scorecardresearch

রাম মন্দিরের সমর্থনে পোস্ট করায় ধর্ষণের হুমকির মুখে হাসিন

রাম মন্দিরের শুভেচ্ছা জানিয়ে ধর্ষনের হুমকির মুখোমুখি হলেন হাসিন জাহান। অভিযোগ জানালেন সাইবার ক্রাইম বিভাগে। পুলিশ তদন্ত করছে।

রাম মন্দিরের সমর্থনে পোস্ট করায় ধর্ষণের হুমকির মুখে হাসিন

হাসিনের ফেসবুক পোস্ট ঘিরে তুলকালাম। ধর্ষণ, শারীরিক নিগ্রহ থেকে হেনস্থা- সব বিষয়ে হুমকি দেওয়া হচ্ছিল। এমনটাই অভিযোগ। তাই রোববার দুপুরে সরাসরি ক্রিকেটারের স্ত্রী হাজির হলেন লালবাজারে। সাইবার ক্রাইমে অভিযোগও দায়ের করলেন তিনি।

ঠিক কী ঘটেছিল? হাসিন জানান, কিছুদিন আগেই একটি সম্প্রদায়কে রামমন্দিরের ছবি দিয়ে তিনি শুভেচ্ছা জানিয়ে ফেসবুক পোস্ট করেছিলেন। এরপরে তিনি নিশানা হয়ে যান, বলে দাবি।

আরও পড়ুন

জনগণের চাপ নয়, বোর্ডের সঙ্গে ভিভোর বিচ্ছেদের পিছনে অন্য কারণ, ফাঁস হল

হাসিন লালবাজার থেকেই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে বলছিলেন, কীভাবে ক্রমাগত মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন সাইবার বুলিংয়ের সামনে। তিনি জানাচ্ছিলেন, শুধু তিনি-ই নন, কন্যা আইরাকেও অশ্রাব্য গালিগালাজের মুখোমুখি হতে হচ্ছিল। “তাই আইনজীবীর পরামর্শে লালবাজারে অভিযোগ জানাই। শুধু সাইবার সেলেই নয়, পিএমও, মমতা বন্দোপাধ্যায় সহ প্রশাসনের একাধিক শীর্ষব্যক্তিকে ট্যাগ করে টুইটও করেছি।” বলছিলেন হাসিন।

এই পোস্ট ঘিরেই বিতর্ক

লালবাজারে দায়ের হওয়া অভিযোগ

 

View this post on Instagram

 

5 अगस्त को जब अयोध्या में श्रीराम मंदिर का भूमिपूजन हुआ तो मैंने देश के समस्त हिन्दू समाज को मुबारकबाद दिया क्योंकि हिन्दू समाज भी हम मुस्लिम समाज के त्योहारों पर हमें बधाई देता है। लेकिन कुछ कट्टरपंथियों को यह नागवार गुजरा और उन्होंने मुझे सोशल मीडिया पर गालियां, जान से मारने व रेप तक करने की धमकियां दी। देश की PM श्री नरेन्द्र मोदी जी,गृहमंत्री श्री अमित शाह जी,मुख्यमंत्री सुश्री ममता बनर्जी जी तथा मुख्यमंत्री श्री योगी आदित्यनाथ जी से अनुरोध है कि प्रशासन को इस मामले पर संज्ञान लेने का आदेश दें। हम सर्वधर्म समभाव रखने वाले देश के निवासी हैं, जहां ऐसी बात बेहद दुर्भाग्यपूर्ण है और इससे मैं बेहद दुखी हूं।????????????

A post shared by hasin jahan (@hasinjahanofficial) on

ক্রিকেটার মহম্মদ শামির সঙ্গে দাম্পত্যজীবনে সমস্যা হওয়ার পর থেকেই এক শ্রেণির নেটিজেনদের সমালোচনায় ক্রমাগত নিশানা হন হাসিন। তিনি নাইট ক্লাবে যান কেন, সিনেমায় শুটিং করছেন কেন, নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন কেন, এমন একাধিক বিষয় নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাঁকে। তাঁর জীবন যাপন, চরিত্র- বারবারই নেট নাগরিকদের আলোচনার বিষয় বস্তু হয়েছে। এবার সরাসরি ধর্ষণ আর খুনের হুমকি!

তবে এদিন লালবাজারে দায়ের করা অভিযোগে তিনি নিজেকে শামি-র স্ত্রী বলে উল্লেখ করেছেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Hasin jahan faces death threat after wishing ram mandir vumi pujan