Advertisment

IND vs NZ Semi Final Highlights: নিউজিল্যান্ডকে উড়িয়ে ফাইনালে ভারত

World Cup 2023, India vs New Zealand Semi Final Highlights Score Updates: ভারত ৫০ ওভারে ৩৯৭/৪, নিউজিল্যান্ড ৩২৭, জয় এল ৭০ রানে।

Subhasish Hazra এবং Chinmoy Bhattacharjee
New Update
উইকেট শিকারের পর ভারতীয় দলের উচ্ছ্বাস

উইকেট শিকারের পর টিম ইন্ডিয়া।

IND vs NZ ICC World Cup 2023 Semi Final Highlights Cricket Score in Bengali:

Advertisment

নিউজিল্যান্ডের ইনিংস:-

শেষ পর্যন্ত ৩২৭ রানে শেষ হল নিউজিল্যান্ডের ইনিংস। ১ ওভার ১ বল বাকি থাকতেই হার মানল কিউয়িরা। ৭০ রানে জয়ী হল টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেছেন ডারিল মিচেল। ১১৯ বলে ১৩৪ রান করেছেন। ইনিংসে আছে ৯টি চার ও ৭টি ছয়। মহম্মদ শামির বলে রবীন্দ্র জাদেজার হাতে তিনি ধরা পড়েন। ভারতের হয়ে সবচেয়ে সফল বোলার মহম্মদ শামি। তিনি ৯ ওভার ৫ বল করে ৫৭ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন।

ভারতের ৩৯৭ রানের বিশাল ইনিংস তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে নিউজিল্যান্ড। মহম্মদ শামি নিউজিল্যান্ডের ৩০ ও ৩৯ রানের মাথায় তুলে নেন দুই ওপেনার ডেভন কনওয়ে (১৫ বলে ১৩) এবং রচিন রবীন্দ্রকে (২২ বলে ১৩ রান)। দুজনেই কেএল রাহুলের হাতে ধরা পড়েন। জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব ১টি করে উইকেট পেয়েছেন। ২০১৯-এ ম্যাঞ্চেস্টার-এর সেমিতে ভারতের হৃদয় ভেঙে গিয়েছিল কিউইদের সামনে। ভারত সেই ম্যাচের বদলা নিল এবার বিশ্বকাপের সেমিফাইনালে।

ভারতের ইনিংস:-

বুধবার টস জিতে রোহিত ওয়াংখেড়েতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। বিরাট কোহলি-শ্রেয়স আইয়ারের জোড়া সেঞ্চুরিতে ভর করে ভারত জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে ৩৯৮ রানের টার্গেট রাখে। ওয়াংখেড়ের স্লো পিচে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভারতীয় ব্যাটারদের বল্লা চলেছে।

দুর্ধর্ষ শুরুয়াত উপহার দিয়ে গিয়েছিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। ২৯ বলে ঝোড়ো ৪৭ করে ম্যাচের রিংটোন সেট করে গিয়েছিলেন। চারটে করে ছক্কা, বাউন্ডারিতে সাজানো ছিল হিটম্যানের ইনিংস। মাত্র ৬ ওভারেই ফিফটি পূর্ণ করেছিল ভারত।

রোহিত আউট হয়ে যাওয়ার পর গিয়ার বদলান শুভমান গিল। মাত্র ৪১ বলে হাফসেঞ্চুরি করে যান। এই নিয়ে ওয়ার্ল্ড কাপে তৃতীয় হাফসেঞ্চুরি হয়ে গেল গিলের। তিনি রিটায়ার্ড হার্ট হয়ে মিডল অর্ডারে ফিরে গেলেও ইনিংসের শেষদিকে নেমে ৮০ রানে অপরাজিত থেকে যান।

ওয়ার্ল্ড কাপের একটি সংস্করণে ৬০০ প্লাস রান সংগ্রাহকদের তালিকা:-

শচীন তেন্ডুলকার (২০০৩)

ম্যাথু হেডেন (২০০৭)

