BCCI central contracts: বোর্ডের সঙ্গে পাঙ্গা নিতে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষান। বোর্ডের অসন্তোষ বারবার তাঁদের কাছে গেলেও কর্ণপাত করেননি। এর ফলাফল হল ভয়াবহ। বুধবার বোর্ডের তরফে যে কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করা হয়েছে, সেই তালিকা থেকে বাদ পড়েছেন শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষান দুজনেই।
বোর্ডের প্রেস বিজ্ঞপ্তিতে বিষ্ফোরকভাবে স্বীকার করে নেওয়া হয়েছে, "এই পর্যায়ে শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষানের নাম কেন্দ্রীয় চুক্তিতে ভাবা হয়নি।"
ইন্ডিয়ান এক্সপ্রেস-এর তরফে বলা হয়েছে, শনিবার থেকে শুরু হতে চলা রঞ্জি ট্রফির সেমিফাইনালে এমসিএ-বিকেসি গ্রাউন্ডে তামিলনাড়ুর বিপক্ষে শ্রেয়স আইয়ার মুম্বইয়ের হয়ে খেলতে রাজি হয়েছেন। তবে তার আগে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে।
শ্রেয়সের মিথ্যাচারিতা বেআব্রু হয়ে গিয়েছিল আগেই। চলতি ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টের পর ভারতীয় দল থেকে বাদ পড়ার পর শ্রেয়সকে বলা হয়েছিল মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে খেলতে। তবে পিঠে ব্যথার অজুহাত দেখিয়ে বরোদার বিলক্ষে কোয়ার্টার ফাইনালে নামতে রাজি হননি। সেই সময় এনসিএ-এ মেডিক্যাল বিভাগের প্রধান নীতিন প্যাটেল রীতিমত বিবৃতি দিয়ে জানিয়েছিল শ্রেয়সের নতুন কোনও ইনজুরি নেই।
শ্রেয়সের এই কান্ড ঘটেছিল বোর্ড সচিব জয় শাহের হুঁশিয়ারির আবহে। জয় শাহ সাফ জানিয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় চুক্তিবদ্ধ তারকাদের ঘরোয়া ক্রিকেটে অংশ নিতেই হবে। তা না হলে ফল ভোগ করতে হবে। এমন সতর্কবার্তার পরেও শ্রেয়সের এমন কীর্তি ভালো ভাবে নেয়নি বোর্ড।
একইভাবে ঈশান কিষান দক্ষিণ আফ্রিকা সফর থেকে মানসিক অবসাদের অজুহাতে নিজেকে সরিয়ে নেওয়ার পর বারংবার বলা সত্ত্বেও ঘরোয়া ক্রিকেটে খেলেননি ঝাড়খণ্ডের জার্সিতে। আইপিএল শুরুর আগে বরং হার্দিককে তাঁর মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার সঙ্গে অনুশীলন করতে দেখা গিয়েছিল বরোদায়।
জাতীয় দলের হয়ে কি আর খেলতে পারবেন শ্রেয়স আইয়ার, ঈশান কিষান? কেন্দ্রীয় চুক্তি নির্ধারণ করা হয় সংস্লিষ্ট ক্রিকেটারের ফর্ম এবং ফিটনেসের মাপকাঠিতে। জাতীয় দল নির্বাচনের সময় স্রেফ কেন্দ্রীয় চুক্তির আওতাধীন তারকাদেরই নেওয়া হয় না। সেই চুক্তির বাইরে থাকা তারকাদেরও সুযোগ দেওয়া হয়।
বোর্ডের তরফে বলা হয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে যে ক্রীড়াবিদরা নূন্যতম ৩ টেস্ট, ৮ ওয়ানডে এবং ১০ টি২০ খেলবেন তাঁদের নাম প্রো-রাটা বেসিসে গ্রেড সি'তে অন্তর্ভুক্ত করা হবে। যেমন ধ্রুব জুরেল এবং সরফরাজ খান ইতিমধ্যেই ২ টেস্ট খেলে ফেলেছেন। ধর্মশালা টেস্টে জায়গা পেলেই দুজনের নাম সি ক্যাটাগরিতে যোগ হয়ে যাবে।
নির্বাচক কমিটির তরফে আকাশ দীপ সিং, বিজয়কুমার বৈশাখ, উমরান মালিক, ইয়াশ দয়াল, বিদ্বাথ কাভেরাপ্পার নাম সুপারিশ করা হয়েছিল। বোর্ডের তরফে সকল ক্রিকেটারকে নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় দলের হয়ে না খেলার সময় সকলে যেন ঘরোয়া ক্রিকেটে বাধ্যতামূলকভাবে অংশ নেয়।
আরও পড়ুন- বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহী হয়েছিলেন দুই তারকা! টাকা পয়সার চুক্তি থেকে বাতিল করে দিল জয় শাহের বোর্ড
শ্রেয়স-ঈশান ছাড়াও কেন্দ্রীয় চুক্তি না পাওয়া তারকাদের মধ্যে রয়েছেন জুজবেন্দ্র চাহাল, শিখর ধাওয়ান, উমেশ জডব্য অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, দীপক চাহাররা। এরা ঘরোয়া ক্রিকেটে ফর্ম দেখালেই জাতীয় দলে ফিরতে পারেন।