Advertisment

নবাবের শহরে ক্রিকেট রাজার গদি কাড়তে পারেন রোহিত

লখনউয়ের একানা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আর কয়েক ঘণ্টা পরেই খেলা। নবাবের শহরেই এক নজির গড়তে পারেন রোহিত শর্মা। ক্রিকেট রাজা বিরাট কোহলির গদিতে বসতে পারেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Rohit Sharma and Virat Kohli

India vs Australia 2nd ODI Match Live Cricket Scorecard

আজ অর্থাৎ মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত। লখনউয়ের একানা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আর কয়েক ঘণ্টা পরেই খেলা। নবাবের শহরেই এক নজির গড়তে পারেন রোহিত শর্মা। ক্রিকেট রাজা বিরাট কোহলির গদিতে বসতে পারেন তিনি।

Advertisment

ভারতীয় দলের হিটম্যান রোহিতের আর প্রয়োজন ১১টি রান। তাহলে তিনিই হয়ে যাবেন ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে দেশের জার্সিতে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান। আন্তর্জাতিক টি-২০ ম্যাচে কোহলির ব্যাট থেকে ৪৮.৮৮-এর গড়েএসেছে ২১০২ রান। ৬২ ম্যাচ খেলেছেন তিনি। কোহলির ডেপুটি রোহিত রয়েছেন দু’নম্বরে। ৮৫ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ২০৯২ রান। ৩২.১৮-এর গড় তাঁর। রয়েছে তিনটি সেঞ্চুরিও। গত ম্যাচে কলকাতাতেই রোহিত টপকে যেতে পারতেন বিরাটকে। কিন্তু ৬ বলে ৬ রান করে ফিরে আউট হয়ে যান রোহিত। ফলে রেকর্ড অধরাই থেকে যায় তাঁর।

আরও পড়ুন: চলতি বছর ওয়ান-ডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান রোহিতের

টিম ইন্ডিয়ার অধিনায়ক টি-২০ ফর্ম্যাট নিয়ে মাথা ঘামান না বেশি। প্রায়শই তিনি দ্বি-পাক্ষিক টি-২০ সিরিজগুলোয় বিশ্রামে যান। কোহলির ফোকাস থাকে ওয়ান-ডে আর টেস্টেই। সদ্যই পাকিস্তানি তারকা ব্যাটসম্যান বাবর আজম দ্রুততম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এক হাজার রান করেছেন। অতীতে বিরাটের ব্যাটে লেখা হয়েছিল এই রেকর্ড। আজ রোহিত ১১ রান করলে, কোহলি আরও একটা রেকর্ড খোয়াবেন।

রোহিত কিন্তু এ বছর দুরন্ত ফর্মে আছেন। ওয়ান-ডে ক্রিকেটে ক্যালেন্ডার বর্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। রোহিতের রয়েছে আছে ১০৩০ রান। ইংল্যান্ডের ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকে টপকে গিয়েছেন তিনি। মাত্র ১৯ ম্যাচ খেলে হিটম্যান এই মাইলফলক লিখেছেন। ৭৩.৫৭-এর গড়ে এই রান করেছেন রোহিত। উইন্ডিজের বিরুদ্ধে ১৬২ রানের ইনিংসই তাঁর সর্বোচ্চ।  এবছর পাঁচটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।

cricket West Indies Virat Kohli Rohit Sharma India
Advertisment