Hasan Nawaz Century: তাণ্ডবের নাম হাসান নওয়াজ, পাক ব্য়াটারের ধামাকায় পরাস্ত নিউজিল্যান্ড

Hasan Nawaz Century : একটা দিক থেকে ধরে রাখেন নওয়াজ। নিউজিল্য়ান্ডের বোলারদের তিনি কার্যত কচুকাটা করেন। আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারের প্রথম শতরানটা নওয়াজ মাত্র ৪৪ বলে করেছেন।

Hasan Nawaz Century : একটা দিক থেকে ধরে রাখেন নওয়াজ। নিউজিল্য়ান্ডের বোলারদের তিনি কার্যত কচুকাটা করেন। আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারের প্রথম শতরানটা নওয়াজ মাত্র ৪৪ বলে করেছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Hasan Nawaz Century

শতরান করার পথে হাসান নওয়াজ

Hasan Nawaz Century: পাকিস্তান ক্রিকেট দলের নয়া ব্যাটিং সেনসেশন হাসান নওয়াজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে ধামাকাদার পারফরম্যান্স করেছেন। ব্যাট হাতে কার্যত ঝড় তুলে তিনি মাত্র ৪৪ বলে শতরান হাঁকালেন। ২৩৩-এর স্ট্রাইক রেটে তিনি যে ব্যাটিং পাকিস্তান ক্রিকেট দলকে উপহার দিয়েছেন, সেটাকে তাণ্ডব বললেও বোধহয় কম বলা হবে। শেষপর্যন্ত ৪৫ বল ১০৫ রান করেছেন তিনি। তাঁর এই ইনিংসে ১০ বাউন্ডারি এবং ৭ আকাশছোঁয়া ছক্কা রয়েছে। পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তিনি দ্রুততম শতরানের রেকর্ড কায়েম করেছেন। আর সেইসঙ্গে ভেঙে ফেলেছেন বাবর আজমের রেকর্ডও। প্রসঙ্গত, ২০২১ সালে বাবর আজম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪৯ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। 

Advertisment

হাসান নওয়াজের ঝোড়ো ইনিংস

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০৫ রানের টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তানের হয়ে হাসান নওয়াজ বেশ বিধ্বংসী শুরুয়াত করেন। প্রথম উইকেটে তিনি মহম্মদ হ্যারিসের সঙ্গে ৫.৫ ওভারেই ৭৪ রান করে ফেলেন। হ্যারিস ২০ বলে ৪১ রানের একটা বিধ্বংসী ইনিংস উপহার দেন। একটা দিক থেকে ধরে রাখেন নওয়াজ। নিউজিল্যান্ডের বোলারদের তিনি কার্যত কচুকাটা করেন। আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারের প্রথম শতরানটা নওয়াজ মাত্র ৪৪ বলে করেছেন।

এই ফরম্যাটে পাকিস্তান ব্যাটারদের মধ্যে দ্রুততম শতরান করার রেকর্ডও কায়েম করে ফেলেছেন। ইতিমধ্য়ে বাবর আজমের রেকর্ডও ভেঙে ফেলেছেন তিনি। ২০২১ সালে বাবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪৯ বলে শতরান করেছিলেন। তবে নওয়াজ এই ম্যাচে মাত্র ৪৫ বলে ১০৫ রান করেছেন। তাঁর এই ইনিংসে ১০ বাউন্ডারি এবং ৭ ছক্কা রয়েছে। প্রসঙ্গত, এই ১০৫-এর মধ্যে ৮২ রান তিনি মাত্র চার-ছক্কা হাঁকিয়েই তুলে নেন।

New Zealand Cricket Team Pakistan Cricket Team Cricket News