রোহিত শর্মা (২০১৯)

ডেভিড ওয়ার্নার (২০১৯)

সাকিব আল হাসান (২০১৯)

বিরাট কোহলি (২০২৩)

গিল বেরিয়ে যাওয়ার পর কোহলি-শ্রেয়স আইয়ারের বিধ্বংসী পার্টনারশিপ দলকে চালকের আসনে বসিয়ে দেয়। কোহলি শচীনকে পেরিয়ে যাওয়া রেকর্ড শতরান করার পর যদিও বেশিক্ষণ টিকতে পারেননি। ১১৭ রানে ফিরতে হয় তাঁকে। কোহলি ফেরার পর আরও আগ্রাসী মূর্তি ধরেন আইয়ার। তিনি মাত্র ৬৭ বলে শতরান পূর্ণ করেন। শেষদিকে কেএল রাহুল-ও ২০ বলে ৩৯ করেন।

  • Nov 15, 2023 18:37 IST
    কোহলির কৃতীত্বে আবেগঘন শচীন

    এক্সে কী লিখলেন শচীন?



  • Nov 15, 2023 16:45 IST
    ভারতের দাপট

    ম্যাচে পুরোদস্তুর জাঁকিয়ে বসেছে ভারত। ভারতের টপ অর্ডার দুর্ধর্ষ খেলে পরবর্তী ব্যাটারদের জন্য বড় রানের পাটাতন তৈরি করে দিয়েছে। এরপরে নামবেন সূর্যকুমার যাদব। যিনি মুম্বইয়ের স্থানীয় তারকা। নিজের চেনা মাঠে স্কাই যদি একবার রানের ঝড় তোলেন, তাহলে ৪০০ মোটেই অস্বাভাবিক দূরের রাস্তা বলে মনে হবে না। তবে রান তোলার যা গতি রয়েছে, তাতে ভারত যে ৩৫০ প্লাস তুলবেই, তা একপ্রকার নিশ্চিত। কোহলিও নিজের ৫০তম শতরান করে ফেলতে পারেন।



  • Nov 15, 2023 16:44 IST
    ভারতের দাপট

    ম্যাচে পুরোদস্তুর জাঁকিয়ে বসেছে ভারত। ভারতের টপ অর্ডার দুর্ধর্ষ খেলে পরবর্তী ব্যাটারদের জন্য বড় রানের পাটাতন তৈরি করে দিয়েছে। এরপরে নামবেন সূর্যকুমার যাদব। যিনি মুম্বইয়ের স্থানীয় তারকা। নিজের চেনা মাঠে স্কাই যদি একবার রানের ঝড় তোলেন, তাহলে ৪০০ মোটেই অস্বাভাবিক দূরের রাস্তা বলে মনে হবে না। তবে রান তোলার যা গতি রয়েছে, তাতে ভারত যে ৩৫০ প্লাস তুলবেই, তা একপ্রকার নিশ্চিত। কোহলিও নিজের ৫০তম শতরান করে ফেলতে পারেন।



  • Nov 15, 2023 16:36 IST
    ওয়ার্ল্ড কাপের একটি সংস্করণে ৬০০ প্লাস রান সংগ্রাহকদের তালিকা

    শচীন তেন্ডুলকার (২০০৩)

    ম্যাথু হেডেন (২০০৭)

    রোহিত শর্মা (২০১৯)

    ডেভিড ওয়ার্নার (২০১৯)

    সাকিব আল হাসান (২০১৯)

    বিরাট কোহলি (২০২৩)



  • Nov 15, 2023 16:26 IST
    ফের কখন ক্রিজে নামবেন গিল?

    ৬৫ বলে ৭৯ রানে তখন ব্যাট করছিলেন শুভমন গিল। সেই সময় পায়ের পেশিতে টান ধরায় ইনিংসের মাঝপথে ক্রিজ ছাড়তে হয় শুভমন গিলকে। এই ম্যাচে কি আবার নামতে পারবেন শুভমন?

