scorecardresearch

রাতের পর রাত হোটেলে যৌনকর্মীদের সঙ্গে কাটিয়েছেন শামি! IPL-এর সময়েই সুপ্রিমকোর্টে হাসিন

শামির বিরুদ্ধে এবার ভয়ংকরতম অভিযোগ হাসিনের

রাতের পর রাত হোটেলে যৌনকর্মীদের সঙ্গে কাটিয়েছেন শামি! IPL-এর সময়েই সুপ্রিমকোর্টে হাসিন

আইপিএলের সময়েই ফের একবার আলোচনায় মহম্মদ শামি-হাসিন জাহানের সঙ্গে সম্পর্ক। শামির বিরুদ্ধে এবার সুপ্রিমকোর্টের দ্বারস্থ হলেন হাসিন জাহান। অভিযোগ, চার বছর ধরে শামির ওপর অপরাধমূলক কেস ঝুলে রয়েছে।

সুপ্রিমকোর্টের অভিযোগ নামায় বলা হয়েছে, মহম্মদ শামি স্ত্রী হাসিনের কাছ থেকে পণ দাবি করতেন। এমনকি জাতীয় দলের সঙ্গে বিদেশ সফরে যাওয়ার সময়েও যৌনকর্মীদের সঙ্গে রাতের পর রাত কাটিয়েছেন। বিদেশ সফর বোর্ডের তরফে ঠিক করে দেওয়া হোটেল রুমেই অবৈধ এরকম কর্মকাণ্ডে জড়িত থাকতেন শামি। এমনটাই জানানো হয়েছে।

হাসিন জাহান সুপ্রিমকোর্টে দায়ের হওয়া অভিযোগ পত্রে জানিয়েছেন, শামি দুটো মোবাইল ফোন ব্যবহার করতেন। পরকীয়ায় লিপ্ত হওয়ার জন্য ব্রিটেনের ফোন নম্বর থেকে এইচটিসি কোম্পানির একটি গোপন ফোন রাখতেন তারকা ক্রিকেটার। বর্তমান অভিযোগের ভিত্তিতে লালবাজার পুলিশের তরফে সেই ফোন বাজেয়াপ্ত করা হয়। সেই ঘটনার পরেও শামি পরকীয়া, যৌন সম্পর্কে লিপ্ত থেকেছেন। জানাচ্ছেন হাসিন।

২০১৯-এ আলিপুর আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি হয় শামির নামে। তারপরেই পাল্টা চ্যালেঞ্জ করেন শামি। তবে সেই মামলা এখনও মেটেনি। এবার শামির লিভ পিটিশনের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে দ্বারস্থ হলেন হাসিন। যেখানে তাঁর বক্তব্য, তারকা হলেই আইনের ক্ষেত্রে বিশেষ মর্যাদা কেন পাবেন শামি। স্বামীর বিরুদ্ধে চলমান তদন্তে গতি আনার জন্যই এবার সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলেন হাসিন। ঘটনার জল এখন কতদূর গড়ায় সেটাই দেখার।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Hasin jahan moves to supreme court alleging extra marital affair of mohammed shami