Top 5 highlights Sunil Chhetri Career: সাত সকালেই ভিডিও বার্তা। সেই ভিডিও বার্তাতেই গোটা দেশকে শোকের চাদরে মুড়ে ফেললেন সুনীল ছেত্রী। জানিয়ে দিলেন আসন্ন ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ারে কুয়েত ম্যাচ-ই তাঁর দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ হতে চলেছে। কাতারের পরেই ভারত আপাতত গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে। জিতলেই তৃতীয় রাউন্ডে পৌঁছনো নিশ্চিত করে ফেলবে টিম ইন্ডিয়া।
Football Icon Sunil Chhetri Goals: নানান ঘাত প্রতিঘাতে এগিয়েছে সুনীল ছেত্রীর কেরিয়ারে। ৩৯ বছরেও তারুণ্যের ক্ষিপ্রতা তাঁর। ফিটনেস এখনও হাঁটুর বয়সীদের ঈর্ষার কারণ।
অবসরের সময়ে তাঁর কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত দেখে নেওয়া যাক:
আন্তর্জাতিক ফুটবলে গোলসংখ্যায় মেসি, রোনাল্ডোর সঙ্গে একই ব্র্যাকেটে বসে যাওয়া: জাতীয় দলের জার্সিতে খেলতে নামলেই গোল। প্রায় প্রত্যেক ম্যাচেই নিয়ম করে গোল করেছেন। নীল জার্সিতে গোল করা তাঁর অভ্যেস হয়ে গিয়েছিল। ২০১৯-র মেসি-রোনাল্ডোর সঙ্গে একাসনে বসেই পড়লেন ছেত্রী। এতদিনের অধরা স্বপ্ন যেন পূরণ হয়ে যায়। ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনালে কেনিয়ার বিরুদ্ধে সুনীলের জোড়া গোলেই জয় পায় ভারত। আর সেই জোড়া গোলেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে সেই সময় ৬৪ গোল সমেত আন্তর্জাতিক ফুটবলে সক্রিয় গোলস্কোরারের তালিকায় যুগ্ম শীর্ষে উঠে আসেন। ২০২১-এ বাংলাদেশের বিরুদ্ধে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে জোড়া গোল করে মেসিকে গোলসংখ্যায় ছাপিয়ে যান। অবসরের কুয়েত ম্যাচের আগে আন্তর্জাতিক ফুটবলে সুনীলের গোলসংখ্যা ৯৪-এ। শেষ ম্যাচে এই তালিকায় যোগ হবে আরও কিছু গোল, দেখাই যাক।
কানসাস সিটি উইজার্ড-এর হয়ে বিদেশি লিগে আত্মপ্রকাশ:
বহুবার বিদেশের বিশেষ করে ইউরোপের ক্লাবের তরফে প্রস্তাব পেয়েছেন। সেল্টিকের নজরে ছিলেন, কুইন্স পার্ক রেঞ্জার্স-এর হয়ে সই করেই ফেলেছিলেন প্রায়। তবে ভারতের ফিফা ক্রমতালিকা বাধা না হয়ে দাঁড়ালে ছেত্রীকে ইপিএলের দেখাই যেত। শেষমেশ ইউরোপ নয়, সুনীলকে সই করিয়ে ফেলে মেজর লিগ সকারের ক্লাব কানসাস সিটি উইজার্ড। প্রথম ভারতীয় হিসাবে মেজর লিগ সকারে যেমন খেলেছেন তেমন রিজার্ভ দলের হয়ে হ্যাটট্রিকও করার কীর্তি রয়েছে তাঁর।
আইএসএল-এর সর্বাধিক গোলের নজির:
ইস্টবেঙ্গল-মোহনবাগান থেকে শুরু করে প্রায় সমস্ত প্রথম সারির দলের হয়েই খেলেছেন ছেত্রী। তবে ঘরোয়া ফুটবলে তিনি বেঙ্গালুরু এফসির পোস্টার বয়। এগারো সিজন ধরে খেলছেন তিনি দুটো স্পেলে। ২০১৭ সিজনে সুনীল ছেত্রী আইএসএল-এ ১৪ গোল করেন। সেই সঙ্গে লিগের ইতিহাসে সর্বাধিক গোল স্কোরার ভারতীয় হিসাবে তাঁর নাম যুক্ত হয়ে যায়। একই দল (বেঙ্গালুরুর) হয়েই তিনি করেছেন ৫৪ গোল। যা কোনও ভারতীয়র করা সর্বোচ্চ।
খেলরত্ন পুরস্কারে ভূষিত:
দশকের পর দশক ভারতীয় ফুটবলকে সমৃদ্ধ করেছেন। একের পর এক রেকর্ডের সৌধ গড়েছেন। নিজেকে নিয়ে গিয়েছেন এক অনন্য উচ্চতায়। দেশ এবং ক্লাব স্তরে তাঁর অসামান্য কীর্তিকে কুর্নিশ জানানোর জন্য সুনীল ছেত্রীকে ২০২১-এ দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান খেলরত্ন পুরস্কার দেওয়া হয় কেন্দ্রীয় ক্রীড়া এবং যুবকল্যান মন্ত্রকের তরফ থেকে। ১৯৯১ সাল থেকে খেলরত্ন পুরস্কার চালু হওয়ার পর ছেত্রীই একমাত্র ফুটবলার যিনি এই সম্মান পেয়েছেন।
ফিফা তথ্যচিত্রে জায়গা পাওয়া:
২০২২ ফুটবল বিশ্বকাপের আগে ছেত্রী ফিফার ডকুচিত্রে জায়গা পেয়েছিলেন। কোনওদিন ফুটবল বিশ্বকাপে খেলা হয়ে ওঠেনি। তবে তাতে ফিফার সম্মান জ্ঞাপন বাধা হয়ে দাঁড়ায়নি। ফিফা সেই তথ্যচিত্রে সুনীলের পরিবার, তাঁর বেড়ে ওঠা, ব্যক্তিগত জীবন, ফুটবলের কীর্তি বিশ্বমঞ্চে প্রকাশ করেছিল। একজন ভারতীয় ফুটবলারকে সর্বোচ্চ মঞ্চে এই সম্মান- যা ভাবনার-ও অতীত, সেই সম্মানই দেশের কাছে নিয়ে আসেন সুনীল ছেত্রী।
এই জন্যই তো তিনি কিংবদন্তি!