উইন্ডিজ ক্য়াপ্টেন স্টেফানি টেলর অসাধারণ ছন্দে ব্য়াট করছিলেন। সেঞ্চুরি থেকে মাত্র ছ’রান দূরে ছিলেন তিনি। একতা বিস্টের বল কউরের মাথার ওপর দিয়েই ওভার বাউন্ডারিতে পাঠানোর পরের বলেই ঘটে বিপত্তি। ঠিক একই ভাবে বল ওড়াতে গিয়েছিলেন তিনি। কিন্তু লং অন বাউন্ডারিতে ফিল্ডিং করা কউর এবার স্পট জাম্প করে প্রায় শূন্য়ে উড়ে এক হাতে ক্যাচটি তালুবন্দি করেন। এই ক্য়াচ দেখার পর হরমনপ্রীতকে সোশাল বলছে ‘সুপার গার্ল’।
দেখুন ক্য়াচের ভিডিও:
What a catch, Harmanpreet Kaur ????
One of the best catch in women’s cricket ever? #INDWvsWIW #WIWvINDW
pic.twitter.com/tfTO3GXJAN— The Bridge (@TheBridge_IN) November 2, 2019
যদিও হরমনপ্রীতের অসাধারণ ক্য়াচেও ভারত জিততে পারেনি এই ম্য়াচ। এক রানেই হারতে হয়েছে মিতালি রাজের টিমকে। এদিন উইন্ডিজ টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। নাতাশা ম্য়াকলিন (৮২ বলে ৫১) ও টেলরের (৯১ বলে ৯৪) ব্য়াটে ভর করে ক্য়ারিবিয়ান মহিলা ব্রিগেড ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২২৫ রান তুলেছিল। ভারতের হয়ে শিখা পাণ্ডে, দীপ্তি শর্মা দু’টি করে উইকেট পান। একটি করে উইকেট ঝুলন গোস্বামী, একতা বিস্ট ও পুণম যাদবের।
আরও পড়ুন-এই রেকর্ড ছিল বিরাট কোহলির, এখন ডেভিড ওয়ার্নারের ঝুলিতেও
এই রান তাড়া করতে নেমে মিতালির দলের দুই ওপেনার প্রিয়া পুনিয়া ও জেমিমা রডরিগেজ শুরুটা ভাল করেছিলেন। প্রথম উইকেটে ৭৮ রান তোলেন তাঁরা। কিন্তু জেমিমা ৬৭ বলে ৪১ রান করে ফিরে যাওয়ার পর ভারতের কোনও ব্য়াটসম্য়ানই আর সেভাবে দাঁড়াতে পারেননি ক্রিজে। এমনকী ক্য়াপ্টেন মিতালিও ফেরেন ২০ রানে। শেষ পর্যন্ত আর একটা রান করে ম্য়াচটা ভারত বার করতে পারেনি।