কমনওয়েলথ গেমসের ছ নম্বর দিনেও ভারতের পদকদৌড় অব্যাহত। মঙ্গলবার বেলমন্ট শ্যুটিং সেন্টারে মেয়েদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে সোনা ছিনিয়ে আনলেন হীনা সিধু। তাঁর হাত ধরে গোল্ড কোস্টে ভারতের এগারো নম্বর স্বর্ণ পদক চলে এল। তার মধ্যে শ্যুটিংয়েই আটটি। কমনওয়েলথের আসরে এটা হীনার দ্বিতীয় স্বর্ণপদক। শেষবার ২০১০-এ দিল্লিতে সোনা পান হীনা। সোনা ছাড়াও তাঁর ঝুলিতে দুটি রুপো রয়েছে।
এদিন হীনা ফাইনালে ৩৮ পয়েন্ট স্কোর করে কমনওয়েলথে নয়া রেকর্ড গড়েছেন। এদিন হীনাকে রীতিমতো বেগ দিয়েছিলেন অস্ট্রেলিয়ার এলেনা গালিয়াবোভিচ। কিন্তু ২৮ বছরের হরিয়ানার শ্য়ুটার শেষ পর্যন্ত বাজিমাত করেন। এলেনা ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করে রুপো পেয়েছেন। ২৬ পয়েন্টের সৌজন্যে মালয়েশিয়ার আলিয়া সাজানা আজাহারি ব্রোঞ্জে সন্তুষ্ট হয়েছেন। এদিন এই ইভেন্টে ছিলেন আরেক ভারতীয় শ্যুটার অনু সিং। ছ নম্বরে শেষ করেছেন তিনি। গত রবিবার ১০ মিটার এয়ার পিস্তলে রুপো জিতেছিলেন হীনা। সেই ইভেন্টে সোনা পেয়েছিলেন মনু ভাকের।
হীনার সাফল্যের সঙ্গেই রয়েছে ভারতের অনান্য শ্যুটারদের ব্যর্থতার খবরও। দেশের পুরুষ শ্য়ুটার চেইন সিং ও গগন নারাং ৫০ মিটার রাইফেল প্রোন ইভেন্টে ব্যর্থ হয়েছেন। চার নম্বরে শেষ করেছেন চেইন। ফাইনালে তাঁর স্কোর হয়েছে ২০৪.৮। অন্যদিকে আট জনের ফাইনালে শেষের থেকে দু’নম্বরে শেষ করেছেন গগন। ১৪২.৩ পয়েন্ট স্কোর হয়েছে তাঁর।