    চোট পেয়ে বা অন্য কোনও কারণে বাধ্য হয়ে মাঠের বাইরে যেতে বাধ্য হন তা হলে তাঁকে রিটায়ার্ড হার্ট বলা হয়। তিনি কোনও ভাবেই আউট নন। নিয়ম অনুযায়ী শুভমন আবার ব্যাট করতে নামতে পারবেন। তবে অবশ্যই ভারতের দ্বিতীয় উইকেট পড়লে। অথবা অন্য কোনও প্লেয়ার যদি রিটায়ার্ড হার্ট হয়ে বেরিয়ে যেতে বাধ্য হন, তখন।



  • Nov 15, 2023 16:07 IST
    ভারতের ছক

    ভারত বিশ্বকাপে যে ব্লু প্রিন্ট নিয়ে খেলছে, সেই ছকেই এবার সেমিফাইনালে অবতীর্ণ হয়েছে। পাওয়ার প্লেতে ঝড়ের গতিতে রান তোলা। তারপর মিডল ওভারে স্ট্রাইক রোটেট করে খারাপ বলের জন্য অপেক্ষা করা। এই ছকেই আপাতত বিধ্বস্ত নিউজিল্যান্ড। রান চেজ করার সময় কিউইরা ভরসা করছে শিশিরের ওপর। তবে শিশির পড়া পর্যন্ত কিউইরা ম্যাচে টিকে থাকবে তো?



  • Nov 15, 2023 16:00 IST
    গিল বাইরে

    ক্র্যাম্প নিয়ে মাঠের বাইরে বেরিয়ে গেলেন শুভমান গিল। ফিজিও শুশ্রূষার জন্য এসেছিলেন। তিনিই ডাগ আউট নির্দেশ পাঠান গিলকে রিটায়ার্ড হার্ট করতে হবে। ওয়াংখেড়েতে চলতি বিশ্বকাপে এই আগে একাধিক তারকা ক্র্যাম্পের শিকার হয়েছিলেন। তবে গিল-ই প্ৰথম যিনি মাঠ ছাড়লেন। এর আগে টুর্নামেন্টের শুরুর দিকে ডেঙ্গিতেও আক্রান্ত হতে হয় তারকাকে।



  • Nov 15, 2023 14:23 IST
    ইতিহাস গড়লেন রোহিত

    বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড গড়লেন রোহিত শর্মা। বিশ্বকাপে ওভার বাউন্ডারি মারার ক্রিস গেইলের রেকর্ড ভাঙলেন হিটম্যান। এতদিন গেইল ৪৯টি ছক্কা হাঁকিয়েছিলেন বিশ্বকাপে। এদিন এখনও তিনটি ওভার বাউন্ডারি মেরে রোহিত পৌঁছে গিয়েছেন ৫০-টি-তে।



  • Nov 15, 2023 14:23 IST
    ইতিহাস গড়লেন রোহিত

    বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড গড়লেন রোহিত শর্মা। বিশ্বকাপে ওভার বাউন্ডারি মারার ক্রিস গেইলের রেকর্ড ভাঙলেন হিটম্যান। এতদিন গেইল ৪৯টি ছক্কা হাঁকিয়েছিলেন বিশ্বকাপে। এদিন এখনও তিনটি ওভার বাউন্ডারি মেরে রোহিত পৌঁছে গিয়েছেন ৫০-টি-তে।



