পাকিস্তানে ক্রিকেটাররা বন্দি থাকে, বিস্ফোরক বাংলাদেশের বিশ্বকাপ-নায়ক

বিসিবির তরফে এমন কঠোর স্ট্যান্স নেওয়ার পরেই পিসিবির প্রধান এহসান মানি একরকম ক্ষোভই উগরে দিয়েছেন। বাংলাদেশকে নিয়ে বলতে গিয়ে তিনি ভারতকেও জড়িয়ে ফেলেছেন।

বিসিবির তরফে এমন কঠোর স্ট্যান্স নেওয়ার পরেই পিসিবির প্রধান এহসান মানি একরকম ক্ষোভই উগরে দিয়েছেন। বাংলাদেশকে নিয়ে বলতে গিয়ে তিনি ভারতকেও জড়িয়ে ফেলেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Pakistan and Bangladesh Cricket team

বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে টালবাহানা অব্যাহত (টুইটার)

পাকিস্তানে স্বাভাবিক খেলা সম্ভব নয়। কার্যত বন্দিদশার মতো পরিস্থিতি তৈরি হয়।
এমন ভাষাতেই পাকিস্তানের ক্রিকেট-পরিস্থিতি নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলে ধরলেন বাংলাদেশের প্রাক্তন তারকা হাসিবুল হোসেন শান্ত। বলে দিলেন ক্রিকেটারদের ওয়াঘার ওপারে কী ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়।

Advertisment

বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে জলঘোলা অব্যাহত। শ্রীলঙ্কা দল পাকিস্তান সফরে টেস্ট খেলে এসেছে কিছুদিন আগেই। এতেই আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা কার্যত ধরেই নিয়েছিল বাংলাদেশ দলও পাকিস্তানে সূচি মেনে টেস্ট খেলবে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, টি২০ খেললেও টেস্ট সিরিজের জন্য নিরপেক্ষ ভেন্যু প্রয়োজন।

বিসিবির তরফে এমন কঠোর স্ট্যান্স নেওয়ার পরেই পিসিবির প্রধান এহসান মানি একরকম ক্ষোভই উগরে দিয়েছেন। বাংলাদেশকে নিয়ে বলতে গিয়ে তিনি ভারতকেও জড়িয়ে ফেলেছেন। বিতর্কিতভাবে বলেছেন, বর্তমানে পাকিস্তান ভারতের চেয়েও নিরাপদ। মানির বক্তব্যর পরই বিসিসিআই-ও পালটা মৌখিক প্রত্যাঘাত করেছে।

Advertisment

আরও পড়ুন ইডেনে স্বপ্নপূরণের আমন্ত্রণ, অপেক্ষায় সৌরভের প্রিয় শান্ত

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমের সামনে পরিষ্কার বলে দিয়েছেন তারা পাকিস্তান সফর নিয়ে আরও বিশদে ভাবনা-চিন্তা করার বিষয়ে পক্ষপাতী। পাকিস্তান সফরে স্বল্প সময়ে টি-টোয়েন্টি সিরিজ খেলার আভাস দিয়ে রেখেছে বিসিবি। তারপর পরিস্থিতি বুঝে তারা দেখতে চায় সেখানে টেস্ট খেলা যাবে কিনা। বিসিবির এই অবস্থানের পর পাকিস্তানের তরফে সটান বলে দেওয়া হলো, বাংলাদেশ পাকিস্তান সফরে যেতে গড়িমসি করছে ভারতের কারণে। পিসিবি থেকে শুরু করে পাকিস্তানের প্রাক্তনীরাও আপাতত বাংলাদেশের সমালোচনায় সরব। শোয়েব আখতার তো বাংলাদেশের অতীত-ই মনে করিয়ে দিলেন।

Hasibul hossain Shanto হাসিবুল হোসেন শান্ত বর্তমানে (ক্রিকেটারের ফেসবুক)

ঘটনা হল, পাকিস্তান সফরে বাংলাদেশ দলের যাওয়া উচিত কি না? এ নিয়ে পক্ষে-বিপক্ষে মত রয়েছে বাংলাদেশের অন্দরেই। তবে মাস দুয়েক আগেই বাংলাদেশের বয়সভিত্তিক দলের সঙ্গে পাকিস্তান ঘুরে এসেছেন জাতীয় দলের সাবেক ফাস্ট বোলার হাসিবুল হোসেন শান্ত। বর্তমানে তিনি বাংলাদেশের বয়সভিত্তিক দলগুলোর নির্বাচক হিসাবে কাজ করছেন। তিনি নিজের অভিজ্ঞতা থেকে বলছেন, "সত্যি কথা বললে পাকিস্তানে স্বাভাবিক খেলাটা হয়ে ওঠে না। মাঠ আর হোটেলেই বন্দি থাকতে হয়। এই দুই জায়গা ছাড়া কোনও কিছু করার উপায় নেই। হোটেল থেকে বের হলে সাত-আট জন নিরাপত্তারক্ষী থাকে। অনেক ঝামেলা হয়। এভাবে ক্রিকেটটাই হারিয়ে যায়। সারাক্ষণ একটা আতঙ্ক থাকে মনে।"

আরও পড়ুন কেন পাকিস্তানে টেস্ট নয়, বিসিবির কাছে জবাব চাইল পিসিবি

বিসিবি জানিয়েছে, তারা আগে পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলে পরিস্থতি বুঝতে চায়। তারপর ভাববে সেখানে টেস্ট খেলা যাবে কি-না। সেই যুক্তি দিয়েছেন শান্তও। বাংলাদেশকে প্রথমবার বিশ্বকাপের মূলপর্বে তোলার নায়ক বলছেন "আমার মনে হয় স্বল্প সময়ের জন্য পাকিস্তান গিয়ে পরিস্থিতি বোঝা উচিত। তারপর টেস্ট খেলার বিষয়ে খতিয়ে দেখা হোক। আমরা যখন অনূর্ধ্ব-১৭ দল নিয়ে ওখানে গিয়েছিলাম তখন মাঠ আর হোটেল ছাড়া কিছু করার ছিল না।"

আরও পড়ুন পাকিস্তানের বিরুদ্ধে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায় বাংলাদেশ

নির্বাচক হিসাবে শান্ত ১০ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দেবেন। এবার সেখানেই বসছে যুব বিশ্বকাপের আসর। তার আগে শান্তর কন্ঠে বঙ্গবন্ধু বিপিএল নিয়ে মুগ্ধতাই ঝরেছে। তিনি বলছিলেন, "বিপিএল জমে উঠেছে। বেশ কয়েকজন তরুণ এর মাঝেই নজর কেড়েছে। এদের মধ্যে চট্টগ্রামে মেহেদি হাসান রানা, ঢাকার হাসান মাহমুদ ও মেহেদি হাসানের নাম বলতেই হচ্ছে।"

ঢাকা প্লাটুনের হাসান মাহমুদকে আলাদা করে মনে ধরেছে শান্তর। তাঁর মনে হচ্ছে তরুণ এই ক্রিকেটার বাংলাদেশকে অনেকদিন সেবা দিতে পারবেন। তাছাড়া তিনি মোস্তাফিজ-তাসকিনের ফর্মে ফেরাটাকে বাংলাদেশের ক্রিকেটের জন্য মঙ্গল বলেই মনে করছেন, "মোস্তাফিজুর ফর্মে ফিরে এসেছে। তাসকিন শেষ ম্যাচে ৪ উইকেট নিয়েছে। তামিম-ইমরুল-মুশফিকুর নিয়মিত রান পাচ্ছে। এগুলো বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো ইঙ্গিত।"

Bangladesh pakistan