Advertisment

Hockey World Cup Schedule: দেখে নিন সম্পূর্ণ সূচি ও সময়

Hockey World Cup 2018 Schedule, Full Fixture List: কলিঙ্গ স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া। ১৬ দেশের লড়াইয়ে গ্রুপ সি-তে রয়েছে মনপ্রীত সিং অ্যান্ড কোং।

author-image
IE Bangla Web Desk
New Update
Odisha Hockey World Cup 2018 Schedule:দেখে নিন সম্পূর্ণ সূচি ও সময়

Odisha Hockey World Cup 2018 Schedule:দেখে নিন সম্পূর্ণ সূচি ও সময় (ছবি টুইটার)

Hockey World Cup Schedule: মঙ্গলবার ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে বর্ণাঢ্য অনুষ্ঠানে উদ্বোধন হয়েছে ১৪তম হকি বিশ্বকাপের। মিলেনিয়াম সিটিতে আগুন জ্বালিয়েছে শাহরুখ খান ও মাধুরী দীক্ষিতের পারফরম্যান্স। গানে ঝড় তুলেছেন এআর রহমান। ১৯৮২ সালে ভারতে প্রথম ফিল্ড হকির বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল মুম্বইতে। বাণিজ্যনগরীর পর দেশের রাজধানী নয়াদিল্লিতে বিশ্বকাপের আসর বসেছিল ২০১০-এ। ফের আট বছর পর ভারতে হকির বিশ্বকাপ। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে এই শো-পিস ইভেন্ট।

Advertisment

বুধবার কলিঙ্গ স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া। ১৬ দেশের লড়াইয়ে গ্রুপ সি-তে রয়েছে মনপ্রীত সিং অ্যান্ড কোং। বিশ্বকাপের অভিযানে তাঁর ডেপুটি চিংলেনসানা সিং। ভারতের সঙ্গে এই গ্রুপে রাখা হয়েছে বেলজিয়াম, কানাডা ও দক্ষিণ আফ্রিকা। শেষ ৪৩ বছর বিশ্বকাপের স্বাদ পায়নি ভারত। শেষবার ১৯৭৫ সালে অজিত পাল সিংয়ের নেতত্বে বিশ্বজয় করেছিল ভারত। এরপর থেকে ইউরোপের দেশগুলোই এই টুর্নামেন্টে আধিপত্য দেখিয়েছে। কখনও নেদারল্যান্ডস তো কখনও জার্মানি। যদিও শেষ চার দশক ধরে হকিতে একছত্র আধিপত্য দেখিয়েছেন অস্ট্রেলিয়ানরা। শেষ ১০টি বিশ্বকাপে ভারতের সেরা পারফরম্য়ান্স ছিল মুম্বইতে। পাঁচ নম্বরে শেষ করেছিল তারা।

আরও পড়ুন: থিম সংয়ের প্রোমো শেয়ার করলেন এআর রহমান

দেখে নেওয়া যাক হকি বিশ্বকাপের সম্পূর্ণ সূচি:

গ্রুপ পর্যায়:

২৮ নভেম্বর ২০১৮

বিকেল পাঁচটা- বেলজিয়াম বনাম কানাডা (পুল সি)

সন্ধ্যে সাতটা- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (পুল সি)

২৯ নভেম্বর ২০১৮

বিকেল পাঁচটা- আর্জেন্তিনা বনাম স্পেন (পুল এ)

সন্ধ্যে সাতটা- নিউজিল্যান্ড বনাম ফ্রান্স (পুল এ)

৩০ নভেম্বর ২০১৮

বিকেল পাঁচটা- অস্ট্রেলিয়া বনাম আয়ারল্যান্ড (পুল বি)

সন্ধ্যে সাতটা- ইংল্যান্ড বনাম চিন (পুল বি)

১ ডিসেম্বর ২০১৮

বিকেল পাঁচটা- নেদারল্যান্ডস বনাম মালয়েশিয়া (পুল ডি)

সন্ধ্যে সাতটা- জার্মানি বনাম পাকিস্তান (পুল ডি)

২ ডিসেম্বর ২০১৮

বিকেল পাঁচটা- কানাডা বনাম দক্ষিণ আফ্রিকা (পুল বি)

