Advertisment

মহিলাদের টি-টুয়েন্টিতে ভারতের শাফালি এখন আইসিসি-র বিশ্বসেরা

২০১৮ সাল থেকে এক নম্বর জায়গাটা দখলে রেখেছিলেন নিউজিল্যান্ডের সুজি বেটস। যাঁকে সরিয়ে একে উঠে এলেন শাফালি। মিতালি রাজের পর শাফালিই প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি এই সম্মান পেলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আগামিকাল মহিলাদের টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে হরমনপ্রিত কউরের ভারত। তার চব্বিশ ঘন্টা আগেই ভারতীয় শিবিরে বিরল সুখবর! ভারতীয় দলের ষোড়শী ওপেনার শাফালি ভার্মা চলতি বিশ্বকাপে তাঁর দুরন্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসি-র বিশ্বসেরা ব্যাটসম্যানদের ক্রমতালিকায় উঠে এলেন এক নম্বরে। ২০১৮ সাল থেকে এই এক নম্বর জায়গাটা দখলে রেখেছিলেন নিউজিল্যান্ডের সুজি বেটস। যাঁকে সরিয়ে একে উঠে এলেন শাফালি। মিতালি রাজের পর শাফালিই প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি এই সম্মান পেলেন।

Advertisment

চলতি বিশ্বকাপে ক্রিকেট দুনিয়ায় রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন হরিয়ানার ষোলো বছরের ডাকাবুকো ওপেনার শাফালি ভার্মা। গ্ৰুপ লিগের চারটে ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে মোট ১৬১ রান (৪৭, ৪৬, ৩৯, ২৯)। অস্ট্রেলিয়ার প্রাক্তন পেস-তারকা ব্রেট লি সহ ক্রিকেটবিশ্বের রথী-মহারথীরা সকলেই শাফালির প্রশংসায় পঞ্চমুখ। শাফালিকে ক্রিকেট দুনিয়ায় এখন 'হরিয়ানা হারিকেন' বলে ডাকা হচ্ছে। সেমিফাইনালেও শাফালির ব্যাট ঝলসে উঠবে, এই আশাতেই বুক বেঁধেছে দেশের ক্রিকেটমহল।

ভারতীয় দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কউরও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন শাফালিকে, "ও ব্যাটিংয়ের সময় নিজেকে উপভোগ করে। শাফালি কিন্তু বেশ দুষ্টু মেয়ে। হাসি-মজায় টিমকে ভরিয়ে রাখে। এই ধরনের প্লেয়ার টিমের দরকার। যখন ব্যাট করে, অন্যদিকের ব্যাটসম্যানের উপর চাপ কমিয়ে দেয়। ক্রমাগত মোটিভেটও করতে থাকে।”

এদিকে, আইসিসি-র সেরা বোলারদের ক্রমতালিকায় ভারতের লেগস্পিনার পুনম যাদব আট নম্বর থেকে উঠে এসেছেন চার নম্বরে। এই বিশ্বকাপে দুরন্ত ফর্মে আছেন পুনমও। অলরাউন্ডারদের তালিকায় প্রথম দশে স্থান পেয়েছেন ভারতের দীপ্তি শর্মা। দলগতভাবে প্রথম দুটি স্থান ধরে রেখেছে যথাক্রমে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া।

আগামিকাল সেমিফাইনালে শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে 'হরিয়ানা হারিকেন' শাফালির ব্যাটে ঝড়ের অপেক্ষায় আপাতত সারা দেশ।

Women Cricket
Advertisment