Advertisment

Gautam Gambhir-Suryakumar Yadav: হার্দিককে নেতা না করতে বড় কৌশল! কীভাবে SKY-কে ক্যাপ্টেন করার ব্লুপ্রিন্ট গম্ভীরের ফাঁস হয়ে গেল

Hardik Pandya as t20I captain: মঙ্গলবার সন্ধ্যায় গম্ভীর জাতীয় নির্বাচক এবং বোর্ডের কর্তাদের সঙ্গে এক বৈঠক করেন। সেখানে আবার গম্ভীর আর আগরকার দু'জনেই রোহিতের পরবর্তী ভারতীয় টি২০ দলের অধিনায়ক হিসেবে সূর্যকুমারের দিকেই ঝুঁকেছিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Gautam Gambhir, Hardik Pandya, Suryakumar Yadav, গৌতম গম্ভীর, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব,

Gautam Gambhir-Hardik Pandya-Suryakumar Yadav: ভারতের টি২০ দলের অধিনায়ক হিসেবে কোচ গৌতম গম্ভীর চাইছেন সূর্যকুমার যাদবকে। আর, জয় শাহ চাইছেন হার্দিক পান্ডিয়াকে। এনিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি বিসিসিআই। (ছবি- টুইটার)

Gautam Gambhir, Suryakumar Yadav, BCCI, Hardik Pandya: ভারতের টি২০ দলের অধিনায়ক পদে হার্দিক পান্ডিয়াকে চান না নতুন কোচ গৌতম গম্ভীর। বদলে তাঁর বাজি সূর্যকুমার যাদব। অবশ্য এনিয়ে গম্ভীর ঝেড়ে কাশেননি। তিনি টি২০ দলের নতুন অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবের নামও প্রস্তাব করেননি। শুধুমাত্র হার্দিক পান্ডিয়ার সম্পর্কে বলেছেন, কোনও আনফিট অধিনায়ককে নিয়ে তিনি কাজ করতে চান না। বিসিসিআই সচিব জয় শাহ অবশ্য হার্দিক পান্ডিয়াকেই ভারতের টি২০ দলের অধিনায়ক পদে চান। এই পরিস্থিতিতে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি বিসিসিআই।

Advertisment

সম্প্রতি ভারতীয় দল, আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে টি২০ বিশ্বকাপ খেলে এসেছে। রোহিত শর্মার নেতৃত্বাধীন সেই দল বিশ্বকাপ জয় করেছে। আইসিসি শিরোপার জন্য ভারতের ১৩ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়েছে। সেই দলের সহ-অধিনায়ক করে হার্দিক পান্ডিয়াকে সফরে পাঠিয়েছিল বিসিসিআই। টি২০ বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা ও বিরাট কোহলি এই ফরম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন। আর, তারপরই আসন্ন শ্রীলঙ্কা সফরে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করে পাঠানোর কথা ভাবছে বিসিসিআই। এই শ্রীলঙ্কা সফর দিয়েই আবার শুরু হচ্ছে গৌতম গম্ভীরের জাতীয় দলের কোচ হিসেবে পরীক্ষা। যার ফলে, গম্ভীরের মতামতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে অজিত আগরকারের নেতৃত্বাধীন জাতীয় দলের নির্বাচক কমিটি। কিন্তু, এখন শোনা যাচ্ছে যে গম্ভীর নাকি পান্ডিয়াকে অধিনায়ক হিসেবে চাইছেন না।

বোর্ড এখনও স্পষ্ট করে জানায়নি যে কে ভারতীয় টি২০ দলের অধিনায়ক হিসেবে রোহিত শর্মার স্থলাভিষিক্ত হতে চলেছেন। তবে, এতদিন পাল্লা ভারী ছিল হার্দিক পান্ডিয়ার দিকে। কিন্তু, বোর্ড সূত্রে খবর, সেই পাল্লাই এখন ভারী হয়ে গিয়েছে ভারতের এক নম্বর ব্যাটার সূর্যকুমার যাদবের দিকে। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় দলের প্রধান নির্বাচক, অজিত আগরকার ও কোচ গৌতম গম্ভীরের মধ্যে ভার্চুয়াল বৈঠকের অন্যতম ইস্যুও এটা।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় গম্ভীর জাতীয় নির্বাচক এবং বোর্ডের কর্তাদের সঙ্গে এক বৈঠক করেন। সেখানে আবার গম্ভীর আর আগরকার দু'জনেই রোহিতের পরবর্তী ভারতীয় টি২০ দলের অধিনায়ক হিসেবে সূর্যকুমারের দিকেই ঝুঁকেছিলেন। তবে, জানা গিয়েছে যে বৈঠকে গম্ভীর সরাসরি সূর্যকুমার যাদবের নাম নেননি। তবে, ঘুরিয়ে তাঁর ইঙ্গিত ছিল যাদবের দিকেই। কারণ, সূর্যকুমার সাদা বলের সংক্ষিপ্ত এবং অতিসংক্ষিপ্ত ফরম্যাটের বিশেষজ্ঞ। আর, রোহিত এবং কোহলির অবসরের পর টি২০ ফরম্যাটে জাতীয় দলের সেরা ব্যাটার।

বিসিসিআইয়ের একজন কর্তা গোটা বিষয়টিতে সংবাদমাধ্যমকে বলেছেন, 'বৈঠকে গম্ভীর সরাসরি সূর্যের নাম বলেননি। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে এমন একজন অধিনায়কের সঙ্গে কাজ করতে চান, যার ওপর অধিনায়কের দায়িত্ব কোনও ছাপই ফেলবে না। আর, আগরকার নিজের মতামতের ব্যাপারে বৈঠকে পরিষ্কার ছিলেন।'

বিসিসিআই সূত্রের খবর, গৌতম গম্ভীর ও অজিত আগরকার মঙ্গলবার বৈঠকের পরে হার্দিকের সঙ্গে কথাও বলেছেন। ৩০ বছর বয়সি হার্দিককে ঘিরে বড় উদ্বেগ, তাঁর চোট-আঘাতের রেকর্ড। গত বছর ওয়ানডে বিশ্বকাপের প্রাথমিক পর্যায়ে গোড়ালিতে চোট পাওয়ায় প্রায় ছয় মাস মাঠের বাইরে ছিলেন হার্দিক।

আরও পড়ুন- হার্দিকের হাত থেকে নেতৃত্ব কাড়ল বোর্ড! রোহিতের পরে নতুন অধিনায়ক চূড়ান্ত করে ফেলল বিসিসিআই

তাছাড়া গম্ভীর আর সূর্যকুমারের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো। গম্ভীরই কেকেআরে সূর্যকে তুলে ধরেছিলেন। তাঁকে তারকাখচিত কেকেআর লাইনআপে ফিনিশারের ভূমিকা দিয়েছিলেন। তবে, একজন অধিনায়ক হিসেবে সূর্যের অভিজ্ঞতা সীমিত। শুধুমাত্র সাতটি টি২০ ম্যাচে তিনি ভারতকে নেতৃত্ব দিয়েছেন। আইপিএলে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও নেই। তাছাড়া কয়েক মাসের মধ্যে সূর্যকুমারের বয়স ৩৫ হয়ে যাবে। তাই, আপাতত তাঁকে অধিনায়ক করা হলেও, সেটা দীর্ঘদিন থাকার কোনও সম্ভাবনাই নেই।

Jay Shah T20 BCCI Gautam Gambhir Indian Cricket Team Suryakumar Yadav
Advertisment