How to watch India vs Zimbabwe t20 series free: প্ৰথম ম্যাচেই জিম্বাবোয়ে উড়তে থাকা ভারতীয় দলকে মাটিতে এনে নামিয়েছে। পাঁচ ম্যাচের টি২০ সিরিজে জিম্বাবোয়ে এগিয়ে গিয়েছে ১-০ ব্যবধানে। বল হাতে দুর্ধর্ষ পারফরম্যান্সে জিম্বাবোয়েকে ওয়াশিংটন সুন্দর, রবি বিশ্নোইরা ১১৫ রানে আটকে দিলেও ভারতের অনভিজ্ঞ ব্যাটিং লাইন আপ মাত্র ১০২ রানে মুখ থুবড়ে পড়েছে। ১৩ রানের লজ্জার হারে সিরিজ শুরুর পর ক্যাপ্টেন শুভমান গিল পর্যন্ত ক্ষোভ উগরে দিয়েছেন ব্যাটিং ইউনিটের ব্যর্থতায়।
তবে প্ৰথম ম্যাচে হারের ধাক্কা ২৪ ঘন্টার মধ্যেই কাটিয়ে উঠতে পারে টিম ইন্ডিয়া। রবিবারেই সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে ভারত-জিম্বাবোয়ে।
সেই ম্যাচে সম্ভবত অপরিবর্তিত একাদশ মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া। শুভমান গিল এবং লোয়ার অর্ডারে ওয়াশিংটন সুন্দর বাদে সকলেই শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছেন। অভিষেক শর্মা, রিঙ্কু সিং, রিয়ান পরাগরা ভুল শট বাছাইয়ের শিকার হয়েছেন। বোলিংয়ে সকলেই ভাল করলেও খলিল আহমেদ হতাশ করেছেন। ওভার পিছু প্রায় ৯ রান বিলিয়ে দিয়েছেন তিনি।
আরও পড়ুন: IPL বাঘেরা মুখ পুড়িয়েছে প্ৰথম ম্যাচেই! দ্বিতীয় ম্যাচে কে কে টিম ইন্ডিয়ার বাইরে, জানুন প্ৰথম ১১
বদল হলে খলিল আহমেদের জায়গায় কেকেআরের হর্ষিত রানাকে দেখা যেতে পারে। একটা ম্যাচ হারেই দলে বদলের সম্ভবনা কম।
ভারত বনাম জিম্বাবুয়ে, টি২০ সিরিজের লাইভ স্ট্রিমিং সম্পর্কে বিশদ তথ্য
ভারত বনাম জিম্বাবুয়ে দ্বিতীয় টি২০ ম্যাচ কবে?
ভারত বনাম জিম্বাবুয়ে টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে রবিবার, ৭ জুলাই।
ভারত বনাম জিম্বাবুয়ে দ্বিতীয় টি২০ কখন শুরু হবে?
পাঁচ ম্যাচের ভারত বনাম জিম্বাবুয়ে টি২০ সিরিজের সমস্ত ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৪টা ৩০-এ।
ভারত বনাম জিম্বাবুয়ে টি২০ সিরিজের লাইভ টেলিকাস্ট কোথায় দেখতে পাওয়া যাবে?
সোনি স্পোর্টস নেটওয়ার্ক, টিভিতে ভারত বনাম জিম্বাবুয়ের ম্যাচ সম্প্রচার করবে।
ভারত বনাম জিম্বাবুয়ে, টি২০ সিরিজের লাইভ স্ট্রিমিং কোথায় দেখতে পাবেন?
ভারতে ভারত বনাম জিম্বাবুয়ে সিরিজের লাইভ স্ট্রিমিং সোনি লাইভ (Sony Liv) অ্যাপ এবং ওয়েবসাইটে পাওয়া যাবে। তবে সোনি লাইভ-এ ম্যাচ উপভোগ করার জন্য সাবস্ক্রিপশন লাগবে। তবে নিখরচায় ম্যাচ উপভোগ করা যাবে জিও টিভিতে (JIO TV)।
ভারত বনাম জিম্বাবুয়ে টি২০-এর সূচি
১ম টি২০- ৬ জুলাই, শনিবার
২য় টি২০- রবিবার, ৭ জুলাই
৩য় টি২০- বুধবার, ১০ জুলাই
৪র্থ টি২০- শনিবার, ১৩ জুলাই
৫ম টি২০- রবিবার, ১৪ জুলাই
ভারত বনাম জিম্বাবুয়ে, টি২০ সিরিজের স্কোয়াড
ভারতের স্কোয়াড: শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিংকু সিং, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), শিবম দুবে, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আভেশ খান, খলিল আহমেদ , মুকেশ কুমার, তুষার দেশপাণ্ডে। প্রথম দুটি টি২০র জন্য দলে: সাই সুদর্শন, জিতেশ শর্মা ও হর্ষিত রানা।
জিম্বাবুয়ে স্কোয়াড: সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, টেন্ডাই চাতারা, লুক জংওয়ে, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাদান্ডে, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্র্যান্ডন মাভুতা, ব্লেসিং মুয়ানজানি, মায়িওনানি, মায়ুকানরা, রিচার্ড নাগারভা, মিল্টন শুম্বা।