Harry Brook blames Kolkata fog: কলকাতার দূষণের জন্যই হেরেছে ইংল্যান্ড! ভারতের কাছে ধোলাই খেয়ে বড় অজুহাত ইংরেজ তারকার

Harry Brook blames fog: ইংল্যান্ডের সহ অধিনায়ক ব্রুক ১৭ রানের বেশি করতে পারেননি বুধবার। অজুহাত দিলেও বরুণ চক্রবর্তীর প্রশংসার পঞ্চমুখ হয়েছেন তিনি।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs England 1st t20I

India vs England 1st t20I: ইডেনে প্ৰথম টি২০-তে ভারত-ইংল্যান্ড (বিসিসিআই)

Harry Brook blames fog: প্ৰথম ম্যাচে ৭ উইকেটে ইংল্যান্ডকে বিধ্বস্ত করেছে টিম ইন্ডিয়া। আর ইংরেজদের সেই পরাজয়ের পিছনে নাকি ধোঁয়াশা। এমনই অদ্ভুত অজুহাত দিয়ে বসলেন এবার ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক।

Advertisment

তিনি বলে দিয়েছেন, কলকাতার মাঠে ধোঁয়াশা পরিস্থিতিতে স্পিন বল ফেস করতে সমস্যায় পড়েছিলেন তাঁরা। বরুণ চক্রবর্তীর রং ওয়ান বুঝতে না পেরে বোল্ড হয়ে যান হ্যারি ব্রুক। তিনি আউট হওয়ার দু-বল পরেই মাঠ ছাড়েন লিয়াম লিভিংস্টোন। একই ভঙ্গিতে আউট হন তিনি।

ইংল্যান্ডের সহ অধিনায়ক ব্রুক ১৭ রানের বেশি করতে পারেননি বুধবার। অজুহাত দিলেও বরুণ চক্রবর্তীর প্রশংসার পঞ্চমুখ হয়েছেন তিনি। কেকেআরের তারকা স্পিনার ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নিয়েছেন প্ৰথম টি২০-তে।

চেন্নাইয়ে দ্বিতীয় টি২০-তে নামার আগে প্রেস কনফারেন্স-এ ব্রুকের যুক্তি, "ধোঁয়াশার মধ্যে স্পিন বল পিক করা মুশকিল। এখানের হাওয়া কিছুটা স্বচ্ছ। আরো সহজে বল পড়তে পারব আমরা।"

Advertisment

ঘটনাচক্রে ১৯৯২/৯৩-এ ইংল্যান্ড দল যখন ভারত সফরে এসেছিল, সেই সময়ে ম্যানেজার টেড ডেক্সটার ইডেন টেস্টে হারের জন্য একইভাবে ধোঁয়াশাকে দায়ী করেছিলেন।

২৫ বছরের হ্যারি ব্রুক অবশ্য নিজের টেকনিককে কাঠগড়ায় তুলেছেন। বলেছেন, "টি২০-তে স্পিন বল ফেস করা সবসময়ই মুশকিল। অধিকাংশ সময়ই আমি আউট হয়েছি বড় শট হাঁকাতে গিয়ে। হয়ত নিজেকে কিছুটা সংযত হয়ে খেলতে হবে। দেখা যাক পরবর্তী ম্যাচে।"

প্ৰথম টি২০-তে ভারত তিন স্পিনার খেলিয়েছিল। মহম্মদ শামিকে রিজার্ভে রেখে মাত্র একজন পেসার নিয়ে খেলতে নেমেছিল। তিন স্পিনার নিজেদের মধ্যে ৬৭ রানের মধ্যে ৫ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন। ওভার পিছু মাত্র ৫.৫৮ রান খরচ করেছেন।

England Eden Gardens air pollution Indian Cricket Team England Cricket Team Team-India Team India