সন্ধ্যে সাতটা- ভারত বনাম বেলডিয়াম (পুল বি)

৩ ডিসেম্বর ২০১৮

বিকেল পাঁচটা- স্পেন বনাম ফ্রান্স (পুল এ)

সন্ধ্যে সাতটা- নিউজিল্যান্ড বনাম আর্জেন্তিনা (পুল এ)

৪ ডিসেম্বর ২০১৮

বিকেল পাঁচটা- ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া (পুল সি)

সন্ধ্যে সাতটা- আয়ারল্যান্ড বনাম চিন (পুল সি)

৫ ডিসেম্বর ২০১৮

বিকেল পাঁচটা- জার্মানি বনাম নেদারল্যান্ডস (পুল ডি)

সন্ধ্যে সাতটা- মালয়েশিয়া বনাম পাকিস্তান (পুল ডি)

৬  ডিসেম্বর ২০১৮

বিকেল পাঁচটা- স্পেন বনাম নিউজিল্যান্ড (পুল এ)

সন্ধ্যে সাতটা- আর্জেন্তিনা বনাম ফ্রান্স (পুল এ)

৭ ডিসেম্বর ২০১৮

বিকেল পাঁচটা- অস্ট্রেলিয়া বনাম চিলি (পুল বি)

সন্ধ্যে সাতটা- আয়ারল্যান্ড বনাম ইংল্য়ান্ড (পুল বি)

৮ ডিসেম্বর ২০১৮

বিকেল পাঁচটা-  বেলজিয়াম বনাম দক্ষিণ আফ্রিকা (পুল সি)

সন্ধ্যে সাতটা- কানাডা বনাম ইন্ডিয়া (পুল সি)

৯ ডিসেম্বর ২০১৮

বিকেল পাঁচটা- মালয়েশিয়া বনাম জার্মানি (পুল ডি)

সন্ধ্যে সাতটা- নেদারল্যান্ডস বনাম পাকিস্তান (পুল ডি)

ক্রস-ওভার পর্যায়:

১০ ডিসেম্বর ২০১৮

বিকেল ৪টা ৪৫ মিনিট- দ্বিতীয় পুল এ বনাম তৃতীয় পুল বি (২৫)

সন্ধ্যে সাতটা- দ্বিতীয় পুল বি বনাম তৃতীয় পুল এ (২৬)

১১ ডিসেম্বর ২০১৮

বিকেল ৪টা ৪৫ মিনিট-  দ্বিতীয় পুল সি বনাম তৃতীয় পুল বি (২৭)

সন্ধ্যে সাতটা- দ্বিতীয় পুল বি বনাম তৃতীয় পুল এ (২৮)

কোয়ার্টার ফাইনাল পর্যায়

১২ ডিসেম্বর ২০১৮

বিকেল ৪টা ৪৫ মিনিট-  প্রথম পুল এ বনাম বিজয়ী ২৬ (২৯)

সন্ধ্যে সাতটা- প্রথম পুল বি বনাম বিজয়ী ২৫ (৩০)

১৩ ডিসেম্বর ২০১৮

বিকেল ৪টা ৪৫ মিনিট- প্রথম পুল সি বনাম বিজয়ী ২৮ (৩১)

সন্ধ্যে সাতটা- প্রথম পুল ডি বনাম বিজয়ী ২৭ (৩২)

সেমি ফাইনাল পর্যায়

১৫ ডিসেম্বর, ২০১৮

বিকেল চারটে- বিজয়ী ২৯ বনাম বিজয়ী ৩২ (৩৩)

সন্ধ্য়ে সাড়ে ছ'টা-  বিজয়ী ৩০ বনাম বিজয়ী ৩১ (৩৪)

ফাইনাল

১৬ ডিসেম্বর

বিকেল সাড়ে চারটে- ব্রোঞ্জ পদক ম্যাচ, পরাজিত দল ৩৩ বনাম ৩৪

সন্ধ্যে সাতটা- সোনার পদক ম্যাচ, বিজয়ী ৩৩ বনাম বিজয়ী ৩৪

Hockey India
Advertisment