নিজেদের সেরা পারফরম্য়ান্স উজার করে দেব। 

Advertisment

IND W vs SA W Final, Live Streaming Info: কখন-কোথায় দেখবেন বিশ্বকাপ ফাইনাল? না জানলে মিস করবেন

সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'এখনও পর্যন্ত আমরা যথেষ্ট পরিশ্রম করেছি। ফাইনাল ম্য়াচেও নিজেদের সেরাটা উজাড় করে দেব। এই নিয়ে তৃতীয়বার বিশ্বকাপ ফাইনালে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। ইতিপূর্বে, ২০০৫ এবং ২০১৭ সালে আমরা পরাজয়ের সাক্ষী হয়েছিলাম।'

IND W vs SA W Final Preview: ভারত না দক্ষিণ আফ্রিকা, খেতাবি লড়াইয়ে এগিয়ে কারা? নয়া চ্যাম্পিয়নের আশায় গোটা বিশ্ব

প্রসঙ্গত, ২০১৭ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার হয়ে খেলতে নেমেছিলেন হরমনপ্রীত কৌর। তাঁর কথায়, 'ফাইনাল ম্য়াচে খেলাটা আমাদের প্রত্যেকের কাছেই একটা গর্বের মুহূর্ত। গত ২ ম্য়াচে আমরা যেভাবে পারফরম্য়ান্স করেছি, তাতে আশা করছি যে গোটা দেশ আমাদের নিয়ে গর্বিত হবে। এটা অবশ্যই একটা বড় ম্য়াচ। তবে আমরা এই সুযোগের সদ্বব্যবহার করতে চাই।'

IND W vs SA W Final, Ticket Price: এক প্লেট বিরিয়ানির থেকেও কম! বিশ্বকাপ ফাইনালে টিকিটের দাম জানেন?

ভারত এবং দক্ষিণ আফ্রিকা, দুটো দলই আপাতত দুর্দান্ত ফর্মে রয়েছে। সেমিফাইনাল ম্য়াচে অস্ট্রেলিয়াকে হারিয়ে টিম ইন্ডিয়া ফাইনালের যোগ্যতা অর্জন করেছিল। অন্যদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে জয়লাভ করেছিল দক্ষিণ আফ্রিকা। হতে পারে, টিম ইন্ডিয়ার সামনে জয়ের রাস্তাটা অতটাও সহজ হবে না। কিন্তু, রবিবার (২ নভেম্বর) বলিউডের 'বাদশা' শাহরুখ খানের জন্মদিন। তাঁর সিনেমার ডায়লগ ধার করে বলা যেতেই পারে, 'হার কর জিতনে ওয়ালে কো বাজ়িগর ক্যাহতে হ্যায়।'

Indian Women Cricket Team Women’s ODI World Cup 2025 IND W vs SA W Harmanpreet Kaur