/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/Harmanpreet-Kaur.jpg)
সিডনি দেখল হরমনপ্রীত ঝড়, বিগ ব্যাশে জাত চেনালেন ইন্ডিয়ার ক্যাপ্টেন (ছবি টুইটার)
অস্ট্রেলিয়ার এক প্রান্তে বিরাট কোহলি যখন টেস্ট জয়ের গন্ধ পাচ্ছেন, তখন অন্য প্রান্তে ভারতের আরেক অধিনায়ক ঝড় তুললেন ব্যাটিংয়ে। কথা হচ্ছে হরমনপ্রীত কউরকে নিয়ে। রবিবার নর্থ সিডনি ওভাল দেখল হরমনপ্রীতের ক্যারিশ্মা। সিডনি থান্ডারের হয়ে উইমেন’স বিগ ব্যাশ লিগে (ডব্লিউবিবিএল) দুরন্ত অর্ধ-শতরান করলেন ভারতের মহিলা জাতীয় দলের অধিনায়ক।
Harmanpreet Kaur was all class in her knock of 56 off 26 balls in today's #WBBL04 clash at North Sydney Oval! pic.twitter.com/1SZLWnlAHW
— cricket.com.au (@cricketcomau) December 9, 2018
হরমনপ্রীত এদিন তিন নম্বরে ব্যাট করতে এসে ২৬ বলে ৫৬ রানের ইনিংস খেললেন ২১৫.৩৮-এর স্ট্রাইক রেটে। ছ’টি চার ও তিনটি ছয়ের সৌজন্যে নিজের ইনিংস সাজালেন হরমনপ্রীত। তাঁর ব্যাটেই সিডনি ২৮ রানে হারাল ব্রিসবেন হিটকে। হরমনপ্রীতের মারকাটারি ইনিংসের ভিডিও টুইট করেছে খোদ ক্রিকেট অস্ট্রেলিয়া। গত বছর থেকেই হরমনপ্রীত খেলছেন সিডনি থান্ডারের হয়ে। আরও দু’বছর চুক্তি নবীকরণ করেছেন তিনি। অন্যদিকে ভারতীয় দলের টি-২০ ভাইস ক্যাপ্টেন স্মৃতি মন্ধনা এবছর ব্রিসবেন হিটের পরিবর্তে খেলবেন হোবার্ট হারিকেনসের হয়ে। সিডনির হয়ে ফের খেলতে পারার জন্য ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানিয়েই টুইট করেছিলেন হরমনপ্রীত।
আরও পড়ুন: দলবদল স্মৃতির, সিডনিতেই হরমনপ্রীত
Thank you @ThunderBBL@WBBL for giving me the opportunity to be a part of the magnificent league once again. It’s a delight to play some fun games and be a part of this family .Today’s loss was unpleasant.Looking forward to some significant victories. pic.twitter.com/FJTsoUS4Hp
— Harmanpreet Kaur (@ImHarmanpreet) December 8, 2018
হরমনপ্রীত সিডনি থান্ডারের হয়ে প্রথম মরসুমেই সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ডজন ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছিল ২৯৬ রান। ১১৭-র স্ট্রাইক রেট ছিল তাঁর।সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান হাঁকিয়েছিলেন হরমনপ্রীত। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সেঞ্চুরির নজির গড়ে খবরের শিরোনামে ছিলেন তিনি। কিন্তু টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে দলের অভিজ্ঞ ক্রিকেটার মিতালি রাজকে বসানোর জন্য় ক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে।