Harmanpreet Kaur: বিশ্বকাপ জয়ের পরই অবসর নিচ্ছেন হরমনপ্রীত? প্রকাশ্যে চাঞ্চল্যকর খবর

Harmanpreet Kaur Retirement: ২০২৫ বিশ্বকাপ জয়ের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করছেন হরমনপ্রীত কৌর? আপাতত এই একটা প্রশ্নেই তোলপাড় গোটা দেশ। আসুন, এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Harmanpreet Kaur Retirement: ২০২৫ বিশ্বকাপ জয়ের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করছেন হরমনপ্রীত কৌর? আপাতত এই একটা প্রশ্নেই তোলপাড় গোটা দেশ। আসুন, এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

author-image
Koushik Biswas
New Update
Harmanpreet Kaur

ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর

Harmanpreet Kaur: ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপে (Women’s ODI World Cup 2025) ভারতীয় ক্রিকেট দল দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে। ইতিমধ্যে তারা খেতাব জয় করে ফেলেছে। মজার ব্যাপার হল, লিগ পর্বে এই টিম ইন্ডিয়া টানা ৩ ম্য়াচ হেরে গিয়েছিল। কিন্তু, এরপরই তারা দুর্দান্ত কামব্যাক করে। ফাইনাল ম্য়াচে করে অপ্রতিরোধ্য পারফরম্য়ান্স। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, বিশ্বকাপের পরই টিম ইন্ডিয়ার (Indian Women Cricket Team) অধিনায়ক হরমনপ্রীত কৌর অবসর গ্রহণ করতে চলেছেন? এই প্রশ্নের জবাব তিনি ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন।

Advertisment

Harmanpreet Kaur News Update: হরমনপ্রীতের 'এক' সিদ্ধান্তেই বাজিমাত! বিশ্বকাপে শাপমোচন টিম ইন্ডিয়ার

কী বললেন হরমন?

ফাইনাল ম্য়াচ শেষ হওয়ার পর হরমনপ্রীত কৌর অবসর গ্রহণের একটা বড়সড় ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, 'বিশ্বকাপ জয়ের যে গাঁট ছিল, সেটাকেই আমরা ভাঙতে চেয়েছিলাম। আমরা প্রত্যেকেই অপেক্ষা করছিলাম এই মুহূর্তটার জন্য। অবশেষে সেই মুহূর্তের সাক্ষী আমরা হতে পেরেছি। এবার এটাকে আমরা অভ্যাসে পরিণত করতে চাই। এটা কোনও সমাপ্তি নয়, সবে তো শুরু। আগামী বছরও বিশ্বকাপ রয়েছে। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি। একাধিক টুর্নামেন্ট সামনে রয়েছে। আমাদের পারফরম্য়ান্স আরও উন্নত করতে হবে। আমরা নিজেদের সেরা পারফরম্য়ান্স করতে চাই।'

Advertisment

Harmanpreet Kaur News Update: 'হারের যন্ত্রণা জানি, এবার জিততে চাই...', ফাইনালের আগে হুঙ্কার হরমনপ্রীতের

হরমনের বক্তব্য থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে, তিনি আপাতত অবসর গ্রহণ করছেন না। আপাতত তিনি টি-২০ বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির উপরেই ফোকাস করতে চাইছেন। যদিও বিশ্বকাপ চলাকালীন শোনা যাচ্ছিল যে তিনি নাকি এই টুর্নামেন্টের পরই অবসর গ্রহণ করতে পারেন। প্রসঙ্গত, ফাইনাল ম্য়াচে দুর্দান্ত পারফরম্য়ান্স করে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকাকে তারা ৫২ রানে পরাস্ত করে। এই ম্য়াচে আলদা করে নজর কাড়লেন দীপ্তি শর্মা। তিনি ৫৮ বলে ৫৮ রান করেছেন। পাশাপাশি বল হাতে তিনি ৫ উইকেট শিকার করেছেন।

Harmanpreet Kaur Retirement: বিশ্বকাপ ফাইনালের আগেই অবসর নিচ্ছেন হরমনপ্রীত? প্রকাশ্যে এল চাঞ্চল্যকর খবর

২০২৫ বিশ্বকাপে কেমন ছিল হরমনের যাত্রা?

২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপে হরমনপ্রীত কৌর ৯ ম্য়াচের ৮ ইনিংসে ৩২.৫০ ব্যাটিং গড়ে মোট ২৬০ রান করেছেন। তিনি ২ হাফসেঞ্চুরিও করেছেন। যদিও ফাইনাল ম্য়াচে তিনি ব্যাট হাতে তেমন নজর কাড়তে পারেননি। মাত্র ২০ রান করেছেন। তবে সেমিফাইনাল ম্য়াচে তিনি দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন। ৮৯ রানের একটি ঝকঝকে ইনিংস খেলে টিম ইন্ডিয়ার জয়ের রাস্তা প্রশস্থ করেন।

Harmanpreet Kaur Indian Women Cricket Team Women’s ODI World Cup 2025