Advertisment

ভিডিও: নিকোলসের এই ক্য়াচের জন্য়ই স্মিথকে মাঠে রেখে আসতে হল সেঞ্চুরি

স্টিভ স্মিথের ২৭ তম টেস্ট সেঞ্চুরি দেখার অপেক্ষায় প্রহর গুনছিল মেলবোর্ন। কিন্ত বাধ সাধে নিল ওয়াগনারের শট বল। অতর্কিতে আসা বিষাক্ত বাউন্সার বুঝতে পারেননি বিশ্বের অন্যতম সেরা ব্য়াটসম্য়ান।

author-image
IE Bangla Web Desk
New Update
Henry Nicholls Takes One-Handed Screamer To Get Rid Of Steve Smith

ভিডিও: নিকোলসের এই ক্য়াচের জন্য়ই স্মিথকে মাঠে রেখে আসতে হল সেঞ্চুরি (অলঙ্করণ-অভিজিত বিশ্বাস)

স্টিভ স্মিথের ২৭ তম টেস্ট সেঞ্চুরি দেখার অপেক্ষায় প্রহর গুনছিল মেলবোর্ন। কিন্ত বাধ সাধে নিল ওয়াগনারের শট বল। অতর্কিতে আসা বিষাক্ত বাউন্সার বুঝতে পারেননি বিশ্বের অন্যতম সেরা ব্য়াটসম্য়ান।

Advertisment

১৫ রানের জন্য়ই স্মিথকে বাঁধ সেঞ্চুরিটা মাঠে রেখে আসতে হয়। তাঁর ২৪২ বলের ইনিংস থামে ৮৫ রানে। স্মিথের এই উইকেটের জন্য় যতটা না কৃতিত্ব কিউয়ি পেসার ওয়াগনারের, তার চেয়ে অনেক বেশি প্রশংসা প্রাপ্য় হেনরি নিকোলসের।

আরও পড়ুন-বক্সিং ডে টেস্ট: মেলবোর্নে ম্য়াথিউ ওয়েড যখন মাইকেল জ্য়াকসন

তৃতীয় স্লিপে নিকোলস উড়ে গিয়ে যে ক্যাচটা নিলেন, তার জন্য় কোনও তারিফই যথেষ্ট নয়। প্রতিবেদনের সঙ্গে দেওয়া ক্য়াচের ভিডিওটা দেখলেই সেটা বোঝা যাবে।

27, 2019

মেলবোর্নে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট খেলছে অস্ট্রেলিয়া। মেলবোর্নে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্য়াট করতে পাঠিয়েছিল নিউজিল্য়ান্ড। অস্ট্রেলিয়া প্রথম দিনের শেষে চার উইকেট হারিয়ে ২৫৭ রান তুলেছিল।

স্টিভ স্মিথ (৭৭) আর ট্র্যাভিস হেড (২৫) অপরাজিত ছিলেন ক্রিজে। স্মিথ আউট হওয়ার পর টিম পেন আর হেড জুটি বেঁধে ১৪৭ রান তোলেন। হেড ১১৪ রানে আউট হন। পেইনের ব্য়াট থেকে আসে ৭৯ রান। অজিরা প্রথম ইনিংসে ৪৬৭ রানে অলআউট হয়ে যায়।

দ্বিতীয় দিনের শেষে রান তাড়া করতে নেমে ৪৪ রানেই জোড়া উইকেট হারিয়ে ফেলেছে। ওপেনার টম ব্লান্ডেল (১৫) ও কেন উইলিয়ামসন (৯) ফিরে যান। টম ল্য়াথাম (৯) ও রস টেলর (২) ব্য়াট করছেন।

Steve Smith New Zealand Australia
Advertisment