সর্বকনিষ্ঠ হিসাবে এবারের খেলরত্ন পাওয়ার দাবিদার আসামের হিমা

২০১৮ এর সাফল্যের পর ২০১৯ এও সেই সাফল্য ধরে রাখেন। ছোট ছোট একাধিক ইভেন্টে সোনা জিতেছেন হিমা।

২০১৮ এর সাফল্যের পর ২০১৯ এও সেই সাফল্য ধরে রাখেন। ছোট ছোট একাধিক ইভেন্টে সোনা জিতেছেন হিমা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দেশের শীর্ষস্থানীয় এথলিট হিমা দাস খেলারত্ন পুরস্কারের জন্য মনোনীত হলেন। আসাম সরকারের পক্ষ থেকে এই মনোনয়ন পাঠানো হয়েছে। ২০১৮ সালে সাফল্যের তুঙ্গে ছিলেন, সেই কারণেই এই মনোনয়ন, বলে জানা গিয়েছে। চলতি জুন মাসের ৫ তারিখে আসামের ক্রীড়ামন্ত্রী দুলাল চন্দ্র দাস কেন্দ্রীয় সরকারের কাছে এই মনোনয়ন পত্র পাঠিয়ে দিয়েছেন।

Advertisment

আসামের ধীনগ গ্রামের এই তারকা এথলিট এবারে দেশের অন্যতম সর্বকনিষ্ঠ ক্রীড়াবিদ হিসাবে খেলরত্ন পাওয়ার দাবিদার। ২০১৮ সাল দারুণ কেটেছে হিমার। ফিনল্যান্ডের ট্যাম্পারে-তে অনুর্দ্ধ ২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে দেশের প্রথম ট্র্যাক এথলিট হিসাবে পদক জিতেছিলেন। খেলরত্ন পাওয়ার দৌড়ে হিমার সঙ্গেই লড়াইয়ে রয়েছেন জাভলিন তারকা নীরাজ চোপড়া, কুস্তিবিদ ভিনেশ ফোগত, টেবিল টেনিসের মনিকা বাত্রা, মহিলা হকি দলের ক্যাপ্টেন রাণি রামপাল এবং তারকা ক্রিকেটার রোহিত শর্মা। দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মাণ কার ভাগ্যে জোটে সেটাই আপাতত দেখার।

২০১৮ সাল হিমার কেরিয়ারে স্মরণীয় হয়ে রয়েছে। অনুর্দ্ধ ২০ বিশ্বচ্যাম্পিয়নশিপে ৪০০ মিটারে রুপোর পদক পাওয়া ছাড়াও ৪×৪০০ মিটার মিক্সড রিলেতে সোনা জেতেন। জাকার্তায় এশিয়ান গেমসে ৪×৪০০ মিটার এ সোনা জেতেন।

Advertisment

২০১৮ এর সাফল্যের পর ২০১৯ এও সেই সাফল্য ধরে রাখেন। ছোট ছোট একাধিক ইভেন্টে সোনা জিতেছেন হিমা। দোহা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের আমন্ত্রণও পেয়েছিলেন তিনি। তবে পিঠে চোট পেয়ে যাওয়ায় আর অংশগ্রহণ করতে পারেননি।

প্রসঙ্গত, ২০১৮ সালেই অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন তারকা ক্রীড়াবিদ।

athlete