তারকা পেসার মহম্মদ শামি সদ্য সমাপ্ত একদিনের বিশ্বকাপ ক্রিকেটে টিম ইন্ডিয়ার হয়ে অসাধারণ পারফরম্যান্স করেছেন। আর, সেই কারণে বর্তমানে ভারতীয় ক্রিকেটের আলোচনায় অন্যতম কেন্দ্রবিন্দুও তিনি। টুর্নামেন্টের প্রথম চারটি ম্যাচে না-থেকেও শামি এবারের বিশ্বকাপ ক্রিকেটে ২৪টি উইকেট নিয়েছেন। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন। আগাগোড়া ভালো খেলার পরও, টিম ইন্ডিয়া বিশ্বকাপের ট্রফি পায়নি। কারণ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে হেরে গিয়েছে।
ভারতের হারের পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ড্রেসিংরুমে খেলোয়াড়দের সঙ্গে দেখা করেছিলেন। তাঁদের সান্ত্বনা দিয়েছিলেন। সেই বৈঠকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হয়। তাতে দেখা যায়, ড্রেসিংরুমে প্রধানমন্ত্রী মোদী শামিকে জড়িয়ে ধরেছেন। তাঁর পারফরম্যান্সের জন্য এই ভারতীয় বোলারকে অভিনন্দন জানাচ্ছেন। সেই ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তা নিয়ে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া মিলেছে।
বুধবার এক সাক্ষাত্কারে শামি জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা প্রধানমন্ত্রীর ড্রেসিংরুমে আসার জন্য প্রস্তুত ছিলেন না। তাঁরা তাই প্রধানমন্ত্রীকে দেখে অবাক হয়ে গিয়েছিলেন। শামি বলেন, 'পরাজয়ের পরে আমরা মন ভেঙে গেছিল। হতাশ হয়ে বসেছিলাম। মনে হচ্ছিল, আমাদের দুই মাসের কঠোর পরিশ্রম একটা ম্যাচের জন্য বৃথা হয়ে গেল। দিনটা সত্যিই আমাদের খুব খারাপ ছিল। আমরা হতাশ হয়ে পড়েছিলাম। কিন্তু, যখনই প্রধানমন্ত্রী ড্রেসিংরুমে এলেন, আমরা অবাক হয়ে গেছিলাম। কারণ, আমাদের বলা হয়নি যে মোদীজি আসবেন। তিনি হঠাৎ করে ঢুকে পড়েন। সেই সময় আমরা একে অপরের সঙ্গে কথা বলার মুডে পর্যন্ত ছিলাম না। তাই তাঁর আসা ছিল আমাদের কাছে এক বিরাট চমক।'
শামি বলেন, 'তিনি ড্রেসিরুমে এসে সবার সঙ্গে কথা বলেন। সেই মুহুর্তে আমরাও একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করি। আমরা প্রত্যেকেই বলতে শুরু করি যে এই অবস্থা থেকে আমাদের এগিয়ে যেতে হবে। বেরোতে হবে। প্রধানমন্ত্রীর ড্রেসিংরুমে আসাই আমাদের মুড, গোটা পরিস্থিতিটাকেই যেন বদলে দেয়।'
আরও পড়ুন- ছক্কায় ছক্কায় সেঞ্চুরি সূর্যকুমারের! ক্যাপ্টেনের ব্যাটে সেঁকে গেল দক্ষিণ আফ্রিকান বোলিং
হারের পর ভারতীয় ক্রিকেট দলের জন্য বিশেষ বার্তা দেন প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেন, 'প্রিয় টিম ইন্ডিয়া, বিশ্বকাপে আপনাদের প্রতিভা এবং সংকল্প লক্ষণীয় ছিল। আপনারা দুর্দান্ত খেলেছেন এবং জাতিকে অপরিসীম গর্বিত করেছেন। আমরা আজ এবং সর্বদা আপনাদের সঙ্গে আছি।' শামি বর্তমানে চিকিৎসার মধ্যে দিয়ে যাচ্ছেন। ২৬ ডিসেম্বর শুরু হতে চলা দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজের জন্য তিনি ভারতীয় ক্রিকেট দলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।