Advertisment

Virat Kohli: একাই খেতেন চার জনের খাবার! টিম ইন্ডিয়ার এই মহাতারকার জীবন বদলেছে খাওয়া কমিয়েই

Virat Kohli fitness: অনেকেই বলে থাকেন, যে কোহলিই বদলে দিয়েছেন টিম ইন্ডিয়ার ফিটনেসের সংজ্ঞা। তাঁর জমানাতেই টিম ইন্ডিয়া বিশ্বের সবচেয়ে ফিট ক্রিকেট দল হয়ে উঠেছিল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ritika Sajdeh, Rohit Sharma, Team India: রীতিকা সাজদা

Team-india: টিম ইন্ডিয়া (টুইটার)

Harbhajan Singh-Virat Kohli: পরিবারে কোল আলো করে ছেলে আসতেই বিরাট কোহলির যশভাগ্য যেন বাড়ল। এবার কোহলি বন্দনাকারীদের দলে নাম লেখালেন টিম ইন্ডিয়ার প্রাক্তন স্পিনার হরভজন সিং। তবে, বাকিদের মত কোহলির ব্যাটিং পারফরম্যান্স নিয়ে নয়। হরভজন 'থোড়া হঠকে' কায়দায় ফিটনেস ইস্যুতে কোহলি বন্দনায় মেতেছেন

Advertisment

প্রাক্তন ভারতীয় স্পিনারের দাবি, কোহলিই নাকি তাঁকে ফিটনেসের শীর্ষস্তরে পৌঁছতে সাহায্য করেছেন। এককথায় তাঁর 'ফিটনেস গুরু' আর কেউ নন। তিনি হলেন বিরাট কোহলি। হরভজনের দাবি, কোহলি একসময় প্রচুর খেতেন। একাই চার জনের খাবার খেয়ে নিতেন। সেখান থেকে কোহলি নিজেকে ফিটনেসের শীর্ষস্তরে নিজে গিয়েছেন। এমনিতে কোহলি জমানাতেই হরভজনের অবসর। ক্রিকেট জীবনের শেষ দুই টেস্ট হরভজন যখন খেলেছেন, তখন কোহলি টিম ইন্ডিয়ার অধিনায়ক।

প্রায় দু'দশক ভারতীয় দলে খেলেছেন হরভজন সিং। ২০০৭-এর টি২০ বিশ্বকাপ এবং ২০১১ সালে একদিনের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্যও ছিলেন। স্পিনারদের দুনিয়ার তাঁর 'দুসরা' রীতিমতো নজর কেড়েছিল। সেই হরভজনই তাঁর 'ফিটনেস গুরু' কোহলিকে বিরাট সার্টিফিকেট দিয়েছেন। নিজের ফিটনেস ইস্যুতে হরভজন যাই বলুন না কেন, ফিটনেসের প্রতি কোহলির যে বরাবরই ঝোঁক, তা নতমস্তকে মেনে নেয় ভারতীয় ক্রীড়াজগৎ।

অনেকেই বলে থাকেন, যে কোহলিই বদলে দিয়েছেন টিম ইন্ডিয়ার ফিটনেসের সংজ্ঞা। তাঁর জমানাতেই টিম ইন্ডিয়া বিশ্বের সবচেয়ে ফিট ক্রিকেট দল হয়ে উঠেছিল। আর, সেই দলেরই সদস্য ছিলেন হরভজন। সেই কোহলিরই অন্যদিকটা এবার শুনিয়েছেন হরভজন। কিংবদন্তি এই বোলার বলেছেন, 'ও একাই চার জনের খাবার খেয়ে নিত। খাবার ব্যাপারে কথা বলতে ওঁর খুব ভালো লাগত। সুযোগ পেলেই বলত, পাজি! ওই খাবারটা অর্ডার করব? সেখান থেকে ও নিজেকে বদলেছে।'

আরও পড়ুন- চ্যাম্পিয়ন হলেই প্রত্যেককে BMW সঙ্গে ১ কোটি! টাকার ফোয়ারার লোভ ভারতীয় ক্রিকেটারদের

হরভজন বলেন, 'যখন ওঁর মধ্যে আমি পরিবর্তনটা দেখলাম, আমি প্রশ্ন করেছিলাম, এত বেশি নিয়ন্ত্রণের দরকারটা কী? ও একটা নির্দিষ্ট খাবার খেত। আর, সেটাও খেত নির্দিষ্ট পরিমাণে। তার বেশি না। আর, সেটাও একটা নির্দিষ্ট সময়ে। ও নিজের মধ্যে শৃঙ্খলা এনে ফেলেছিল। ও আমার মধ্যেও শৃঙ্খলা আনার চেষ্টা করেছিল। ওই দুই বছরটা আমার খুব ভালো কেটেছে। আমি কোহলির জন্যই ফিটনেসের শীর্ষে পৌঁছে গেছিলাম। ও আমার সঙ্গে জিমেও এসব নিয়ে কথা বলত। আমি ওকে ফিটনেস গুরু বলে ডাকতাম। বিরাটই ইন্ডিয়া টিমের ফিটনেসের সংজ্ঞাটা বদলে দিয়েছিল।'

cricket Harbhajan Singh Indian Team Virat Kohli fitness Indian Cricket Team
Advertisment