Sunrisers Hyderabad vs Rajasthan Royals Live Streaming: আইপিএলের এই মরসুমে রাজস্থান রয়ালস ও সানরাইজ হায়দরাবাদকে প্রথম ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে। সুতরাং দুই দলই আজ চাইবে জয়ের মুখ দেখতে। ঘরের মাঠে খেলবে সানরাইজ হায়দরাবাদ, যে কারণে রাজস্থানের জেতা একটু চাপের হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নির্বাসন কাটিয়ে এই ম্যাচে খেলতে দেখা যাবে স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারকে।
২৯ মার্চ হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সন্ধে আটটার সময় খেলতে নামবে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস্।
SRH vs RR 2019 online Live Streaming
কোথায়, কখন এবং কীভাবে দেখবেন, রইল তার বিস্তারিত বিবরণ। প্রতিটি বলের আপডেট এবং লাইভ ধারাভাষ্যের জন্য আপনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার খেলার লাইভে চোখ রাখতে পারেন। ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন হটস্টার, এয়ারটেল টিভি অ্যাপ ও জিও টিভি অ্যাপে সরাসরি লাইভ দেখতে পাবেন। এছাড়া, Star Sports 1, Star Sports 2, Star Sports 3, এবং Star Sports 1 টেলিভিশন চ্যানেলে দেখতে পারবেন রাজস্থান রয়্যালস বনাম কিংস ইলেভেন পাঞ্জাবের খেলা।