Advertisment

শেষ বলের থ্রিলারে জিতিয়ে ভারতকে ফাইনালে তুললেন উইলিয়ামসন! টি২০-র রোমাঞ্চও হার মানবে, দেখুন ভিডিও

ভারতকে ফাইনালে তুলে দিলেন কেন উইলিয়ামসন, দেখুন ভিডিও

author-image
IE Bangla Sports Desk
New Update
KANE WILLIAMSON

টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা ম্যাচ উপহার দিয়ে গেল ক্রাইস্টচার্চ ম্যাচ। মাত্র কয়েক ইঞ্চি ব্যবধানে জিতে নিউজিল্যান্ড ভারতকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে দিল। গতবার কিউইদের কাছে ফাইনালে হেরেই ভারতের ইতিহাস গড়া হয়নি। এবার সেই ব্ল্যাকক্যাপসরাই ভারতকে ফাইনালে পৌঁছে দিল দিনের শেষে বলে ২ উইকেট হাতে নিয়ে চরম রোমাঞ্চকর জয়ে।

Advertisment

নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচের পঞ্চম দিনে রোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল ক্রাইস্টসার্চের হেগলে ওভালে। শেষদিনে জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ছিল ২৬৫ রান। শেষ ওভারে টার্গেট গিয়ে দাঁড়ায় ৮ রানে।

টানটান শেষ ওভারের তৃতীয় বলে ম্যাট হেনরি রান আউট হয়ে যান। শেষ তিন বলে জয়ের জন্য প্রয়োজন গিয়ে দাঁড়ায় পাঁচ রানের। চতুর্থ বলেই অসিথা ফার্নান্দোর বলে কেন উইলিয়ামসন বাউন্ডারি হাঁকিয়ে যান। পরের বলেই দুর্ধর্ষ বাউন্সার করে ডট বল করেন অসিথা। উইনিং রান নেওয়ার সময়েও নাটক। আহত অবস্থায় নীল ওয়াগনর বাই হওয়া বলে দৌড়ে রান পূর্ণ করতে চান। উইলিয়ামসন ঝাঁপ দিয়ে ক্রিজে পৌঁছনোর পরেই ফিল্ডারের ছোঁড়া বল ডিরেক্ট থ্রোয়ে উইকেট ভেঙে দেয়। তারপরেই ওয়াগনারের সঙ্গে অবিশ্বাস্য এই জয় উদযাপন করার সময়ে আলিঙ্গনে মেতে ওঠেন উইলিয়ামসন।

নিজের ২৭তম টেস্ট শতরান গড়ে কিউই ইনিংসের রূদ্ধশ্বাস রান চেজে আসল ফ্যাক্টর কেন উইলিয়াসনই। হেগলে ওভালে প্ৰথম ৪.৫ ঘন্টাই বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত কিউইদের লক্ষ্যে পৌঁছে দেন ক্যাপ্টেন কেন, ১২১ করে।

রান চেজ করার সময়ে প্রথমেই দুই ওপেনার ডেভন কনওয়ে (৫) এবং টম ল্যাথাম (২৪) আউট হয়ে গিয়েছিলেন। হেনরি নিকোলসও ২০ করে আউট হয়ে যান। এরপরে উইলিয়ামসনে এবং ড্যারেল মিচেল (৮১) ১৪২ রানের পার্টনারশিপ গড়ে যান।

শেষদিকে আবার টুইস্ট! আসিথা ফার্নান্দো একইসঙ্গে ড্যারেল মিচেল, টম ব্ল্যান্ডেল এবং মাইকেল ব্রেসওয়েলকে ফিরিয়ে শ্রীলঙ্কাকে ম্যাচে ফিরিয়ে আনেন। লাহিরু কুমারা টিম সাউদিকে আউট করে রোমাঞ্চকর জয়ের সামনে এসে হাজির করেছিলেন দলকে। তবে শেষদিকে, চিনের প্রাচীর হয়ে দাঁড়ান উইলিয়ামসন। শেষ ওভারে ক্যাপ্টেন কেনের ঐতিহাসিক সেই ডাইভ। যা নিউজিল্যান্ডকে জেতাল এবং সেই সঙ্গে ভারতকে টানা দ্বিতীয়বারের মত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে দিল।

Read the full article in ENGLISH

Kane Williamson Sri Lanka Indian Cricket Team New Zealand
Advertisment