T20 World Cup BCCI 125 crores Prize money Team India: বোর্ডের তরফে ১২৫ কোটি টাকা পুরস্কার মূল্য ঘোষণা করা হয়েছিল বিসিসিআইয়ের তরফে। এর মধ্যে স্কোয়াডে থাকা ১৫ জন তারকার প্রত্যেকের ব্যাঙ্ক একাউন্টে ঢুকবে ৫ কোটি টাকা করে। এমনকি এই তালিকায় এমন-ও তিন জন রয়েছেন যাঁরা একটিও ম্যাচ খেলেননি। তবু তাঁদের দেওয়া হবে ৫ কোটি করে টাকা। যশস্বী জয়সওয়াল, উইকেটকিপার ব্যাটার সঞ্জু স্যামসন এবং স্পিনার জুজবেন্দ্র চাহাল একটিও ম্যাচে নামার সুযোগ পাননি। এই তিনজনও পাচ্ছেন ৫ কোটি করে। হেড কোচ রাহুল দ্রাবিড়ের জন্যও থাকছে সমপরিমাণ টাকা।
বাকি কোচিং গ্রুপে থাকা সকলের (ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ পরশ মামব্রে, এবং ফিল্ডিং কোচ টি দিলীপ) জন্য বরাদ্দ ২.৫ কোটি করে। সিনিয়র নির্বাচক কমিটির সকলকে (প্রধান নির্বাচক অজিত আগারকারকে নিয়ে) দেওয়া হবে এক কোটি করে টাকা। বিশ্বকাপের পুরস্কার মূল্যের ভাগ বাটোয়ারার এই তথ্য জানতে পেরেছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
ব্যাকরুম স্টাফদেরও পুরস্কৃত করছে বিসিসিআই। তিনজন ফিজিওথেরাপিস্ট, তিনজন থ্রো ডাউন স্পেশ্যালিস্ট, দুজন ম্যাসিওর এবং কন্ডিশনিং কোচদের প্রত্যেককে দেওয়া হবে ২ কোটি করে।
বিশ্বকাপগামী স্কোয়াডে চারজন রিজার্ভ প্লেয়ার রাখা হয়েছিল- রিঙ্কু সিং, শুভমান গিল, খলিল আহমেদ এবং আবেশ খান। আজ চারজনকে দেওয়া হচ্ছে ১ কোটি করে।
বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় ক্রিকেটার, কোচ নিয়ে মোট ৪২ সদস্যের টিম ছিল। ভিডিও এনালিস্ট, লজিস্টিক ম্যানেজার, এমনকি বিসিসিআই স্টাফ মেম্বাররাও ছিলেন। সকলকেই পুরস্কৃত করবে বিসিসিআই।
বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, "খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের বিসিসিআই থেকে পুরস্কারের অর্থের পরিমাণ সম্পর্কে জানানো হয়েছে এবং আমরা সবাইকে একটি চালান জমা দিতে বলেছি।"
রোহিত শর্মার নেতৃত্বাধীন দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেওয়ার একদিন পর বিসিসিআই সচিব জয় শাহ পুরস্কারের অর্থ ঘোষণা করেছিলেন।
সেই সময় জয় শাহ বলেছিলেন, এই অর্থ প্লেয়ার, সাপোর্ট স্টাফ, কোচিং স্টাফ এবং নির্বাচকদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। যে তিন ফিজিওথেরাপিস্ট বিশ্বকাপের সময় টিম ইন্ডিয়ার সঙ্গে যুক্ত ছিলেন তাঁরা হলেন কমলেশ জৈন, যোগেশ পারমার এবং তুলসি রাম যুবরাজ। তিন জন থ্রো ডাউন স্পেশ্যালিস্ট ছিলেন রাঘবেন্দ্র দেভগি, নুয়ান উদেনকেকে এবং অরুণ কানাডে।
এর পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জাতীয় দলের জন্য এগারো কোটি টাকা ঘোষণা করেছেন।
২০১৩ সালে ভারত যখন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়লাভ করে, সেই সময় বোর্ডের তরফে প্রত্যেক ক্রিকেটারের জন্য ১ কোটি টাকা পুরস্কার অর্থ ঘোষণা করা হয়েছিল। ২০১১-য় ভারত যখন ধোনির নেতৃত্বে মুম্বইয়ে বিশ্বকাপ জয় করে, সেই সময় বোর্ডের তরফে প্রাথমিকভাবে প্রত্যেক ক্রিকেটারের জন্য ১ কোটি টাকার নগদ পুরস্কার ঘোষণা করা হয়। তবে পরবর্তীতে তা সংশোধিত হয়ে দাঁড়ায় ২ কোটিতে। সেই সময় সাপোর্ট স্টাফদের ৫০ লক্ষ টাকা করে দেওয়া হয়। নির্বাচকদের দেওয়া হয়েছিল ২৫ লক্ষ করে। ২০০৭-এ ধোনির অধিনায়কত্বে টি২০ বিশ্বকাপ জয়ী দলের জন্য ১২ কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়।
১৯৮৩-এ সালে ভারত যখন তাদের প্রথম বিশ্বকাপ শিরোপা জিতেছিল, তখন বিসিসিআই এর খেলোয়াড়দের পুরস্কৃত করার মতো পর্যাপ্ত অর্থ ছিল না। বোর্ড প্রয়াত লতা মঙ্গেশকরের সাথে যোগাযোগ করেছিল, যিনি বিজয়ী ক্রিকেটারদের জন্য তহবিল সংগ্রহের জন্য একটি কনসার্ট করতে রাজি হয়েছিলেন।
125 কোটি টাকার প্রাইজমানি ব্রেক আপ
প্রত্যেককে ৫ কোটি টাকা | ১৫ সদস্যের বিশ্বকাপ দল |
প্রত্যেককে ২.৫ কোটি টাকা | প্রধান কোচ রাহুল দ্রাবিড়, ব্যাটিং কোচ-বিক্রম রাঠৌর, ফিল্ডিং কোচ টি দিলীপ, বোলিং কোচ-পারস মামব্রে। |
প্রত্যেককে ২ কোটি টাকা | ৩ জন ফিজিওথেরাপিস্ট, ৩ জন থ্রোডাউন বিশেষজ্ঞ, ২ জন ম্যাসিওর, ১ জন স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচ |
প্রত্যেককে ১ কোটি টাকা | ৫ জন নির্বাচক এবং ৪জন রিজার্ভ খেলোয়াড় |
* দলের ভিডিও বিশ্লেষক, বিশ্বকাপে বিসিসিআই স্টাফ সদস্যরা, মিডিয়া অফিসার এবং দলের লজিস্টিক ম্যানেজারও পুরস্কারের অর্থ পাবেন