Advertisment

IPL 2019: বিরাটদের কি এখনও সুযোগ রয়েছে প্লে-অফ খেলার?

১২ ম্যাচ খেলে ৮ ম্যাচ হারা দলটা লিগ টেবিলে সবার নিচে। কিন্তু কোহলির আরসিবি-র এখনও সুযোগ থাকছে প্লে-অফে যাওয়ার। সূক্ষ গাণিতিক সমীকরণে আশার আলো জিইয়ে রয়েছে টিম কোহলির।

author-image
IE Bangla Web Desk
New Update
How Virat Kohli's men can still qualify for IPL 2019 playoffs

বিরাটদের কি এখনও সুযোগ রয়েছে প্লে-অফ খেলার?

২০১৯ আইপিএলে বিরাট কোহলিদের অভিযান কার্যত শেষ। দেখতে গেলে লিগের শেষ দু'ম্যাচে নিয়মরক্ষার ম্যাচে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। ১২ ম্যাচ খেলে ৮ ম্যাচ হারা দলটা লিগ টেবিলে সবার নিচে। কিন্তু কোহলির আরসিবি-র এখনও সুযোগ থাকছে প্লে-অফে যাওয়ার। সূক্ষ গাণিতিক সমীকরণে আশার আলো জিইয়ে রয়েছে টিম কোহলির। যদিও তাদের নেট রান রেট -০.৬৯৪ লড়াইটা আরও বেশি কঠিন করে দিয়েছে।

Advertisment


চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস ইতিমধ্যে পৌঁছে গিয়েছে প্লে-অফে। মুম্বই ইন্ডিয়ান্স প্লে-অফের দোরগোড়ায়। এখন প্রশ্ন কীভাবে আরসিবি শেষ চারে যেতে পারে? আরসিবি আজ ঘরের মাঠে এম চিন্নাস্বামীতে খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। এরপর আগামী শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে আরসিবি।

প্রথমত দু'টো ম্যাচেই আরসিবি-কে জিততে হবে বড় ব্য়বধানে। আট পয়েন্টে দাঁড়িয়ে বিরাটরা। প্রয়োজন আরও চার পয়েন্টের। ১২ পয়েন্টে পেয়ে এর আগে কোনও দল আইপিএলে প্লে-অফ খেলেনি। যদি আজ বিরাটরা হেরে যান তাহলে আর কোনও ভাবেই প্লে-অফে যেতে পারবেন না। ফলে যে কোনও প্রকারেই আরসিবি-কে টানা দু'টো ম্যাচ বড় ব্য়বধানেই জিততে হবে।

আরও পড়ুন: সর্বকালের রেকর্ডে থাবা বসাতে পারেন রাবাদা

প্লে-অফে যাওয়ার লড়াইয়ে রাজস্থান এগিয়ে রয়েছে ব্যাঙ্গালোরের থেকে। লিগ তালিকায় স্মিথরা রয়েছেন বিরাটদের ওপরে। তাদের রান রেট -০.০৩২১। ১০ পয়েন্ট রয়েছে স্মিথদের। তাদেরও প্রয়োজন আর চার পয়েন্ট। এক ম্যাচ হেরে প্লে-অফে যাওয়া তাদের পক্ষে কার্যত অসম্ভব। ফলে আজ দু'দলই জেতার জন্য় মরিয়া। তুলনামূলক ভাবে এগিয়ে রাজস্থানই। স্মিথরা লিগের শেষ ম্যাচ খেলবে দিল্লির সঙ্গে। দু'দলের ফ্যানেরাই চাইছেন আজ যেন তেন প্রকারে বড় মার্জিনে জয়।

IPL Rajasthan Royals Royal Challengers Bangalore
Advertisment