  • Nov 15, 2023 14:14 IST
    বোল্ট-ই কিউইদের চাবিকাঠি

    নিউজিল্যান্ডের হয়ে ট্রাম্প কার্ড হতে পারে পাওয়ার প্লেতে ট্রেন্ট বোল্টের ফর্ম। সেভাবে জ্বলে উঠতে না পারলেও গ্রুপ পর্বের শেষদিকে বোল্ট যথেষ্ট ফর্ম খুঁজে পেয়েছেন। ২০২১ থেকে বোল্টের পরিসংখ্যান বেশ চিত্তাকর্ষক। (ইনিংস: ২২, উইকেট: ৪৬, গড়: ১৯.৮)। এই সময়ের মধ্যে তার ৫২% উইকেট পাওয়ারপ্লেতে। গড় ১৭.৪। বোল্টের অভিষেকের পর থেকে, নিউজিল্যান্ড ৬৭% ওডিআই জিতেছে যখন তিনি প্রথম ১০ ওভারে দুই বা তার বেশি উইকেট নিয়েছেন। ভারতের বিপক্ষেও বোল্টের রেকর্ড দুর্দান্ত (ইনিংস: ১৪, উইকেট: ২৫, গড়: ২৬) এবং দুটি বিশ্বকাপ সেমিফাইনালে গড় ২৩.৮।



  • Nov 15, 2023 14:13 IST
    রোহিতের সামনে রেকর্ডের হাতছানি

    ম্যাচের প্রথম ওভার বাউন্ডারি মারলেন রোহিত শর্মা। নজির গড়ার দোরগোড়ায় 'হিটম্যান'।



  • Nov 15, 2023 14:06 IST
    উড়ন্ত সূচনা ভারতের

    প্ৰথম ওভারেই জোড়া বাউন্ডারি। হিটম্যান পরিচিত মেজাজেই প্ৰথম ওভার শুরু করলেন। চতুর্থ ও পঞ্চম বলে পরপর জোড়া বাউন্ডারি হজম করতে হল ট্রেন্ট বোল্টকে। প্রথম ওভারেই ভারত ১০ তুলে নিল।



  • Nov 15, 2023 13:52 IST
    নিউজিল্যান্ডের প্রথম একাদশ

    ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, টম ল্যাথাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট



  • Nov 15, 2023 13:52 IST
    নিউজিল্যান্ডের প্রথম একাদশ

    ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, টম ল্যাথাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট



  • Nov 15, 2023 13:50 IST
    ভারতীয় দল অপরিবর্তিত

    রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, সূর্য কুমার যাদব, রবীন্দ্র জায়েযা, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ



  • Nov 15, 2023 13:41 IST
    টস আপডেট

    ওয়াংখেড়ে প্রথম সেমিফাইনালে টস জিতল ভারত। প্রথম ব্যাট করবেন রোহিত, শুভমান-রা।



  • Nov 15, 2023 13:30 IST
    পিচ আপডেট

    কিউই সিমাররা যাতে নূন্যতম সুবিধা না পান, সেই বিষয় নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়ার নির্দেশে রাতারাতি পিচের ঘাস উড়িয়ে দেওয়া হয়েছে। স্লো পিচ চাইছে ভারত। যাতে কুলদীপ, জাদেজারা মারণ ফর্মে ধরা দিতে পারেন। পুরোপুরি স্পিনিং ট্র্যাক হবে না। তবে পিচ যথেষ্ট স্লো হবে। ব্যাটে-বলে সংযোগ ঘটানো রীতিমতো চ্যালেঞ্জের হয়ে দাঁড়াবে ব্যাটারদের কাছে।



  • Nov 15, 2023 13:27 IST
    ভারতীয় ব্যাটিং বনাম কিউই বোলিং

    ম্যাচের ফলাফলের ফ্যাক্টর হয়ে দাঁড়াবে কিউই বোলারদের সামনে ভারতীয় ব্যাটাররা কতদূর সফল হতে পারেন। এমনিতে ভারতীয় ব্যাটসম্যানরা উত্তুঙ্গ ফর্মে রয়েছেন। তবে গ্রুপ পর্বের শেষদিকে কিউই বোলাররা ছন্দ ফিরে পেয়েছেন।



  • Nov 15, 2023 13:26 IST
    স্বাগত:

    ভারত বনাম নিউজিল্যান্ড লাইভ স্কোর আপডেটে পাঠকদের স্বাগত। খুঁটিনাটি জানতে চোখ রাখুন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার লাইভ আপডেটে



Indian Team ICC Cricket World Cup Cricket World Cup New Zealand Cricket Team New Zealand Indian Cricket Team
Advertisment