Mohammad Shami career: মহম্মদ শামি কি শীঘ্রই জাতীয় দলে ফিরতে পারবেন? নাকি তাঁর কেরিয়ার ধ্বংস হয়ে গেল? গত একবছর ধরে চোট সারিয়ে শামি মাঠে ফেরার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু, তাতে এখনও চূড়ান্ত কোনও অগ্রগতি দেখা যায়নি। গত বছর একদিনের বিশ্বকাপ ক্রিকেটের পর থেকেই শামি জাতীয় দলের বাইরে। তিনি শীঘ্রই মাঠে ফেরার প্রত্যাশা করলেও চিকিৎসকরা এখনও তাঁকে ফিট সার্টিফিকেট দেননি। ফলে, শামির জাতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে ধোঁয়াশা ক্রমশ বাড়ছে।
গত বছর ১৯ নভেম্বর, গোটা টুর্নামেন্টে ধারাবাহিকভাবে জিতে আসা টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। তারপর থেকেই মহম্মদ শামি জাতীয় দলের বাইরে। বিশ্বকাপেও শামি গোড়া থেকে ছিলেন না। ধর্মশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে লিগের ম্যাচে তিনি দলে ঢোকেন। তারপর থেকে তিনি গোটা টুর্নামেন্টে হয়ে উঠেছিলেন বিপক্ষ শিবিরের কাছে ত্রাস। ফাইনালেও তাঁর বলেই ডেভিড ওয়ার্নার স্লিপে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরে গিয়েছিলেন। ওই ম্যাচে শামি সাত ওভারে ৪৭ রান দিয়ে এক উইকেট নেন। যদিও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া সাত ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়।
সেই সময় কেউই ভাবতে পারেননি যে অ্যাকিলিস টেন্ডন ইনজুরির জন্য শামি একবছর মাঠের বাইরে কাটাবেন। যাইহোক, শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে লন্ডনে তাঁর ডান গোড়ালিতে অস্ত্রোপচার হয়। বর্তমানে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে স্পোর্টস সায়েন্স টিমের তত্ত্বাবধানে শামি তাঁর জাতীয় দলে ফেরার চেষ্টা চালাচ্ছেন। আশা করা হচ্ছিল, তিনি বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে খেলতে পারবেন। তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে ঘরের মাটিতে খেলবেন। কিন্তু, সম্প্রতি শামির হাঁটু ফুলে যায়। যার ফলে, চিকিৎসকরা মনে করছেন এখনও মাস দুয়েক শামিকে মাঠের বাইরে থাকতে হবে।
যার ফলে ১১ অক্টোবর থেকে শুরু হওয়া রঞ্জি মরশুমের ম্যাচ তিনি বাংলার হয়ে কতটা খেলতে পারবেন, তা নিয়েও সন্দেহ রয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট তো ১ নভেম্বর মুম্বইয়ে শুরু হচ্ছে। সেটাতেও তাঁর খেলার সম্ভাবনা নেই। এমনকী, আগামী মাসের শেষের দিকে তাঁর অস্ট্রেলিয়া সফরে যাওয়াও অনিশ্চিত। অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকার ট্রফিতে পাঁচ টেস্ট-এর সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সেখানে যে তিনি আনফিট শামিকে চাইছেন না, ইতিমধ্যেই তা স্পষ্ট করে দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা।
আরও পড়ুন- হাতে হাত, কাঁধে কাঁধ! দুবাইয়ের রাস্তায় পাকিস্তানির সঙ্গে সানিয়া! দ্বিতীয় বিয়ের জল্পনায় ঝড় আচমকা
বছর ৩৪-এর ভারতীয় পেসারের চোট সম্পর্কে রোহিত বলেছেন, 'ও এনসিএতে ফিজিওদের তত্ত্বাবধানে আছে। আমরা গোটা ব্যাপারটার ওপর নজর রাখছি। আমরা চাই ও শতভাগ ফিট থাকুক। তা না হলে অস্ট্রেলিয়ায় নিয়ে গিয়ে কোনও লাভ হবে না।' রোহিত একথা বললেও অস্ট্রেলিয়ায় শামির পারফরম্যান্স দুর্দান্ত। আট টেস্ট-এ ৩৭ উইকেট নিয়েছিলেন। ফলে, শামিকে মিস করবে টিম ইন্ডিয়াও। ২০১৩ সালে একদিনের ক্রিকেটে শামির অভিষেক হয়। তারপর থেকে তিনি ৪৪৮টি উইকেট নিয়েছেন। কিন্তু, সেই সাফল্যের ইতিহাস থাকলেও চোট সারিয়ে কবে শামি জাতীয় দলে ফিরতে পারবেন, তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি।